নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
বোরকা কিনতে যাচ্ছি,
.
অনেক ভেবে চিন্তে দেখলাম বোরকা একটা কিনতেই হবে!
.
ঝামেলা হলো হাইট বেশী হওয়ার কারণে বোরকা পড়লে বেশী লম্বা লাগবে!
.
স্পেশালভাবে বোরকায় দুটো মোবাইল রাখার জন্য দুটো পকেট সাথে টাকা পয়সা পার্সেল রাখার জন্য একটা এক্সট্রা পকেটও লাগবে!
.
এক বান্ধবীকে ফোন করে বললাম একটা সুন্দর বোরকা কিনতে কত টাকা লাগতে পারে?
.
সে বললো, বিয়ে করেছিস! একটুও জানালি না! আমি তোকে বিয়ে করবো ভেবে আজ সকালেও হাব্বীর সাথে ঝগড়া করলাম!
.
কি এক আজব জগত মাইরি,
.
সবাই সবকিছু আগে ভাগে বুঝে যায়!
.
অবশেষে দোকানে গেলাম বোরকা অর্ডার দিতে,
.
বোরকার সাইজ পাঁচ ফুট দশ ইঞ্চি বলায় দোকানদার বললো, ভাই কি খাম্বা বিয়ে করেছেন নাকি?
.
তারপর বিড়বিড় করে বলতে লাগলো, 'এই যুগে লম্বা মেয়ে পাওয়া দুষ্কর! আপনি অনেক ভাগ্যবান!'
.
দাঁত কিড়মিড় করতে করতে বললাম, 'শুধু লম্বা মেয়ে না লম্বা ছেলে পাওয়াও দুষ্কর! ছেলে মেয়ে সমান অধিকার চাই!'
.
না ভাই! বিয়ে করিনি তবে আমার বিয়ে নিয়ে জাতি খুব টেনশনে আছে তাই চিন্তা করতেছি বোরকা পরিধান করে না হাঁটলে খুব শীঘ্রই দেশে হার্টের রুগী দ্বিগুণ হয়ে যাবে!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগের দিন এক লোক জিজ্ঞেস করলো, ভাই বিয়ে করছেন না কেনো? পরের দিন দূর থেকে দেখি সেই পথে সে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে! কোন রকম অন্য রাস্তা দিয়ে অফিস গেলাম!
.
নিজের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন করবো ভাবছি,
.
তবে চিন্তা করছিলাম বিয়েটা এবার করেই ফেলবো! সব ঠিকঠাক ছিলো কিন্তু ছোট ভাইদের কথা চিন্তা করে করলাম না! হাজার হলেও শালী নেই!
.
কতজন কত সময় কত ভাবে বলেছে ভাই আপনার শালীটা কিন্তু আমার!
.
আরো একটা বেপার আছে,
.
আমার মনে হয় আর বিয়ে করা হবে না!
.
দূর ভাই ভুল বাল চিন্তা করিয়েন না সব ওকে আছে,
.
কিন্তু একটা শালী আমি কাকে ছেড়ে কাকে দিবো!
.
দুই ইঁদুরের পাউরুটি ভাগ করতে না পারা নিয়ে বানরের কাছে যাওয়ার গল্পটা মনে আছে?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: একটা শালীর বড় সখ ছিল।
কপালে জুটল দুইটা সমুন্ধি আর একটা শালা।