নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দিনশেষে ফুটবল কেবলি বিনোদন বৈকি বেশী কিছু নহে....! আমরা আমরাই তো...!

১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:০২



ভাই আপনি ব্রাজিল না আর্জেন্টিনা সাপোর্ট করেন? প্রশ্ন শুনে মনে হলো বিশ্বকাপ শুধু এই দুই দল খেলে বাকীরা কুতকুত,
.
বাংলাদেশের মানুষ সুযোগ পেলে এরশাদ কাক্কুকেও জিজ্ঞেস করে, কাক্কু আপনি বিএনপি না আওয়ামী লীগ?
.
অনেক আগে ফেসবুকে একটি ফেইক আইডিকে প্রশ্ন করেছিলাম 'আপনি ছেলে না মেয়ে' সে উত্তর দিলো 'ফেসবুক মেইল(male) ফিমেইল(female) অপশন আছে কিন্তু সিমেইল(Shemale) অপশন নেই বলে ফেইক আইডি ব্যবহার করছি'
.
যারা নিজেরা পুরুষ না মেয়ে তা নিয়ে দ্বিধায় থাকে তারা ফেইক আইডি ব্যবহার করে,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দিকে ফেসবুকে আমরা বাংলিশ লেখতাম কিংবা বাংলা ইংরেজী মিলিয়ে লিখতাম,
.
আরেকটি ফেইক আইডি কে একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি ছেলে না মেয়ে? সে বললো, 'Ami male' পড়লাম 'আমি মাল'
.
তখন মাল বলতে সুন্দরী মেয়েদের বুঝাতো! একটা ট্রেন্ড ছিলো, 'হেব্বী মাল' কিংবা 'দোস্ত মাল তো হেব্বী'
.
আবেগঘন পরিবেশে চ্যাটে সময় কাটানোর কিছুদিন পর মনে হলো সেদিন 'Ami male' বলতে আসলে সে 'আমি পুরুষ' বুঝিয়েছিলো,
.
সময় হলো অসময়ে
.
ক্লাব ফুটবলে কিছুদিন আগে একজন জিজ্ঞেস করছিলো, ভাই আপনি বার্সা না রিয়েল মাদ্রিদ? বললাম, 'ফেইক মাদ্রিদ'
.
ক্রিকেটে জিজ্ঞেস করে, আপনি কি ভারত না পাকিস্তান!
.
দুই ভাইয়ের এক ভাই থিয়াগো আলকানতারার খেলেন স্পেনের মিড ফিল্ডার হয়ে আরেক ভাই রাফিনহা খেলেন ব্রাজিলের হয়ে তাতে কুনু সমস্যা হয়না!
.
ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা খেলেন ফ্রান্সের হয়ে কিন্তু আরো দুই ভাই ক্লাব সেঁত এতিয়েনের ফ্লোরেন্তিন ও ম্যাথাইয়াস খেলেন বাবা-মায়ের জন্মভূমি গিনির জার্সি গায়ে!
.
কিছুদিন আগে আলবেনিয়ার হয়ে মাঠে নেমেছিলেন টাউল্যান্ট জাকা আর প্রতিপক্ষ সুইজারল্যান্ডের হয়ে মাঠে নেমছিলেন টাউল্যান্টের ছোট ভাই গ্রানিট জাকা!
.
তাদের মা গ্যালারিতে বসে খেলাটি উপভোগ করছিলেন তাতে কোন সমস্যা হয়নি,
.
মেসি এবং নেইমার একসাথে বার্সাতে খেললে কোন সমস্যা হয় না!
.
যত সমস্যা শুধু আমাদের বাংলাদেশে সমর্থকদের মধ্যে,
.
আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যি লাগে তাহলে তা বাংলাদেশে ব্রাজিল আর্জন্টিনা কিংবা আওয়ামী লীগ বিএনপি নতুবা বার্সা মাদ্রিদ সাপোর্টারদের মধ্যে থেকে সূচিত হবে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


বিচিত্র এক জাতি

২| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: নিজের একটা ছবি দিলাম। নিজের একটা ছবি দিলাম।

৩| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

স্রাঞ্জি সে বলেছেন: ভিন্ন জাতি। আমগোর বাঙ্গালী।

৪| ১৬ ই জুন, ২০১৮ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


দাঁতগুলো আরেকটু সাদা থাকা উচিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.