নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্লিজ আন্দোলনে পোনা মারবেন না

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

চোরে থাকে চুরির খেয়ালে নাহলে এতো সুন্দর একটা আন্দোলনে বিএনপি পোনা না মারলে কি ওদের ভাত হজম হয়না!
.
ফখরুল সাহেব আপনি সব কিছুতে নিজেদের একাত্মতা পোষণ করার মানেটা কি!
.
এতো ক্ষমতার লোভ কেনো আপনাদের!!!
.
দেশের মানুষকে যদি সত্যি ভালবাসতে পারতেন তাহলে ঈদের পর আন্দোলন লাগতো না ঘরে ঘরে দূর্গ গড়ে উঠতো,
.
হাওয়া ভবন সৃষ্টি করে কি করেছেন সেগুলো জনগন ভুলে যায়নি
.
এদেশের জনগনের অবস্থা বাংলা ফিল্মের ভিলেনের মতো, যে নায়কের লাথি খেয়ে নায়িকার গা'য়ে পড়ে আবার নায়িকার ঘুষি খেয়ে নায়কের গায়ে
.
বড্ড আশা নিয়ে জনগন ভোট দেয়, আরেকবার চেঞ্জ করে দেখি যদি ভাগ্যের উন্নতি হয়! কিন্তু না......!
.
মাঝখান দিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আসলে জনগন হাততালি দেয় এবার মনে হয় চেইঞ্জ হবে তারপর দুদিন পর তারাও যখন পোনা মারা দেয় তখন জনগন গুনগুন করে 'চেয়ে চেয়ে দেখলাম সবাই পোনা মারলো, আমাদের করার কিছু ছিলো না'
.
অফিসে এক ধরণের বস থাকে যারা তাদের সমকক্ষ হয়ে যাবে ভেবে কখনো যোগ্য লোকদের উঠিয়ে আনেনা তেমনি আপনারা সবাই কখনো যোগ্য নেতৃত্ব উঠতে দেননি
.
ভোটে বাবু না থেকে যদি চোর, ডাকাত, পুলিশ তিনটা অপশন থাকে আপনাকে অবশ্যই মন্দের ভালো বেছে নিতে হবে!
.
লজ্জা লাগে না? কিছু পুচকে ছেলে যাদের নাক টিপলে দুধ বের হবে তারা স্বাধীনতার সাত-চল্লিশ বছরে আপনারা যা পারেননি তা দুদিনে করে দেখিয়ে দিয়েছে!
.
আজ যারা প্রকৃত বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে কোটা আন্দোলন কিংবা নিরাপদ সড়ক চাই নতুবা অন্য আন্দোলনে দেশ কাঁপিয়ে দিচ্ছে কখনো বুঝতে চেয়েছেন তারা কি চাই! তাদের বুকে কে খেলা করে!
.
সম্প্রতি দেশে এমন এক প্রজন্মের আত্মপ্রকাশ করেছে যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখে গেছে!
.
ওদের কেউ দাবায়ে রাখতে পারবে না! ওদের কেউ দমিয়ে রাখতে পারবে না!
.
একদিন ওদের মধ্যে ন্যায় নীতি সততা সুবিচার ভাইরাল হবে! ওরা বুঝতে শিখবে! শিখছে! কোন ধরণের ভুল শিক্ষা দিয়ে ওদের টলানো অসম্ভব হয়ে পড়বে!
.
ওদের শক্তি একতা! ওদের শক্তি পুরো উন্মুক্ত দুনিয়া! ওদের আইডল হতে যাচ্ছে বিশ্বের সেরা আইকনগুলো এখানে তাহাদের খুঁজিয়া পাওয়া যাবে না!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

রসায়ন বলেছেন: দারুন একটা পোস্ট পড়লাম ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৩২

জগতারন বলেছেন:
অসাধারন ! খুব ভালো লাগলো পরে।
সুভেচ্ছা ও অভিন্দন জ্ঞাপন কড়ছি !

-----------

শাজাহান খান এখন দুর্গন্ধময় ডাইপার (diapers) ছাড়া আর কিছুই না।
এই কু**র বাচ্ছা শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
এই হারামী কে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।
শেখ হাছিনা যদি মনে করেন; শাজাহান খাঁনের শ্রমিক বাহিনী
তার ভোটের বাক্স ভরে দেবে;
তা শুধুই অলিক ও স্বপ্ন।

আচমত খাঁ মোক্তারের ছাওয়াল
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?

খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা
হেলালুল ইসলাম (রাংগু)-কে
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!

খালুর দখল করা বাড়ীর সামনে নিজের এক দৈত্তাকৃতি
ছবি টাংগাইয়াছে এই শাজাহান খাঁন
যেন বলতে চান;
"অত্র এলাকায় আমিই বড় দানব,
আমার সামনে আসবিতো এক্কেবারে চাঁবাইয়া খামু"


ওর বাপে মোক্তারি করতো মাদারীপুর কোর্টে।
ওর মা'র মাথায় ছিল 'সিট'।
ওর বাবার মক্কেল-এর সাথে লেন-দেন এ মতের অমিল হইলেই
ওর মা মাছ কোটার ছুড়ি নিয়া সেই মক্কেলকে ধাওয়া করতো।
ওর বাবার নুন আনতে পানতা ফুরাতো।

এখন এই কু**র বাচ্ছার হাজার কুটী টাকা সুইস ব্যাঙ্কে জমা।
এ সব টাকাই বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের টাকা।

এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

জগতারন বলেছেন:
টাইপো;
জ্ঞাপন কড়ছি = করছি
লাগলো পরে = ভালো লাগল।

৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: এই বেকুবগুলার কারণে দেশের মানুষ আন্দোলন করেও ব্যর্থ হচ্ছে। এদের দল বিলুপ্ত ঘোষনা করা উচিত।

৫| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:০১

নতুন বলেছেন: দেশে ঘরে আগুন লাগার সংবাদ পেলেই অনেকেই আলু পোড়া দিতে সবাই বস্তাভতি` আলু নিয়ে উপস্হিত হয়... X((

এদের ইসু দরকার.... জনগনকে খ্যাপাতে পারলেই তাদের লাভ...

কিন্তু ছাত্রলীগ কি করতেছে???? এদের নিয়ন্ত্রন না করলে এর মাসুল শেখ হাসিনাকে দিতে হবে...দলের অন্য করুর কিছু হবেনা।

৬| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: বাতাবী লেবুর বাম্পার ফলন হইছে এটাই সবচেয়ে বড় সত্য আর বাকি সব গুজব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.