নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
এক লোক দীর্ঘদিন কোম্পানীর আন্ডারে বাড়ি বনাতো সে অবসরের ঘোষণা দিলে তা শুনে প্রতিষ্ঠানের মালিক আরো এক বছর কোম্পানীতে থাকার পরামর্শ দিলো,
.
তাকে বাড়ি বনানোর জন্য শেষ একটি প্রজেক্ট দিলো
.
সে অনিচ্ছা সত্ত্বেও এদিক ওদিক সেদিক করে কোন রকমে একটি বাড়ি বানালো যা অত্যন্ত নিম্নমানের,
.
অবশেষে বাড়ি বানানো শেষ হলে কোম্পানীর মালিক ঘোষণা করলো উক্ত কোম্পানীতে দীর্ঘ দিন মনোযোগ সহকারে সেবা দানের কারণে তাকে বাড়িটি পুরস্কারস্বরূপ দেওয়া হয়েছে!
.
জীবন হলো এমন, ইশ! আগে যদি জানতাম বাড়িটা আমার হবে তাহলে.......!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষে যখন রেজাল্ট দেয় তখন এমন একটি ফিলিংস হয়েছিলো আগে যদি জানতাম শালার রেজাল্ট দিবে তাহলে উল্টাইয়া ফেলতাম!
.
দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ শেষ হয়ে ফাইনাল ইয়ারেও আগে যদি জানতাম শালার রেজাল্ট এতো খারাপ হবে তাহলে কি যে করতাম......!
.
যদিও সেই স্কুল থেকে এই রোগের শুরু রেজাল্টের পর আগে যদি জানতাম.....!
.
শিল্পী গানও রচনা করে ফেলেছে, আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালা আর প্রাণে সহে না
.
কোন কিছু কোন সমস্যা না কিন্তু দুঃখ লাগে পছন্ড দুঃখ লাগে আগে যদি জানতাম কত সুন্দরী জীবনের আশে পাশে ছিলো তাদের একজনের সাথে রিলেশন করে রাখতাম!
.
আগে যাদের সাধারণ মেয়ে মনে হতো আজ মনে হয় তারা অন্যের ঘরের সুন্দরী বউ!
.
হয়তো সেই পটভূমিতে নির্মিত হয়েছিলো মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ছায়াছবি 'আগে যদি জানতাম তুই হবি পর' সহ অসংখ্য গান নাটক কাব্য,
.
এক বড় ভাই দ্বিতীয় বিয়ে করেছে এখন ভাবছে আগে যদি জানতো দ্বিতীয় বউ এমন হবে তাহলে কখনো প্রথম বউকে ছাড়তো না!
.
আমার এক বন্ধুতো রোজ প্রথম প্রেমিকার কথা স্মরণ করে বিলাপ করে কাঁদে,
.
আগে জানলে পৃথিবীর অনেক সূত্র পাল্টে যেতো! আপসোস!
২| ১৮ ই জুন, ২০১৮ রাত ৮:১৬
নিশাচড় বলেছেন: আগে জানলে আরো আগে আপনার লেখাটা পড়তাম
৩| ১৮ ই জুন, ২০১৮ রাত ৯:৪৩
আজমান আন্দালিব বলেছেন: চমৎকার। শুভকামনা।
৪| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: শুধু অন্ধকার হয়েছে, বৃষ্টি তো হচ্ছে না !!! কোথায় বৃষ্টি হচ্ছে ?
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
সনেট কবি বলেছেন: অবশ্য আগে জানলেও আপনার এ লেখাটা পড়তাম।