নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কল্পনা

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, যুক্তি তোমাকে A থেকে শুধু B পর্যন্ত নিতে পারবে কিন্তু কল্পনাশক্তি তোমাকে সব জায়গায় নিতে যেতে পারবে!
.
তিনি আরো বলেছিলেন, কল্পনাশক্তি জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস!
.
পাবলো পিকাসো আরেকটু বাড়িয়ে বলেছিলেন , 'তুমি যা কল্পনা কর তা বাস্তব'
.
সায়েন্স ফিকশান কিংবা বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলো একদিন অবাস্থব মনে হলেও ধীরে ধীরে তা একদিন বাস্তব হয়ে ধরা দেয়! এভাবে বিজ্ঞান এগিয়ে যায়!
.
কিন্তু সমাজ পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ 'সোস্যাল ফিকশান' কিংবা 'সামাজিক কল্পকাহিনী'র অভাব,
.
এমন একটি সমাজ হবে যে সমাজে কোন রকম অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি চোর বাটপারি ডাকাতি থাকবে না! কেমন হবে সেই সমাজ তার উপর কিছু 'সামাজিক ফিকশান্' বই রচিত হতে পারে!
.
যদিও আমাদের কল্পনাশক্তির পুরোটা জুড়ে থাকে হলিউড বলিউড ডালিউড টালিউড থেকে শুরু করে পাড়ার সেক্সি গার্ল খ্যাত চ্যাটরিনা! ক্যাটরিনা! কারিনা! সখিনা! সেলিনা! মেরিনা! জরিনা! ব্লা ব্লা!
.
যুক্তরাজ্যের অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির লুইস বানস বলেছেন, যে শিশুরা যত ফ্যান্টাসি ধরনের খেলা খেলে তারা তত সৃজনশীল হয়ে থাকে!
.
দার্শনিক মার্শাল বলেছিলেন, 'মানুষের কল্পনাশক্তি না থাকলে পৃথিবীর এত উন্নতি সাধিত হত না!'
.
কল্প কবিতা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা কিন্তু মহাকাশ থেকে কোন মামা টিপ দিতে আসেনা বিদায় সে শিশুগুলো একদিন চাঁদে সোয়জু-৯, সোয়জু-১১, সোয়জু-১৯, অ্যাপোলো-৮, অ্যাপোলো-১১ পাঠিয়ে দিয়েছিলো মামাদের খুঁজতে শুধু তা না মহাকাশে স্যালিউট, মেরিনার-২, ভেনেরা-৯, ভেনেরা-১০, ভাইকিং-১, পাথফাইন্ডার পাঠিয়ে ভাবছে টিপ আমরা দিয়ে আসবো একদিন!
.
জেনে রাখা দরকার কোন ভিশন কিংবা মিশনকে সামনে রেখে সুদূরপ্রসারি চিন্তা করা হলো কল্পনা আর নিজের অজান্তে বা ঘুমে যা চলে আসে তা স্বপ্ন! কেবলি স্বপ্ন!
.
ধূর শরীফ ভাই! আমি তো প্রতিদিন 'কল্পনা' করি! কচু! ওটা শুধুই একটা মেয়ের নাম! লেখাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'কল্পনা' নামক একটি মেয়েকে উৎসর্গীকৃত তার নাম মনে হলে আমি কল্পনায় হারিয়ে যায়!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

মিঃ সালাউদদীন বলেছেন: পাবলো পিকাসো, কে -- ভাই ?

২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

বিজন রয় বলেছেন: জ্ঞানী লোকের জ্ঞানী কথা।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫

হিমু রির্টান বলেছেন: কল্পনায় হারিয়ে যাই ক্লাশের সেক্সি মেয়ের শরিলে.........সমাজ সে তো বহুদূরে.....

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.