নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হীরে রূপা মুক্তা কিংবা আমাদের মানির রতন

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯

সাধারণ পাথর আর হীরা পাথরগোত্রীয় হলেও তাদের মধ্যে পার্থক্য হলো হীরা আলো ধরে রাখে কিংবা আলোকিত করতে পারে আর পাথর তা পারেনা!
.
সমাজের আলোকিত মানুষগুলো তেমনি,
.
তারা নিজেদের মধ্যে অালো ধরে রাখে এবং অন্যকেও আলোকিত করতে ভূমিকা রাখে!
.
অনেকে বলে 'ভাই দুনিয়াতে ভালো মানুষ নাই থাকলেও অল্প' তাদের বলি হীরা এতো মূল্যবান হওয়ার মূল কারণ দুষ্প্রাপ্যতা কিংবা সহজ কথায় প্রকৃতিতে কম পাওয়া যায় পেলেও অল্প!
.
হীরার আরেকটি বৈশিষ্ট্য হলো কেবল হীরে দিয়ে হীরা কাটা যায়! সুতরাং হীরাকে কাটতে চাওয়ার আগে নিজেকে হীরে হিসেবে গড়ে তুলতে হবে!
.
হীরে একদিনে গড়ে উঠেনা বলেই সে হীরে প্রকৃতিতে দেড়শো থেকে দুইশো কি.মি. গভীরে প্রচণ্ড তাপ ও চাপের কারণে হীরা তৈরী হতে প্রায় এক থেকে তিন বিলিয়ন বছর সময় লাগে!
.
তাই হয়তো ষোল কোটি মানুষের দেশে হাত বাড়ালেই ষোল কোটি পাথর পাওয়া যেতে পারে কিন্তু শুধু ষোলটি হীরের মানুষ পাওয়া কঠিন থেকে কঠিনতর!
.
সন্দ্বীপে এক পরিবারের তিন কন্যা ছিলো হীরা, রূপা, মুক্তা তা শুনে ভাবছিলাম আরেক কন্যা হলে নাম সাজেস্ট করবো 'সোনা'
.
তবে আমাদের কেডিএস এক্সেসোরিজে স্যাম্পলিং শাখায় একজনের নাম মানিক তার সহকারীর নাম রতন,
.
বাংলাদেশে মানিক রতন দুই ভাইয়ের নাম এমন হাজারো পাওয়া যাবে
.
কিন্তু,
.
বাংলাদেশের কার্টুনিস্ট মানিক এবং রতনের স্টিকার 'ড্রুগো' যা আমরা ফেসবুকে ব্যবহার করি তা তাদের সৃষ্টি!
.
মানিক ও রতন যমজ কার্টুনিস্ট.... !
.
ড্রুগোকে নিয়ে অ্যানিমেশন মুভি বানানোর পরিকল্পনা করছে তারা!
.
ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে কতো স্টিকার ই তো ব্যবহার করেন কিন্তু Manik N Ratan ফিচারিং Playing With Drogo ডাউন লোড দিয়ে ললনাদের রিপ্লে দিয়ে দেখুন 'ভালো লাগা গ্রান্টেড!'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: রহসসোী লোসোর জদঈাল লোয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.