নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মনু বুঝছো?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪

অভ্যেস এমন এক জিনিস স্পেশাল সার্ভিসে টিকেট কেটে উঠার পরও নামার সময় অবচেতন মনে বলি, 'মামা ভাড়া নাও'
.
অভ্যেস এমন এক জিনিস স্টার হোটেলে নিয়ন আলোতে প্যাকেট থেকে বেনসন বের করে বলি, 'মামা লাইটারটা দাও'
.
অভ্যেসবশত রোপ টপ্ সুইমিংয়ে পাশের জনকে উদ্যেশ্য করে বলি, 'ভাই একটা লাক্স সাবান হবে?'
.
আমার শহর! আমাদের স্মৃতি!
.
জানিনা আমি কিভাবে অভ্যেস চেঞ্জ করতে হয়! জানতে চাইনা আমি কিভাবে অভ্যেস চেঞ্জ করা যায়!
.
সত্যি অভ্যেস এমন মামু মাইক্রোসফট্ এক্সেলে গল্প লিখতে গিয়ে দেখি চার দেয়াল থমকে দাঁড়িয়ে আছে,
.
এখনো ব্যস্ততায় ক্যালকুলেটর টিপে মনে মনে ব্লগ লিখি!
.
অভ্যেসের কারণে ভুলতে পারিনা বিস্মৃতি হতে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিয় কলোণী, গ্রাম কিংবা টং মামার চায়ের চামচের টুংটাং শব্দ
.
অভ্যেসের কারণ লাল শাড়ির প্রেমিকাদের ছোট্ট বেলার লাল ফড়িং মনে করে ধরতে আনচান করে অনেকের
.
অভ্যেস থেকে যায় বলে মস্তবড় স্যার হয়ে যাওয়া বন্ধুর বুকে মিলিয়ে বলি, 'কেমন আছিস্ শালা? বউ কত নম্বর চলে?'
.
অভ্যেস আছে বলেই নিশ্চিত বিয়ের পর খুঁজে ফিরবো কোলবালিশ
.
অভ্যেস থাকে বলেই ঘরে ফিরে তোমার নামে আমার কাছে থাকবে হাজারো নালিশ
.
অনেক অভ্যেসের গল্প কখনো জানা হয়না,
.
তুমি খারাপ! না না তুমিও খারাপ! ঝগড়ার পর সদ্য ডিবোর্স হওয়া দুটি খারাপ মানুষ মাধ্যরাতে এপাশ ওপাশে হাত দিয়ে দেখে কেউ নেই! তোর কেউ নেই! ওদেরও বুক হাহাকার করে উঠে!
.
সেই কিউট মানুষগুলোও রাত শেষে ভাব ধরে! পাল্টে যাওয়ার অভিনয় করে!
.
এভাবে হারিয়ে যায় হাজারো অভ্যেসের গল্প তাই অনেক মানুষকে দেখি অবস্থান পরিবর্তন হলে নিম্নঅবস্থান কে স্বীকার করতে চাইনা!
.
ক্ষেতের আইল ভুলে যায়! মাটির সোদা গন্ধ! একটি চুড়ুই কিংবা...............!
.
তবে একমাত্র নোয়াখালির আর বরিশালের মানুষ নিজেদের ভুলে না মঙ্গলগ্রহে দেখা হলেও বলবে, 'হেতেনে হানি দেখছুনি বেগ্গিন লাল লাল!'
.
আর বরিশাল হলে তো, 'মনু মনেতে রং দিয়েছো না দিবা? পানির তো নিজস্ব রং নাই.........জীবনে আমদের বরিশালের পানি দেখছো মুই তো হেই পানি খাই মানুষ হয়ছি বুঝছো? তোমরা পানি রে যে হানি কও ওটা আমাগো পানি! মনু বুঝছো?'

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪০

এ.এস বাশার বলেছেন: শুভ সকাল।
সুন্দর একটা পোস্ট।
শুভকামনা রইল।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সহজসরল সাবলীল পোস্ট। ভা‌লো লাগ‌লো।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: নোয়াখালী এলাকার লোকেরা কি বরিশালের লোক দেখতে পারেনা?

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: কোন এলাকার লোক ভালো?

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: কোন এলাকার লোক ভালো?

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

স্রাঞ্জি সে বলেছেন:


দার্শনিক যে।।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.