নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
কুষ্টিয়ার খোকসার ভ্যানচালক আকমল হোসেন নিজের একমাত্র সম্বল ভ্যানকে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙ্গিয়েছেন!
.
শুধু তা না যাত্রী আর্জেন্টিনার ভক্ত হলে রয়েছে বিশেষ ছাড়
.
শুধু তা না কিছু দিন আগে ভাইরাল এক রিক্সাচালক চালক তার পুরো রিক্সা আর্জেন্টিনার পতাকার রঙে রাঙ্গিয়ে প্রিয় দলের জার্সি গায়ে রিক্সা চালাচ্ছেন!
.
কিছুদিন আগে চীনের নাগরিক দান জেনলুউবো এভারেস্টের চূড়ায় উঠে মেসির আর্জেন্টিনার নাম এবং নম্বর সহ একটি জার্সি প্রদর্শন করে তাক লাগিয়ে দিয়েছিলেন!
.
কলকাতার চা বিক্রেতা শিব শঙ্কর ষাট হাজার রূপি জমিয়েছিলেন রাশিয়ায় গিয়ে আর্জেন্টিনার খেলা দেখার জন্য কিন্তু সে টাকা পর্যাপ্ত নয় বলে সব টাকা দিয়ে নিজের বাড়ির রং আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন,
.
সাইবেরিয়ার এই ফুটবলপ্রেমী মাথার পিছনে এঁকেছেন মেসির ট্যাটু
.
রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকায় গোপল চন্দ্র শীলের সেলুনে আর্জেন্টিনা ভক্ত শিশুদের জন্য চুল কাটা ফ্রি,
.
ব্রাজিল ভক্তরাও পিছিয়ে নেই,
.
নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন ছয়তলা বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ব্রাজিল ভক্ত দোকানদার ব্রাজিল সাত গোল খাওয়ার পর তার দোকানে আর কখনো 7up রাখেন নি!
.
চীনে ব্রাজিলের জার্সি পড়ে বিমান মাতালেন বিমানবালা
.
প্রিয় দল ব্রাজিলের খেলোয়াড়দের ছবি সংবলিত ১৫ হাজার স্টিকার গাড়িতে লাগিয়ে পুরো শহর মাতাচ্ছেন সাও পাওলোর এক ভক্ত,
.
৩০ শতক জমি বিক্রি করে মাগুরার কৃষক আমজাদ হোসাইন তার প্রিয় দল জার্মানির পতাকার সাইজ পাঁচ কিলোমিটার থেকে সাড়ে পাঁচ কিলোমিটার করেছেন!
.
মিশর থেকে ৫০০০ কিলোমিটার রাস্তা বাইসাইকেলে পাড়ি দিয়ে বিশ্বকাপের দেশে গিয়েছে সালেহার এক ভক্ত মোহাম্মদ ইবনে নুফাল!
.
সব কিছু মূলে রয়েছে বিনোদন এবং ভালবাসা এবং একটু ভাল থাকা!
.
শোভাকলোণীতে এক বড় ভাই আর্জেন্টিনার জার্সি গায়ে এবং তার বউ ব্রাজিলের জার্সি গায়ে স্বামীর কাঁধে মাথা রেখে খেলা দেখছে কোন বেপার না,
.
আমার ভাই সুমন ব্রাজিল করে আর আমি আর্জেন্টিনা ভাইয়ের জার্সি গায়ে একটা ছবি তুলে আপলোড করলে তাতে কুনু সমস্যা হবে?
.
ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই হারলে জিতলে সমস্যা নাই!
২| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: কই?
ব্রাজিলের লোকজন কই??
৩| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৬
সনেট কবি বলেছেন: দু’দলই প্রথম ম্যাচ ড্র করে সেই ভাতৃভাব এখনো বজায় রেখেছে।
৪| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুদলই সমানে সমান। তবে কাপ জিতায় ব্রাজিল এগিয়ে।
৫| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"মোঃ মাইদুল সরকারবলেছেন:
দুদলই সমানে সমান। তবে কাপ জিতায় ব্রাজিল এগিয়ে!"
-- এই জন্যই ব্রা জিলের সমর্থকরা সুবিধাবাদী! তারা তেলা মাথায় তেল দিতে ওস্তাদ!
বি. দ্রঃ আমার আব্বাও ব্রাজিল!
তবে আমি নতুনদের সাপোর্ট করি!
৬| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৫০
কাওসার চৌধুরী বলেছেন: ব্রাজিল ও জার্মানী খারাপ খেলেনি। দিনটি তাদের ছিল না। তবে, প্রথম ম্যাচে আর্জেন্টিনার খেলা দেখে হতাশ হয়েছি। ক্রোয়েশিয়ার সাথে আর্জেন্টিনা এভাবে খেললে হারার সম্ভাবনা বেশী। ক্রোয়েশিয়া বেশ গোছানো দল। এদের মিডফিল্ড ও আক্রমণভাগ বিশ্বের যেকোন দলকে হারানোর ক্ষমতা রাখে।
মেক্সিকো বরাবরই ভাল টিম। তবে জার্মানির এতো অফ টার্গেট সব সময় হবে না। সামনের ম্যাচেই তারা ঘুরে দাঁড়াবে। তবে ব্রাজিলের সবচেয়ে দূর্বল সাইড হলো মিডফিল্ড। মিডফিল্ডের দূর্বলতা ব্রাজিলকে এবার ডুবাতে পারে। এছাড়া টিম সিলেকশনেও ভুল আছে। গোল বারে এলিসনের পরিবর্তে এডারসনকে নিলে ভাল হতো। সে এখন বিশ্বের অন্যতম সেরা কিপার। ডিফেন্সে ডেনিলোর পরিবর্তে ফিলিপ লুইজ; মিডফিল্ডে পলিনহোর পরিবর্তে ফার্নানদিনহো অথবা অগাস্টো; আক্রমনভাগে জেসুসের পরিবর্তে ফিরমিনো নিলে ভাল হবে। বিশ্বকাপ শুরুর আগেই বলেছি এবারের ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে সবচেয়ে ভাল খেলতে হবে কুটিনহোকে। আমার দৃষ্টিতে নেইমার নয়, কুটিনহো হলো ব্রাজিলের সেরা স্ট্রাইকার।
শুভ কামনা রইলো ব্রাজিলের জন্য। এবারের বিশ্বকাপ ফুটবল নিয়ে আমার এই লেখাটি পাঠকরা চাইলে পড়তে পারেন। (ধন্যবাদ)
৭| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: মুখে মুখে ভাই ভাই
অন্তরেতে আছে ছাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩০
কানিজ রিনা বলেছেন: কুষ্টিয়া খোকসার ভ্যানচালক আকমল হোসেন
খুব খুব চেনা। ওর একটা ছেলে ভাল ছাত্র
নটরডেমে পড়ে। পড়া লেখার জন্য ছেলের
সাথে ঢাকায় থাকে ভ্যান চালায়। ধন্যবাদ।