নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমার ও তো বড্ড বড়লোক

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৩

মাসের বিশ তারিখে পরবর্তী দশ দিন চলার জন্য ছেলেটির পকেটে পাঁচশ টাকা আছে সে আরো দুইশো টাকা ধার করে রিও কফিতে গার্লফ্রেন্ডকে নিয়ে কফি খেতে গেছে ভাব এমন এসব কোল্ড কফি পান তার নিত্য দিনের বেপার,
.
গার্লফ্রেন্ডকে তো বুঝাতে হবে আমাকে তুমি যা ভাবো না কেনো আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস!
.
আরে শালার পুত তোর পকেটে দশ দিন চলার জন্য স্রেপ পাঁচশ টাকা আছে এটা জানার পর যে মেয়ে তোর সাথে সম্পর্ক রাখবে না তাকে তোর তো দুইটা চটকানা দিয়ে ব্রেকাপ করা উচিত!
.
যে সম্পর্ক টিকিয়ে রাখতে এতো অভিনয় করতে হয় সে সম্পর্ক রেখেও বা কি হবে!
.
ভিডিও কলে আমাকে এক মেয়ে বলছিলো তোমার মাথার উপ্রে টিনের বাঁশগুলোতে ঘুনোপোকা ধরেছে তখন আমি বলেছিলাম তুমি কি ভেবেছিলে সেখানে সোনার পোকারা খেলা করবে!
.
কোন সুন্দরীর সাথে গল্প করার সময় সবার আগে আমি আমার সংগ্রামের গল্পটি দিয়ে শুরু করি
.
যে গল্পে মাথার ঘামগুলো টপটপ করে পা'য়ে পড়ে! একটি কলোণীর গল্প বলি যেখান থেকে আমি তার কাছ পর্যন্ত পৌঁছেছি!
.
আমার তেমন কিছু নেই তাই আমি নাই এর গল্পগুলো শুনিয়ে দিয়ে আসি! আমি গর্ব সহকারে ছোট গল্পগুলো বড় করে বলতে ভালবাসি!
.
কলেজে একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ করতে গিয়ে কিছু বড় মানুষদের সাথে পরিচয় হয়েছিলো তখন জনৈক সম্পাদক বলেছিলো তুমি যে একটি কলোণীতে থাকো তা ফ্লাশ করিও না ওয়েট কমে যাবে তারপর থেকে শত গল্পে আমি শোভাকলোণীকে টেনে এনেছি না আসলেও জোর করে এনেছি!
.
পৃথিবীতে নিয়ম ভাঙ্গতে এসেছি যদি ভাঙ্গতে না ও পারি দুই চারটা চপেটাঘাত করে চলে যাবো!
.
শুনেছি সন্দ্বীপে আমার পূর্ব পুরুষ জমিদার ছিলো কিন্তু ইতিহাস ঘেটে জেনেছি আমরা নদী ভাঙ্গা মানুষ মেনে নিয়ে গর্বে বুকটা বরং ফুলে উঠেছে!
.
কারণ আমরা তো সেই ছেলে যারা নব্বইয়ে সদ্য জন্মগ্রহণ করে একনব্বইয়ে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় ঘুর্ণিঝড় মোকাবেলা করে বেঁচে আছি!
.
কি দরকার আমার যা নেই তা আছে বলে বলে বেড়ানো! বাসে চড়ে বিমানের গল্প বলে বেড়ানো! সিঙ্গারা খেয়ে বার্গারের!
.
আপনিও তো একদিন বড় হবেন! আল্লাহ দিলে টাকা পয়সা বাড়ি গাড়ি নারী(পিএস) খ্যাতি ক্ষমতা সব হবে তখন কি আপনি আপনার পাশে এমন একজনকে চাইবেন যে দুর্দিনে আপনার অবস্থা জানলে আপনাকে রেখে অন্যত্র চলে যাবে!
.
আপনার সব কিছু জেনেও যে আপনার পাশে থাকবে সে হলো প্রকৃত মানুষ! এসব মানুষদের খুঁজে খুঁজে জীবনে এনে বেঁধে রাখা দরকার!
.
গালগল্প বলে লুলামি করে ইমপ্রেস করবেন তারপর ইমোশনাল ট্রেপে ফেলে তাকে আজীবন ধরে রাখবেন তাহলে সে হয়তো খাঁচার পাখি হয়ে আপনার পাশে থাকবে বনের পাখির মতো পোষ মানবে না!
.
জানেন তো মুক্ত পাখিরা পোষ মানলে বারবার ফিরে আসে কিন্তু খাঁচার পাখি সুযোগ পেলে উড়াল দেয়!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: অভিনয় করে সম্পর্ক করা যায় কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ছেলে বা মেয়ে যেই হোক না কেন, যারা সাধারণ একটা প্রেমের সম্পর্কের জন্য নিজের অবস্থান ভুলে গিয়ে ভাব দেখায়, তারা এক সময় নিজের জন্মদাতা পিতা-মাতাকেও ভুলে যায়।

২| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: মিথ্যা দিয়ে শুরু হওয়া সম্পর্ক টেকে না। সত্য প্রকাশ হওয়ার পরপরই ভাঙ্গন ধরে। তারচেয়ে সত্য বলাই ভালো। সত্যের অন্যরকম একটা শক্তিও আছে।

৩| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২২

নাহিদ০৯ বলেছেন: সবই ভ্রম।

৪| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৫| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: পড়লাম মজা পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.