নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
বায়জিদ ক্যান্টেনমেন্ট মার্কেটে সিম্পলের মধ্যে গর্জিয়াস পাঞ্জাবী খুঁজছিলাম দোকানদার বললো এমন পাঞ্জাবী নেই তবে সিল্কের মধ্যে গর্জিয়াস এক্কান পাঞ্জাবী আছে,
.
আরে ভাই এটা তো গর্জিয়াসের মধ্যে গর্জিয়াস আমার দরকার সিম্পলের মধ্যে গর্জিয়াস
.
ইয়ার্কি করছি বুঝতে পেরে দোকানদারের টাক মাথার মধ্যে দুই চারখান চুল ছিলো ভ্রু কোঁচকিয়ে তা টেনে টুনে বললো ভাই ঐ রকম একটা আছে এই লন একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস!
.
কেমনে কি! আগে তো জানতাম সিম্পলের মধ্যে গর্জিয়াস শাড়ি হয় তবে এমন পাঞ্জাবীও আছে তা জানা ছিলো না!
.
দোকানদার এবার পিঠের পিছন থেকে পাঞ্জাবীর মাপ দিতে দিতে বললো এটা হলো, সিম্পল দামের মধ্যে গর্জিয়াস পাঞ্জাবী!
.
হেতে তো দেখি নিজেই এক্কান সিম্পলের মধ্যে কঠিন মেধার মাল! মূল কথাটা বুঝে গেছে!
.
একটু পরে ঐ দোকানে একজন মহিলা আসলো ঢুকেই একটা পাঞ্জাবী হাতে নিয়ে আদেশ দিলো ভাই এটা রেখে ওটা দেখান তারপর ওটা রেখে এটা দেখান না না এটা না ওটা একটু দাঁড়ান ওটা না এটা,
.
যাক একটা কোন রকমে চয়েস করলো তারপর,
.
আচ্ছা ভাই 'এই একই ডিজাইনের উপর অন্য কালার হবে' দোকানদার অন্য কালার নিয়ে আসলো কিন্তু এবার কালার দেখে সে বললো এক্সকিউজ মি ভাই 'এই কালার উপর অন্য ডিজাইন হবে'
.
দোকানদার এবার ইয়ার্কির সুরে বললো, এই কলারের উপর একটি ডিজাইন ই আছে শুধু তা না ডিজাইনটি করার পর ডিজাইনার মারা গেছে সুতরাং আর আসার সম্ভবনাও নাই! এটা লাস্ট পিচ্ নিয়ে যান আপা.....!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এক বান্ধবী ছিলো তাকে ঈদের মৌসুমে সকালে ফোন করলাম সে বললো 'সানমারে শপিং করতে আসছে' রাতে ফোন করলা আপমি প্লাজা হয়ে মিমিতে আসছে তখন আমি বললাম, পুরো মার্কেট মনে হয় ঘরে নিয়ে আসতেছোস!
.
সে বললো আরে না শুধু এক জোড়া জুতা কিনেছে কারণ এ ফ্লোর টু বি ফ্লোর টু সি ফ্লোর পছন্দ করতে করতে তার জুতা ছিঁড়ে গেছিলো!
.
আমার এক বন্ধু নতুন চাকরি হয়েছে সুতরাং বিয়ে করবে কিন্তু মেয়ে দেখার সময় পাচ্ছে না তার মা তাকে বলছে, যা বাবা একটু ঈদের মার্কেট থেকে ঘুরে আয়!
.
আড়ংয়ে মাঝে মাঝে কিছু কবিতা প্রিন্টিং করা ফতুয়া দেখি ভাবছি আমার জীবনের প্রথম উপন্যাস মেয়েদের শাড়িতে ছাপাবো!
.
সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা শাড়ি হবে......!
২| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৫
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: সিম্পলের মধ্যে গর্জিয়াস
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: হুম,।