নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
টাকা মানুষকে পরিবর্তন করে দেয়,
.
সরকার চাকরির বেতন ডাবল করার পর বছরের পর বছর কোঁচকানো শার্ট প্যান্ট পড়া পরিচিত আংকেলকে একদিন স্যুটেট্ ব্যুটেট্ দেখে তো টাশকি খেয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম লোকটা এতো স্মার্ট হলো কেমন্ করে!!!
.
চাচা আগে সিগারেট তর্জনি এবং অনামিকা আঙ্গুলের মাথায় রেখে টানতো এখন ঠিক কেইঙ্গা আঙ্গুলের মাঝখানে রেখে টানে!
.
যে মেয়েটাকে দেখে যুগ যুগ ধরে সাধারণ মনে হতো বড়লোক স্বামীর বৌদলতে সে দিন দিন অসাধারণ হয়ে উঠছে,
.
হঠাৎ বিদেশ থেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে আসা ভদ্রলোকের সাথে এখন সারাক্ষণ কিছু মানুষের জটলা লেগে থাকে,
.
অনেকে বলে টাকা পয়সা কোন বিষয় না বরং হাতের ময়লা! তেজপাতা তেজাপাতা!
.
ভারী বর্ষণে যখন আপনার প্রিয়তমা সন্তান অ্যাপেন্ডিক্সের ব্যথায় কাতরাচ্ছে তখন আশে পাশে সিএনজিও নেই সেই মুহূর্তে আপনার অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য নেই বলে আপনি নীরবে পাঁজর ভাঙ্গা ব্যথা সহ্য করে ভবছেন, আজ যদি কিছু টাকা থাকতো!
.
টাকা নেই বলে আজ ফুটপাতে হাজারো বাস্তুহারা মানুষের মিছিল!
.
টাকা আছে বলেই সারা জীবন শাহরুখ খান টাইপ কাউকে বিয়ে করার লালিত স্বপ্ন বুকে ধারণ করা সুন্দরী মেয়েটি টাকওয়ালা স্বামী নিয়ে সুখী আছে, সুখে থাকে,
.
পাঁচশ টাকা পকেটমার করার পর জৈনক পকেটমারের এক হাজার টাকা জরিমানা হলো তা শুনার পর সে বললো তার কাছে শুধু পাঁচশ টাকা আছে দুই ঘন্টার জন্য ছাড়া পেলে সে আরো পাঁচশ টাকা পকেটমার করে এনে দিতে পারবে বলে মুচলেকা দিয়ে ছাড়া পেলো!
.
তো এক ভিক্ষুক আরেক ভিক্ষুককে বলছে আজ যদি টাকা থাকতো তাহলে একটা শপিংমল কিনে তার ভিতরে বসে ভিক্ষা করতাম!
.
টাকা দিলে নিদ্রা ভেঙ্গে জেগে উঠে অনেক সরকারী কর্মকর্তা,
.
এক সরকারী অফিসের দেয়ালে লেখা, 'জোরে আওয়াজ করা নিষেধ' তার নিচে আরেক বেরসিক লিখে দিয়েছে, 'তাহলে আমরা নিদ্রা ভেঙ্গে জেগে উঠতে পারি'
.
টাকা দিলে মুচে যায় ট্রাফিক আইন, ফাইলের নিচে স্তূপ হয়ে থাকা একটি ফাইলে দেখা মেলে কাঙ্খিত সাইন
.
ব্লা ব্লা ব্লা
.
শেষ কথা, এক বাউল চাল ডালকে চাউল ডাউল বলার পর দোকানদার জিজ্ঞেস করলো, বাবা আপনি তো দেখি পুরোপুরি শুদ্ধ উচ্চারণ করেন! তা শুনে বাউল বললো আমি সংক্ষেপ করে চাল ডাল বললে কখন কে কবে আমার নাম সংক্ষেপ করে বা*ল ডাকা শুরু করবে কে জানে!
.
দিনশেষে এগুলো বালের লেখা! কারো সাথে মিলে গেলে কাকতালীয়! জয় গরু ওহ সরি গুরু!
২| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: কথা সত্য। টাকা ছাড়া উপায় নাই।
৩| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৪
কানিজ রিনা বলেছেন: ছোটলোক বড়লোকের চালচিত্র তুলে ধরেছেন
বেশ ভাল লাগল ধন্যবাদ।
৪| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০
ফ্রিটক বলেছেন: ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: না বালের লেখা বলা ঠিক হবে না।
এই লেখাটা লিখতে আপনাকে ভাবতে হয়েছে। সময় লেগেছে। টাইপ করতে হয়েছে। নেটের জন্য টাকা লেগেছে। সব কিছু মিলিয়ে বলা যায়, এই লেখাটা বালের লেখা নয়।