নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যখন বিধাতা মুচকি হাসে

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬

বিধাতা দৌড় প্রতিযোগিতার আয়োজন করে সবাইকে খালি হাত পায়ে দৌড়ানোর সুযোগ দিলো কিন্তু আপনাকে দিলো একটা বস্তা,
.
আপনি বাধ্য হয়ে বস্তা নিয়ে দৌড়াতে যাবেন এমন সময়
.
বিধাতা নির্দেশ দিলো কাঁধের বস্তায় হবে না তোমাকে মাথার উপর বস্তা নিয়ে ওদের সাথে দৌড়াতে হবে!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠের জিম কর্ণার থেকে দৌড় দিলে কিন্তু মাথার উপর বস্তা নিয়ে তুমি বিএনসিসি কর্ণার পর্যন্ত আসার পর লক্ষ্য করলে দৌড় প্রতিযোগিতা শেষ!!!
.
শালার! আমার প্রতি এতো অবিচার কেন! মনে মনে বলে, তুমি যখন পুরস্কার বিতরনী দেখো তখন কি মনে হয়? জগতে কোন বিচার নেই! বিচার!
.
এরপরও বিধাতা কি যেনো মনে করে তোমার মধ্যে একটি মনোবল সেট করে দিয়েছে,
.
তুমি তবুও এগিয়ে যাও! যাচ্ছো! বস্তা নিয়ে একদিন তুমি ওদের সাথে টেক্কা দিয়ে ফাস্ট হবে এমন স্বপ্ন নিয়ে তুমি বস্তা মাথায় পাহাড়ের উপর দিকে উঠে প্যাকটিস করতে থাকো!
.
এরপর তুমি কনফিডেন্ট!
.
সবাই খালি হাতে পায়ে আর তুমি বস্তা মাথায় নিয়ে আবারো দৌড় দেওয়ার প্রস্তুতি নিতে যাচ্ছে এমন সময় বিধাতা নির্দেশ দিলো, শুধু মাথায় বস্তা নিয়ে দৌড়ালে হবে না! তোমাকে এবার পিছন থেকে দড়ি দিয়ে গাড়ির চাকা বেধে ওটা শুদ্ধ নিয়ে দৌড়াতে হবে!
.
এবার বিধাতার চৌদ্দ গোষ্ঠি উদ্ধার করে তুমি নাস্তিক হয়ে গেলে! বিধাতারও বিচার নাই! শুধু আমার সাথে কেনো এমন করে! আর কেউ নেই জগতে! শুধু আমারে পাই!
.
দৌড় শুরু হলো তুমি পিছন থেকে বাঁধা গাড়ির চাকা আর বস্তা নিয়ে দৌড়াতে যাবে এমন সময় দেখলে কোন এক হারামজাদা চাকাটি টেনে ধরে রেখেছে!
.
রাগে ক্ষোভে তুমি অস্থির! ইতিমধ্যে বিধাতাকে বাংলা দেওয়া শুরু করেছো! এমন দুনিয়া আমি চাই না!
.
বিধাতার বিরুদ্ধে এখন স্লোগান চলছে, বিচার নাই! বিচার চাই! কিন্তু কার কাছে চাইবো! দুর্বাল!
.
তবুও মেনে নিলে, এভাবেই একদিন ওদের সাথে টেক্কা দিবো! বিধাতা আমাকে দেখতে পারে না একদম! এনি হাও! ওরা মনে হয় বিধাতাকে ঘুষ দিয়েছে!
.
অনেকদিন পর,
.
আবারো দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো! শতাব্দির দ্রুত মানব নির্বাচন করা হবে! তুমি নিয়ম মেনে বুক ভাঙ্গা খোড়া স্বপ্ন নিয়ে একই ভাবে নামলে! ওদের কিছু নেই কিন্তু তোমার রয়েছে পিছুটান!
.
পিছুটানটা ও কেউ আবার টেনে ধরে রাখে!
.
দৌড় প্রতিযোগিতার আগ্ মুহূর্ত! নির্দেশ এলে তোমার মাথার বস্তা আর পেছনের চাকা খুলে দেওয়ার জন্য!
.
তুমি আবেগে আপ্লুত! বিধাতার শব্দ শুনতে পাচ্ছো, 'তোকে তৈরী করেছি ফেলেছি পাগলা! এবার দৌড়া....শালা!'
.
মাথায় বস্তা নিয়েই তো আমি ওদের কাছাকাছি থাকি প্রায় আজ এক হালি খালি হাত পায়ে তো তুড়ি মেরে চ্যাম্পিয়ন হবো!
.
দৌড় আরম্ভ হলো, দৌড় প্রতিযোগিতায় আগে যে অবস্থানে থাকতে সবাই ঐ অবস্থানে যাওয়ার আগে তুমি লাল ফিতা ক্রস করে রেকর্ড করেছো!
.
চারদিকে তোমার নাম! জয়োধ্বনি! পিছন থেকে বিধাতা মুচকি হাসছে!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪

প্রামানিক বলেছেন: খুব সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ

২| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর এই রূপক গল্পটি। মানে বুঝালেই মজা। মুচকী হাসিটা পাঠকও হাসছেন। :)

৩| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

টারজান০০০০৭ বলেছেন: দারুন ! আপনি কাহারো মন্তব্যের জবাব দেন না বিধায় মন্তব্য করিনা !

৪| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনেক সুন্দর একটা উপস্থাপন।

আমরা আসলেই ভাল-মন্দ বিচার না করে বিধাতাই সুধু আমাকে কষ্টে রাখে এই চিন্তা নিয়েই বাস করি। আমাদের ধ্যানধারণা পরিবর্তন করা উচিত।

৫| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

৬| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

আমি ব্লগার হইছি! বলেছেন: সব ঠিক আছে কিন্তু তুমি তুমি বলে যারে এতক্ষণ সান্তনা দিলেন ঐটা আমি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.