নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ফ্রেন্ডজ্ উইথ বেনিফিটস্

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৪

নামী দামী কর্পোরেট প্রতিষ্ঠানের ফ্রন্ট ডেস্কে সুন্দরী মেয়েটির জায়গায় একটি মেয়ে ভাইভা দিয়েছিলো যে খুব সুন্দর করে কথা বলতে পারতো তবুও তার জায়গায় আজ অন্য কেউ,
.
ছোট বেলা থেকে দেখে এসেছি ক্লাশের ফাস্ট গার্ল হওয়া সত্ত্বেও ছেলেদের দৃষ্টি থাকে সুন্দরী লাস্ট গার্লের দিকে,
.
সত্যি কথা বলতে কি, অন্য নারীর বুলির ছেয়ে সুন্দরী নারীর গালিও মিষ্টি লাগে!
.
নারী নিয়ে আমি যত কথা বলিনা কেনো দিনশেষে আমি বিয়ে করার জন্য লম্বা সুন্দরী কিউট মেয়ে খোঁজ করি,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সুন্দরী আপুদের টানে অন্য ছেলেদের ডিপার্টমেন্টের আশেপাশে ঘুরাঘুরির কথা কি আর বলবো,
.
এখনো কোন বিশেষ কারণে পাবলিকেট বিভাগ আমার জীবনে উজ্জ্বল হয়ে আছে
.
পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে পাতিহাস পর্যন্ত কত যুদ্ধ সংঘাত হয়ে গেলো সুন্দরী নারীদের কেন্দ্র করে!
.
কত রাজা ছেড়ে দিলো সোনার সিংহাসন!
.
দিনশেষে একজন নারী জয়িতা হয়না হয় একজন সুন্দরীর জয়!
.
তুমি সুন্দরী বলে প্রথম প্রেম ভুলা হয় না!
.
তুমি সুন্দরী নও বলে আর সৃষ্টি হয়না নাটোরের বনলতা সেন!
.
তুমি সুন্দরী নও বলে সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে আসবে বলে কেউ জীবন বাজী রাখবে না!
.
সুতরাং তোমাকে সুন্দরী হতে হবে!
.
আটা ময়দা সুজি মেখে হলেও তোমাকে সুন্দরীর ভান ধরে থাকতে হবে!
.
তোমার গায়ে সুন্দরীতমা ট্যাগ না লাগলে তোমাকে নিয়ে কোন গান রচিত হবে না!
.
হ্যালো নারী শুনতে খারাপ লাগলেও এগুলো বাস্তবতা!
.
কত নারী দিবস এলো গেলো তবুও এসব বাস্তবতার পরিবর্তন হবে না!
.
তুমি সুন্দরী নও বলে নারী দিবস উপলক্ষে আয়োজিত টকশোতে তোমার জায়গা হবে কি না তা প্রশ্নবিদ্ধ!
.
দিনশেষে শুধু তুমি সুন্দরী বলে তোমার এতো কদর তা ঠিক না,
.
সবাই শুধু তোমার সৌন্দর্য ভোগ করতে মরিয়া! একটু উষ্ণতা!
.
কেউ তোমাকে তারকা খ্যাতি কিংবা প্রমোশনের লোভ দেখিয়ে খেলে দিবে!
.
কেউ ফ্রেন্ডস্ উইথ বেনিফিট নামক শব্দে তোমাকে লুটে নিবে,
.
দিনশেষে তুমি কেবল পণ্য!
.
মাল লুট হয়ে গেলে তুমি কেবলি সব হারানো একটি অস্তিত্ব বাদে কিছু নও!
.
আজ বিশ্ব নারী দিবস তাই সত্য বই মিথ্যে বলিবো না!
.
তবুও সবশেষে তুমি একজন নারী! কিছু কিছু মানুষের ভালবাসার জায়গা! তাদের নিয়ে তোমার পৃথিবী সুখে শান্তিতে আনন্দ উল্লাসে ভরে উঠুক!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৩:১৪

অক্পটে বলেছেন: লেখাটি ভালো লেগেছে। অনেক গুলো সত্য পংক্তিমালার সমাবেশ ঘটিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.