নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অপরাধী

২৫ শে জুন, ২০১৮ রাত ৮:৫১

একটা সময় জার্মানিরে আমি ভালবাসিতাম,
আর্জেন্টিনার সাথে খেলা পড়লে খবরও লইতাম!
.
ওরে মনের খাঁচায় স্বপ্ন নিয়ে টিভির সাউন্ড বাড়ালাম,
রক্ত দিয়া বাঁচিয়ে রাখবো পাঁচবার বিশ্বকাপ নেওয়ার মান!
.
জার্মানি ও জার্মানি রে তুই বড় অপরাধী রে,
দুই চারটা গোল রেখে বাকীগুলো দে ফিরাইয়া দে!!!
.
তোকে আমার অনুভূতির সাথে খেলা করার অধিকার দিলো কে,
ব্রাজিলের সে হারানো গৌরব দে ফিরিয়া দে...!
.
জার্মানি রে ও জার্মানি তুই অপরাধী রে, সেভেন আপ দেখলে আমার চোখে জল টলমলে রে
.
ওরে মনের খাঁচায় যতন করে তোরে দিয়েছিলাম ঠাঁই,
এখন আমার মনেতে জার্মানির জন্য কোন জায়গা নাই!
,
আদর কইরা পিঞ্জরাতে পুষেছিলাম জার্মানিরে,
এখন যা রে যা তাড়াতাড়ি বিশ্বকাপ থেকে ভাগ রে
.
ও জার্মানি ও জার্মানি তুই অপরাধী রে, তোর জন্য আর্জেন্টিনা সাপোর্টারদের জ্বালায় ফেসবুকে আসি না রে!
.
জার্মানি তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে....! (একটা কান্নার ইমো হবে)
.
.
ওরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল ফাঁকি দিয়া বিশ্বকাপ বিশ্বকাপ খেলিতাম,
টিফিন খরচ বাঁচাইয়া রোনালদিনহোর ছবি কিনিতাম....!

রাইতের পর রাইত জাগিয়ে বিশ্বকাপ ম্যাচ দেখিতাম,
পাঁচ বার বিশ্বকাপ জিতছি বলে গলা ফাটাইয়া ফেলতাম!
.
এখন তর্কে তর্কে দিন কাটে তর্কে জিততে পারিনা রে,
কিছু বললে পুরস্কার স্বরূপ সেভেন আপ ধরাইয়া দে!
সেভেন আপ ছাড়া আমাদের অর্জন কম কি ছিলো রে?
আমাদের যত্নে গড়া অনুভূতি দে ফিরায়া দে!
.
ও জার্মানি ও জার্মানি তুই অপরাধী রে
.
রে রে রে রারি রেরে রেরে আরে রেরেরে
.
আমাদের নামের পাশে সেভেন আপ ট্যাগ তো কোন রকমে মুচে না রে
এখন রাত্রি জাইগা উল্টা পাল্টা আর তর্কে জড়াই না,
নেইমারের হাসিমুখে মন তো আর ভরে না,
ইচ্ছে করে জার্সি গায়ে রাস্তায় হেঁটে বেড়ায় না!
.
তারার মতো জ্বলে নিবে কষ্ট গুলো রে, মনে মনে সাপোর্ট কইরা ভালো আছি রে
.
রোজ রাইতে আমার জোনক পোকা কানে কানে কয়,
একদিন ব্রাজিল আর্জেন্টিনারে সেভেন আপ খাওয়াইবো রে!
.
এবার মনে হয় চান্স আসছে কোচের সাথে খেলোয়ারদের দ্বন্দ্ব রে,
কোন রকমে আর্জেন্টিনারে ভাগে পাইলে খাইয়া ফেলমু রে
.
জার্মানি ও জার্মানি তুই অপরাধী রে, এই বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে তোর খপ্পড়ে আবার পড়মু মনে হয় রে!

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:০৪

স্রাঞ্জি সে বলেছেন: আহা, কবিতা।
হে কবি মুগ্ধতা প্রকাশ।

২| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:১৩

পদ্মপুকুর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
:-P :-P :-P :-P :-P :-P
:D :D :D :D :D :D

পুরাই বাক্রুদ্ধ!!!

৩| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:১৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লেখছেন।

৪| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:০৮

রাকু হাসান বলেছেন: হাহা হা .....।অপরাধী!! কে বলছিলো সাকিবদের এইগান গাইতো :P

৫| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: জার্মানি ডিফেন্স নেই মানে দূর্বল । এবার প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ। !:#P

৬| ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৪৬

সনেট কবি বলেছেন: ভালো লেখছেন।

৭| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.