নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভাব

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৮

সামান্য একটা ভালো চাকরামি পেলে কিছু মানুষের ভাব এতো বেড়ে যায় তারা দেশের প্রধানমন্ত্রী হলে কি করতো কে জানে!
.
সামান্য একটা এলিয়েন গাড়িতে চড়ে যে ভাব লয় তারা যদি বিল গেটসের মতো ধনী হতো কি করতো কে জানে!
.
সামান্য একটা বাড়ি নিয়ে যে ভাব নেয় তাতে একটি রাজ্যের জমিদার হলে সে কি করতো কে জানে!
.
সামান্য একটা রূপ নিয়ে যে অহংকার করে তাতে কিউপেট্রা অথবা মিস ইউনিভার্স হলে কি করতো কে জানে ?
.
একটা আইফোন হাতে পেলেও যে ভাব নেয় আইফোন কোম্পানির মালিক হলে কি করতো কে জানে!
.
একটু থেকে একটু হলে যে ভাব নেয় তাদের কি করা যায়! কি বলা যায়!
.
ভাব একটু কমান ভাই! যে বনে বাঘ নেই সেই বনে বিড়াল ই বাঘ ৷ পৃথিবীর বুকে এমন হাজার লক্ষ কোটি মানুষ আছে যারা আপনাকে আমাকে দশবার কিনে দশবার বিক্রী করতে পারবে!
.
ভাব তো শুধু তার সামনে ই দেখাইতে পারবেন যে আপনার পরিচিত এবং আপনার থেকে একটু ছোট অবস্থানে আছে
.
শেয়ানে শেয়ানে লড়াইকে লড়াই বলে ! হেডাম থাকলে যে Bugatti Veyron Super Sports গাড়িতে যে চড়ে তার সাথে ভাব নিন!
.
মুকেশ আম্বানির 'আন্তিলা' বাড়ি সামনে গিয়ে ভাব লইয়েন!
.
'কোপার্ড ২০১' হীরের আংটি যার আঙ্গুলে শোভা পাবে পারলে তার সাথে গিয়ে ভাব লইয়েন!
.
দুই একটা অসহায় মানুষের সাথে ভাব লইয়া আর কতকাল নিজেকে একটা কিছু মনে করবেন ? ইউ আর নাথিং! জাস্ট নাথিং! কত রাজা বাদশা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই মাটিতে মিশে রয়েছে ! জাস্ট সময়ের অপেক্ষা মাত্র!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: জীবনে যতবার ভাব নিতে গেছি ততবার ধরা খেয়েছি।

২| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৮

লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।

৩| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫০

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: আপনি তো অনেক ভাবুক =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.