নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

স্যাআআররর....!

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০

জনৈক স্যারের সুন্দরী মেয়ে ছিলো তাকে 'স্যাআআররর' বলে ডাকতাম!
.
আর যে স্যারের কোন মেয়ে ই নাই তাকে সার্ বলতাম,
.
যে আন্টির সুন্দরী মেয়ে আছে তাকে 'খালালাআম্মাআআ' বলে ডাকতাম আর যার কোন মেয়ে ই ছিলো না তাকে 'খালাম্মা' বলে ডাকতাম!
.
বৃদ্ধ স্যার ক্লাশ ক্যাপ্টেনকে বললো কাল একটা বেত্ নিয়ে আসিস্
.
পরের দিন ছাত্র নিম গাছের চিকন ডাল দিয়ে একটা বেত বানিয়ে নিয়ে আসলো!
.
স্যার তো মহাখুশি এ তো বেত না যেনো অমৃত তা দিয়ে বরং ছোট ছোট করে মেস্ওয়াক বানিয়ে দাঁত ব্রাশ করা যাবে!
.
হাজার হলেও নিজের ভালো সবাই বুঝে,
.
তারপর থেকে স্যার আদর করে সেই ছেলেকে 'নিমাই' বলে ডাকতো!
.
পরের দিন স্যার বললো আরেকটা বেত বানিয়ে আনিস্ তো,
.
ছেলে ভাবলো নিম গাছের ডালের কারণে সে যখন নতুন নাম নিমাই পেয়েছে এরপর সে জাম গাছের ডাল নিয়ে গেলো 'জামাই' ডাক শুনার জন্য!!!
.
নিজের ভালো সবাই বুঝে সেদিন স্যারও বুঝেছিলো, জামের ডালের আঘাত নিয়ে এখনো নিমাই ঘুরে ফিরে বাংলাদেশ!
.
চ.বি. শোভাকলোণীতে আমাদের লজিং স্যার ছিলো মারতে গিয়ে দেখতো যে বেত নেই তারপর বেত আনতে পাঠাতো!
.
কোন গাছের ডালের মার খাবো তা খুঁজে বের করতে করতে আধা ঘন্টা পর বেত নিয়ে ফিরে আসতাম!
.
স্যার হাতের তালুতে মার দিয়ে যাচ্ছে আর ভাবছি, 'শালার তুলো গাছের নিচে ডাল হয়না কেনো!'
.
তখন বেত হাতে নিয়ে স্কুলের স্যারের তেড়ে আসতেন! এক স্যার পড়া দিয়েছিলেন 'মাই হবি (তোমার শখ)' কেউ কেউ বলছে 'মাই হবি ইজ কালেক্টিং / গার্ডিনিং/ রিডিং/ জার্নিং ইত্যাদি ইত্যাদি!
.
সন্দ্বীপে হাবলু নামে একটা ছেলে ছিলো তার দায়িত্ব ছিলো প্রতিদিন বেত রেডি করে আনা! তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিলো তোমার হবি কি? সে বলেছিলো, 'মাই হবি ইজ কালেক্টিং বেত! কেরাত বেত, বাঁশ বেত, জালি বেত.........!'
.
স্যার কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, কেনো!
.
মাঝখান থেকে পল্টু লাফ দিয়ে উঠে বলছে, 'আপনারও তো একদিন ছেলে হবে নাকি!'
.
বল্টু পাশ থেকে খোঁচা মেরে বলছে, 'হালার! ছেলে না হয়ে সুন্দরী মেয়ে হলে ঠিক ই তো প্রেম করতি আজ ছেলে বলে এভাবে মারতে পারবি....!'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: বাহ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.