নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কত স্বপ্ন মরে যায়,
.
অনেক দিন আগে এক ভাই নেপাল ঘুরে এসে আনন্দে আটখানা হয়ে শিরোনাম করেছিলো 'কপালের নাম নেপাল'
.
হিমালয় কন্যা খ্যাত এই শহরের রাজধানী কাঠমুন্ডু তা স্কুল থেকে শুরু করে বিভিন্ন ভর্তি পরীক্ষা অসংখ্য বার এসেছিলো তবুও বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরও ভুলে গেছিলাম কাঠমুন্ডু যেনো কোন দেশে!
.
কেডিএস এক্সেসোরিজের অফিস কলিগ রিয়াজ ভাই মনে করিয়ে দিয়েছিলো কাঠমুন্ডু নেপালে, ধন্যবাদ!
.
নেপালের রানী বলা হয় পোখারাকে যা অনেক দম্পতির স্বপ্নের জায়গা! বহুদিন পর নেপাল টুরিষ্টদের জন্য ভিসা খুলে দেওয়ার পর হানিমুনের জন্য সেখানে ভীড় জমান পৃথিবীর নানা প্রান্তের মানুষ,
.
দুই পাহাড়ে মাঝখান দিয়ে প্রিয়তমা হাঁটছে আর আপনি সুউচ্চ শৃঙ্গ থেকে টাইটানিক স্টাইলে দুই হাত তুলে বলবেন 'আই লাভ ইয়ু' সেই শব্দের ইকো প্রতিধ্বনি হয়ে পাহাড়ে বারি খেয়ে খেয়ে প্রিয়ার কানে পৌঁছাবে এমন হাও রোমান্টিক বেপার সেপার,
.
ঐ দূর পাহাড়ে, লোকালয় ছেড়ে দূরে
.
কাঠমুন্ডুর উদ্দেশ্যে বিমান ছাড়ার আগে শশী ফেসবুকে জানিয়েছিলো তাদের বিবাহ বার্ষিকির আগে এটা অগ্রীম সেলিব্রেশন! মাত্র চার ঘন্টা সময়ের ব্যবধানে স্বপ্নগুলো কাঠ কয়লা হয়ে গেলো,
.
হাসি নামক মেয়েটি ছুটি কাটাতে ছুটে গিয়েছিলো স্বপ্নের খুব কাছাকাছি সেই হাসি মলিন হয়ে গেছে মুহূর্তে,
.
নেপালের চারটা ছেলে ডাক্তারি পড়ার জন্য বাংলাদেশে এসে তা শেষ করে নেপালে ফিরে যাওয়ার আগেই স্বপ্নের সমাপ্তি!
.
সেখানে আরো ছিলেন সিলেটের জালালাবাদ রাগীব- রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ শিক্ষার্থী তারা কেউ বেঁচে নেই!
.
সর্বশেষ খবরে দেখলাম ৪৫ জন বাংলাদেশী মারা গেছেন!
.
তাহিরা ইজ নো মোর,
.
হাসি ইজ নো মোর,
.
হয়তো কোন একদিন শিরোনামে থাকবে আমি আপনি কিংবা অমুক তমুক সমুক ইজ নো মোর!
.
ইউএস বাংলা বিমানটিতে ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষিকা ও তার স্বামী শুনেছিলাম তারা আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন!
.
২০১৬ সালে এই ত্রিভুবন বিমান বন্দরে দূর্ঘটনায় ২৩ জন যাত্রী মারা গিয়েছিলো!
.
মৃত্যুর মিছিল চলছে! চলবে!
.
তবুও জীবন থেমে থাকবে না! আগামীকাল আবারো বিমান উড়বে! বাস চলবে! লঞ্চ ভাসবে!
.
দিনশেষে, চোখের জল মোচে এমন দূর্ঘটনার যেনো আর পুনরাবৃত্তি না হয় সে প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে হবে!
২| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রয়টার্স জানিয়েছে, মোট ৭১ জন আরোহীর বিমানটিতে ৩৩জন নেপালি, ৩২ জন বাংলাদেশি এবং একজন করে চীনা ও মালয়েশীয় নাগরিক ছিলেন৷ ৬৭ জন যাত্রী এবং চারজন কেভিন ক্রু মিলিয়ে ৭১ জনের মধ্যে ৫০ জনই মারা গেছেন বলে জানাচ্ছে রয়টার্স৷
৩| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহা!! কতগুলো তাজা প্রাণ -------
বিমানের বেশী দুর্ঘটনা হয় আকাশে উঠতে আর নামতে। পাইলটের আরেকটু সতর্কতার দরকার ছিল।
হাসি নামটা পরিচিত লাগছে। তাকে চেনেন??