নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ওস্তাদ বায়ে মোটিবেশন্ ডানে চাপেন

২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

প্রথম যেদিন প্রাইভেট কারে উঠি সেদিন পছন্ড শীতেও ড্রাইভারের পাশের সিটে কাঁচ নামিয়ে মাথা একটু বের করে দিয়ে বমি বমি ভাব নিয়ে ভাবছিলাম কেউ একজন দেখুক আমিও প্রাইভেট কারে বসতে পারি!
.
প্রথম যেদিন চাইনিজ রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেদিন ফোনে মাত্র তিন টাকা ব্যালেন্স নিয়ে বন্ধুর খোঁজ খবর নিয়ে যখনি বলতে যাবো, দোস্ত আমি কোথায় জানিস? এমন এক জায়গায় আছি যা তুই জীবনে চোখেও দেখিস নি!....... বলার আগে ব্যালেন্স শেষ! টুট্ টুট!
.
প্রথম যেদিন গল্প লিখেছিলাম সেদিন তো দুই পৃষ্ঠার পান্ডুলিপিটি পকেটে নিয়ে ভাবছিলাম কাকে পড়ানো যায়! সবাই দুই লাইন পড়ে হেহে করে হেসে মুখস্ত কমেন্ট করে, খুব ভালো হয়েছে! হ্যালো পৃথিবী গল্প পকেটে লেখক হাইট্টা যায়! লেখক হাইট্টা যায়! কেউ গল্প পড়তে চাইনা ভাবলে বুকটা ফাইট্টা যায়!
.
প্রথম যেদিন বিয়ে করেছিলাম..... ও সরি বিয়ে এখনো করিনি!
.
প্রথম যেদিন প্রেমে পড়েছিলাম, নীরব অভিমানে মেঘ হয়ে গিয়েছিলো কালো! আনমনে জোসনা হারিয়েছিলো আলো! এখনো তোমায় আগের মতো বাসি ভালো! মনের জানালা খুলে কেবলি ছিলাম তোমার জন্য প্রথম আলো! পরে দেখলাম এটা কোন ঘটনা না!
.
প্রথম যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাল টেলিফোন দেখেছিলাম তখন মনে হয়েছিলো কিভাবে মেধাবীরা ঘুরিয়ে ঘুরিয়ে খালেদা জিয়া হলে ফোন করে! ইশ্ আমি যদি পারতাম! ভয়ে ট্রায় করতে গিয়েও ট্রায় করতাম না! পরে একদিন দেখলাম এটা কোন ঘটনা ই না! দুই চারটা ঘুরান্তি দিলে কল চলে যায়!
.
প্রথম যেদিন আমার মামুন মামা মোবাইল কিনছিলো তখন দেখলাম মোবাইলের ব্যাক পার্ট খুলে বেটারি বের করে নোকিয়া তেত্রিশ দশে সিম কার্ড ঢুকাচ্ছে তা দেখে মনে হলো মামার মাথায় কত বুদ্ধি! চাটার্ড একাউটেন্সি না পড়ে মামা ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো সাইন্ করতে পারতো!
.
পরে একদিন মনে হলো উপরের ঘটনাগুলো আসলে কোন ঘটনা ই না!
.
জীবনে প্রথম হাঁটতে গিয়ে উষ্টা খেয়ে পড়ে যাওয়া মানুষগুলো একদিন উসাইন বোল্ট, জেমস গাললাফার, গ্যাটলিন, টোরি বোউয়ি, ইলাইনে থমসন হয়ে উঠে দ্রুত মানব/মানবী হয়!
.
দরকার কেবলি কনফিডেন্স!
.
আমরা অনেকে জানি না কনফিডেন্স কি! স্কুলের শিক্ষক হতে শুরু করে পাশের বাড়ির সখিনা সবার মুখে একটি কথা কনফিডেন্স! কনফিডেন্স! কনফিডেন্স!
.
বউ বলে তুমি বড্ড দুর্বল গ্রো কনফিডেন্স! গ্রো কনফিডেন্স! কনফিডেন্স!
.
আমরা অনেক সময় প্লান করি কিন্তু প্যাকটিস করিনা ভাবি আমি পারবো এটাকে মনে করি কনফিডেন্স!
.
সারা বছর না পড়ে পরীক্ষায় ভালো করবো এটাকে মনে করি ওভার কনফিডেন্স!
.
তুমিও পারবে! তুমিও জিতবে! তুমিও এগোবে! জাস্ট গ্রো আপ কনফিডেন্স!
.
দীর্ঘশ্বাস নিয়ে পেট ফুলিয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে থুতনি টান টান করে আমরা ভাব নিই উই আর কনফিডেন্ট বয়!
.
অথচ, কনফিডেন্স হলো বার বার পুনরায় প্যাক্টিস করা! এক বার না পাড়িলে শত বার দেখার মধ্য দিয়ে কনফিডেন্স গ্রো হয়! কনফিডেন্স মানে প্যাক্টিস এন্ড প্যাক্টিস! যত অনুশীলন করবেন তত আস্থা বাড়বে! অনুশীলনের মধ্য দিয়ে যায় বলে সাইকেলও পাহাড়ের উপর দিয়ে চলে! সার্কাসে সুন্দরী তারের উপর হাঁটতে পারে! লাফাতে পারে! আঙ্গুলে বল ঘুরে! শিল্পী গান করে সুরে!
.
একটা কাজ বার বার পুনরায় করলে কেবলি কনফিডেন্স গ্রো হয়! থুতনি ফুলিয়ে ভাব নিলে কনফিডেন্স গ্রো হয় না! শো ট্রায়! এগেইন ট্রায়! বার বার চেষ্টার উপর কোন মটিবেশন্ নাইরে পাগলা! ওস্তাদ বায়ে মোটিবেশন্ ডানে চাপেন!

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

তারেক ফাহিম বলেছেন: কিশোর জীবনে প্রথম পাওয়া গুলো অনেকটা ভাবনাময়ী হয়।

আপনার টেলিফোনের ব্লগ পড়ে আমার ও প্রথম মোবাইল দেখার স্মৃতি মনে পড়ল-------

প্রথমবার যখন বাড়ীর চাচা বাহির থেকে নৌকিয়া তের্ত্রিশ দশ মোবাইল খানা দেখি আর ধরতে যাবো এ্ মুহুর্তে ভাবি, না জানি কার কাছে কল চলে যায় পরে আমি চাচাকে কি বুঝ দিবো : B-)

কনপিডেন্সের ব্যাপারে যা বললেন তা আসলেই বার বার ট্রায় করা সহমত। ওস্তান ডান বাম কেন তা কিন্তু বুঝলাম না। X(

২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দারুন বলেছো পাগলা,
ট্রাই মোর.........গ্রো আপ বাবু!!

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১

দিলের্‌ আড্ডা বলেছেন: হাল ছেড়ে দেয়া অনুচিত।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২

কুকরা বলেছেন: ++++++++++

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১

প্রামানিক বলেছেন: মন্দ নয় ভালই লাগল।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ভেরি গুড.....

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০

আটলান্টিক বলেছেন: চরম পোষ্ট

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১

বিজন রয় বলেছেন: হা হা হা.... হিউমারিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.