নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

লেখালেখি করে কি হবে, একদিন তো মরেই যাবো

০৬ ই জুন, ২০১৮ রাত ৮:৪৮

মেসি, রোনালদো কিংবা নেইমার যা বলেন না কেনো প্রতিবারের ন্যায় এই বছরও শীর্ষ আয়ের তালিকায় প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সিং হার্টথ্রব ফ্লয়েড মেওয়েদার,
.
সর্বকালের সবচেয়ে দামী ম্যাচ দুই হাজার একশ ষোল কোটি টাকা জয় করার আগে তিনি বলেছিলেন, 'আমার কাছে শনিবারের লড়াইটা স্রেফ একটা কাজের দিনের মতো। যেটা আমি সবচেয়ে ভাল পারি, বক্সিং, সেটাই করব!'
.
ইনি মিঃ ফ্লয়েড যিনি টানা ৪৯টি লড়াই জিতে হেভিওয়েট বক্সিং-কে বিদায় জানিয়েছিলেন!
.
তারপর কেটে গেলো অনেক দিন.... প্রায় দুই বছর
.
অতপর অনেকটা বুড়ো বয়সে শখ করে আবার বক্সিংয়ে নামলেন সমালোচকরা বলাবলি শুরু করেছিলো বুড়ো বয়সে ভীমরতি!
.
টানা ৫০ তম ম্যাচ জয়ের রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে বুড়ো নামলেন কিন্তু প্রথম সেশনে তার চেয়ে প্রায় এক যুগের ছোট তরুণ বক্সার ম্যাকগ্রিগরের হাতে মার খেতে থাকলেন! তখন কাকতালীয়ভাবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশতম ফূর্তি উপলক্ষে আমেজ চলছিলো,
.
হাতি খাদে পড়লে যা হয় তা হলো তরুণ ম্যাক তাকে নিয়ম বহির্ভূতভাবে মাথার পিছনে আঘাত করছিলেন! মহানায়কের এহেন করুণ অবস্থা দেখে গ্যালারিতে পিন পতন নীরবতা এমন সময়ে ম্যাকগ্রিগরের শক্তি কমে ক্লান্তি এলে মাত্র দাশ রাউন্ডের মাথায় এমন পাঞ্চ দিলেন ম্যাক কূপোকাত!
.
পৃথিবীর ইতিহাসে টানা হাফ সেঞ্চুরি জয়ের রেকর্ড করলেন ফ্লয়েড!
.
তাই হয়তো সন্দ্বীপে আমার এক দাদা বলে, নাতী, আঙ্গো মাইর বেয়াইন্না রাইতে!
.
তাকে বলা হয় অপরাজেয় চ্যাম্পিয়ন যে ৫০ ম্যাচে ৫০টিতে জিতেছিলো কোন হার ছাড়া!!!
.
তিনি বলেছিলেন, 'জীবনে ভাল সময় এবং খারাপ সময় আসবে কোন ব্যাপার না তবে মানসিকভাবে দৃঢ় থাকতে হবে!'
.
তিনি আরো বলেছিলেন, 'সবার চেয়ে সেরা হতে হলে সবার চেয়ে বেশী পরিশ্রম করতে হবে!'
.
সমালোচকদের জবাব দিতে গিয়ে বলেছিলেন, 'কেউ আমার জয় দেখার জন্য লক্ষ টাকা পরিশোধ করে টিকেট ক্রয় করে আবার কেউ বা আমার পরাজয় দেখার নিয়তে টিকেট কিনে কিন্তু দিন শেষে তারা উভয়ে আমার জন্য তার পকেটের টাকা ব্যয় করে!'
.
আমাদের সবার জীবনে একটা সীমাবদ্ধতা থাকে আর সফলতা হলো নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য বার বার সীমাবদ্ধতার দেয়ালে আঘাত করে মুক্তি লাভ করা!
.
শেষ করবো তার সেরা উক্তি দিয়ে, 'প্রত্যেক মানুষ কোন না কোন ট্যালেন্ট নিয়ে জন্ম লাভ করে সবার আগে খুঁজে বের করতে হবে সেই ট্যালেন্ট টি কি এবং সেটিকে বৃদ্ধি করে সীমাবদ্ধতা দূর কল্পে যে সংগ্রাম সেটি একজন মানুষকে নিঃসন্দেহে অপরাজিত চ্যাম্পিয়ন বানিয়ে দিবে!'
.
প্রিয় ফ্লয়েড, আমাদের দেশে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার জর্জ ব্যারিষ্টার ক্যাডার ব্যাংকার কর্পোরেট টর্পোরেট হওয়ার ট্যালেন্ট নিয়ে জন্ম লাভ করে!
.
বেলা শেষে, চাকরি পাওয়ার জন্য ত্রিশ বছরের লিমিট, সংসারে চল্লিশ.... আহা এই জীবনে কি করলাম ভেবে পঞ্চাশ অতপর কি আর হবে! একদিন তো মরেই যাবো!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:০৮

কাওসার চৌধুরী বলেছেন: আপনার লেখাটি চমৎকার হয়েছে। বিশেষ করে শেষের দুই লাইন।

০৬ ই জুন, ২০১৮ রাত ৯:১৩

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

২| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক দিন ম‌রে যা‌বেন এটা সত্য। তাই ব‌লে সব কিছু‌কে অব‌হেলা করা ঠিক। তাহ‌লে লো‌কে বল‌বেঃ অত দিন অ‌পেক্ষা করার কি দরকার । আজই না হয় ম‌রে যান।

০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৩০

আবদুর রব শরীফ বলেছেন: একদম সেটাই

৩| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:  এক দিন ম‌রে যা‌বেন এটা সত্য। তাই ব‌লে সব কিছু‌কে অব‌হেলা করা কি ঠিক?তাহ‌লে লো‌কে বল‌বেঃ অত দিন অ‌পেক্ষা করার কি দরকার । আজই না হয় ম‌রে যান।

৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:১৬

একাল-সেকাল বলেছেন: পুরোটাই চমৎকারে ঠাঁসা, ভাল লাগল

৫| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৩৯

বিজন রয় বলেছেন: গুড, গুড, গুড।
+++

৬| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:৪৯

সিসৃক্ষু বলেছেন: চমৎকার।

৭| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: মরে যাবো বলেই মরে যাবার আগে ভালো কিছু করতে হবে। যেন মরার পরও মানুষ শ্রদ্ধা ভরে স্মরন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.