নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর চ্যাপম্যানের মতে কোন সম্পর্কের প্রথম এক বছর থেকে দুই বছর আমরা ঘোরের মধ্যে থাকি যার কারণে শুধু প্রিয়জনের দোষের চেয়ে গুণগুলো বেশী চোখে পড়ে,
.
এটাকে ইন-লাভ স্টেজ বলে
.
এই স্টেজটা শেষ হয়ে গেলে আস্তে আস্তে গুণের চেয়ে দোষগুলো বেশী চোখে পড়া শুরু হয়!
.
যে লোক উঠতে বসতে ভালবাসি ভালবাসি শুধু ভালবাসি বলতো সে আর তেমনভাবে বলে না!
.
বেপারটা হুরপরী থেকে তুমি আজ কেবলি এক নারী এমন,
.
তাই ভালবাসার চেয়ে বেশী প্রয়োজন সংকল্প সুখে দুঃখে সমস্যা সংকুলে শয়নে স্বপনে জাগরণে কারণে অকারণে যখন যে পরিস্থিতিতে থাকিনা কেনো আমরা একজন অপরজনকে ভালবেসে যাবো!
.
সংসার সুখের করতে হলে ন্যাকামি করতে হবে! সুযোগ পেলে প্রশংসা করে নিতে হবে! নিজের অনুভূতি বুকের গভীরে না রেখে প্রকাশ করতে হবে! লাজ লজ্জা ভুলে স্বীকার করে নিয়ে জানাতে হবে তোমাকে ছাড়া জীবন অন্ধকার!
.
স্বামী না ভালো বন্ধু হতে হবে! স্ত্রী না বরং আরো ভালো বান্ধবী হতে হবে! মনে রাখবেন বন্ধু একমাত্র সম্পর্ক যার দোষগুলোও মধুর মনে হয় যেখানে লুকাচুরি থাকে না,
.
আর সব সময় এটা ওটা টাচ্ না করে একটু কাতুকুতু দিন! বুঝতে দিন ফিজিকেল রিলেশনশিপের চেয়ে সম্পর্কটা আরো বেশী গুরুত্বপূর্ণ ৷
.
ছোট বেলায় সন্দ্বীপে যখন বেড়াতে যেতাম আত্মীয় স্বজনদের মধ্যে একটা বিষয় খারাপ লাগতো তারা বাসায় আসলে বউয়ের সাথে দাঁত কিড়মিড় করে কথা বলতো এমন! আমি চাচী নানীদের মন খারাপ দেখতাম!
.
আরো একটি বেপার হচ্ছে গ্রাম অঞ্চলে বিয়ের আগে শিখিয়ে দেওয়া হতো বউকে বেশী পাত্তা দিলে মাথায় উঠে যাবে তারপর স্বামী বেচারা বউ মাথায় উঠে যাবে এই ভয়ে সারা জীবন বউকে চেঙ্গীর উপর রাখে যে অভ্যেস সে কখনো ছাড়তে পারেনা!
.
তাদের বলি তুমি কি বাল চ্যাট হয়ে গেছো? প্রিয় নবী সর্বকালের শ্রেষ্ঠ মানুষের জীবনী পড়ে দেখো কিভাবে স্ত্রীর সম্মান দিতে হয়! কিভাবে তাকে নিজের গায়ের পোশাক মনে করতে হয়!
.
বিখ্যাত লেখক এবং পৃথিবীর অন্যতম সেরা অনুপ্রেরণা দাতা টোনি গোসকিনস বলেছিলেন, 'একজন মানুষ সফল কি না তা নির্ভর করে তার স্ত্রী কিংবা সন্তান তার সম্বন্ধে কি ভাবছে বা বলছে তার উপর'
.
স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উঠিত কার্টুন টম এবং জেরির মতো সারাদিন যা হোক না কেনো দিনশেষে আমরা আমরাইতো,
.
মাদার তেরেসা বলেছিলেন, 'তুমি যদি পৃথিবী পরিবর্তন করতে চাও তবে ঘরে ফিরে যাও এবং সবার আগে পরিবারকে ভালবাসো!'
.
Husb'and এর শেষে and আছে যার পূর্ণ অর্থ at night dangerous কিন্তু পুরো জীবন সব সময় আপনি তার প্রতি বিপদজ্জনক আচরণ করতে পারে না
.
একজন আরেকজনে উপরে নয়, একজন আরেকজনের নীচে নয় বরং একজন আরেকজনের পাশাপাশি থাকার চেষ্টা করুন!
.
দার্শনিক ভীমরাও রামজি আম্বেডকর বলেছিলেন, 'স্বামী স্ত্রী সম্পর্ক অবশ্য বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত ৷'
২| ২০ শে জুন, ২০১৮ সকাল ৯:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নেহাতই একপেশে হয়ে গেল না?
৩| ২০ শে জুন, ২০১৮ সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: জাস্ট কিউরিয়াস: টাকা-পয়সা থাকলে কে কে নিজেদের সন্তানকে বাংলা মাধ্যমে পড়ান বা পড়াবেন? কেনো পড়াবেন বা পড়াবেন না?
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৮ রাত ১০:৩১
আল ইফরান বলেছেন: ভালো বলেছেন।
কিন্তু সমস্যা হচ্ছে প্রেমিক হিসেবে এক চেহারা আর স্বামী হিসেবে ঠিক ভূস্বামীর মত আচরন করি আমরা পুরুষেরাই।