নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমি ডেবিট হলে তুমি ক্রেডিট

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২

শুনেছি নিজেদের সুনাম করতে করতে একটি অঞ্চলের নাম হয়ে গিয়েছিলো সুনামগঞ্জ!
.
আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যায় কলেজে কমার্সের ছাত্র ছিলাম! সেখানে চূড়ান্ত হিসাবের 'সুনামের অবলোপন কি?' এমন প্রশ্নের উত্তর দিয়েছিলাম 'কুনাম'
.
স্কুলে আমি জাবেদা বুঝতাম কম! আমার স্যার আমাকে এক কথায় বলেছিলো, কোন কিছু আসলে ডেবিট্ চলে গেলে ক্রেডিট!
.
তখন ২০০৪ সালে সুনামি জলোচ্ছ্বাস আসতেছিলো! স্যারকে বললাম, এটার জাবেদা কি হবে? স্যার বললো, সুনামি আসছে তা ডেবিট আর চলে গেলে ক্রেডিট!
.
সাধারণত জাবেদা'তে খরচ ডেবিট হয় আর জমা ক্রেডিট তো স্কুলের এক ছাত্র জিজ্ঞেস করলো, স্যার জাবেদা ডেবিট্ না ক্রেডিট? কাইয়্যুম স্যার তো এমন আজগুবি প্রশ্নে মহাবিপদে!
.
তখন আরেক ছাত্র হাত তুলে বললো, স্যার জাবেদা ডেবিট! স্যার বললো কিভাবে? সে বললো, 'জাবেদ যদি ছেলে হয় তাহলে জাবেদা নিশ্চিত মেয়ে আর তাদের কাজ হলো হাজবেন্ডের টাকা খরচ করা আর খরচ মানে তো ডেবিট!
.
সেই সূত্রে গার্লফ্রেন্ড চলে গেছে তা আপনার ক্রেডিট কারণ খরচগুলো এখন জমাতে রূপান্তর হবে!
.
হিসাব বিজ্ঞানের ছাত্র হিসেবে জীবনে প্রথম প্রেমপত্রটি ছিলো এমন, প্রিয়তমা, আমি ডেবিট হলে তুমি ক্রেডিট! দুদিন পর উত্তর এলে, 'সরি আমি ম্যারিড্'
.
জীবন 'সুনামের অবলোপন' কেনো ডেবিট্ হয় তা শিখিয়ে দিয়ে গেলো!
.
এক সময় পকেটে ক্রেডিট কার্ড থাকলে সুনাম বেড়ে যেতো তো এক লোকের ক্রেডিট কার্ড চুরি হওয়ার পরেও সে চোরের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিলো না! তখন স্ত্রী বললো, তুমি চুরি হয়েছে জেনোও কেনো ব্যাংকে জানাচ্ছো না! তখন বেচারা স্বামী বললো, চুরি হয়েছে ডাকাতি তো হয়নি! আগে তো রোজ করে ক্রেডিট কার্ডটি ডাকাতি হতো!
.
এখনো মনে পড়ে ছেলেটি বলেছিলো, অাই লাভ ইয়ু তা শুনে মেয়েটি ভ্রু কোঁচকে বলেছিলো কি বলছো আবার বলো? তখন ছেলেটি ভয়ে ভয়ে বললো, এটা ডেবিট না ক্রেডিট? মেয়েটি তা শুনে বলেছিলো, জানো না? প্রিয় লেখক লুকা ডি প্যাসিওলি প্রিয় বই 'সুম্মা ডি এরেথমেথটিকা জিওমেথটিয়া প্রপোশানিএট প্রপোশনালিটা'তে লিখেছিলেন অর্থের অংকে পরিমাপযোগ্য না হলে লেনদেন কিংবা ডেবিট ক্রেডিট হয় না!
.
জীবন আসলে জটিল! দেনা পাওনার বড্ড কুটিল হিসেব নিকেশ!
.
আচ্ছা তুমি আমার সুনাম যশ খ্যাতি ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি টাকাকে ভালবাসো না আমাকে?
.
জানো নাবিলা?
আমি রাস্তার ফকির হলে কখনো তোমার নাগাল পেতাম না! তুমি কি তখন আমায় বিয়ে করতে?
.
নাবিলা উত্তর দিলো,
আর আমি যদি বেটে ক্ষেত কালো কুৎসিত কোন রমণী হতাম?
.
পুরুষ কন্ঠে উত্তর এলো, আরে দূর আমার বউ ওমন হতে যাবে কেন্? সে তো পরী হবে! হুরপরী!
.
পরী হবে মানে! এই ছিলো তোমার মনে....! আমি কি হুরপরী না!!! বলছিলাম না সব পুরুষের জাত এক রকম! ওদের আমি হাড়ে হাড়ে চিনি! বেএএএ! বেএএএএএ! বেএএএএএএ....!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

ইফতি সৌরভ বলেছেন: মজা পেলুম :-B

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭

জুলকারনাইন নাঈম বলেছেন: ভালোই লিখছেন তো... অবশ্য ডেবিট ক্রেডিট এসব জিনিস বুঝতে এখনও কষ্ট হয়। যেমন আমার ক্রেডিট কার্ড আছে, এখন টাকা ক্রেডিট কার্ড দিয়ে খরচ করছি, এর মানে টাকা ডেবিট করে দিচ্ছি? বুঝি না। এখনও জটিল লাগে।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৫

কিরমানী লিটন বলেছেন: তেবিটব ক্রেডিটের মুগ্ধতা।
শুভকামনা।।।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার লেখায় আমার কমেন্ট ডেবিট না ক্রেডিট?

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

আকিব হাসান জাভেদ বলেছেন: জ্বল পড়ে পাতা নড়ে এর ডেবিট এবং ক্রেডিট নিয়ে কত না ঝগড়া হয়েছে সুইটির সাথে । আজ সুইটি ডেবিট আমি ক্রেডিট।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: মজা পেলুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.