নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন ম্যাশ

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

খেলা নিয়ে মাশরাফির একটি উক্তি আছে 'মুক্তিযোদ্ধারা গুলির সামনে এই জন্যে দাঁড়ায় নাই যে জিতলে টাকা পাবে কিন্তু অন্য সবার মতো আমরা টাকার জন্য খেলি!'
.
এতো দিন সে ৪৫০ ফুট থেকে ৫০০ ফুট ব্যাসের খেলার মাঠে আটকে ছিলো,
.
এখন সে ২,৪৬,০৩৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে খেলবে!
.
অভিনন্দন ম্যাশ......!
.
প্রকৃতিতে শূন্যস্থান শূন্য থাকে না একদিন সেটা পূরণ হবেই সুতরাং আজ নড়াইলে মাশরাফি নেতৃত্ব না দিলে সেখানে অন্য কেউ আসবে হয়তো তা খারাপ কোন মানুষের দখলে চলে যাবে!
.
'ভালো না বলে' ভালো মানুষগুলো চুপ করে থাকলে ঠিক তেমনি সব কিছু একদিন নষ্টদের অধিকারে চলে যাবে!
.
ধরে নিলাম বর্তমান রাজনীতিক পরিবেশ খারাপ তবুও 'মন্দের ভালো' বলে একটা কথা আছে,
.
রবী ঠাকুর বলেছিলেন, 'উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনি মধ্যম যিনি চলেন তফাতে।'
.
আমি বিশ্বাস করি ভালো মানুষকে ভালো করার কিছু নেই করার যদি হেডাম থাকে তবে খারাপ মানুষকে ভালো করে দেখাও!
.
এই জন্য হয়তো মেয়েরা দুষ্ট ছেলের প্রেমে পড়ে বলে 'আমি ওকে আমার ভালবাসা দিয়ে ভালো করে পেলবো!'
.
রাজনীতি খারাপ জায়গা মানলাম তবে সেই জায়গাটাকে ভালো করার জন্য মাশরাফির মতো কিছু মানুষের এগিয়ে আসাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত!
.
এদেশের রাজনীতিতে হয়তো আরেকজন বঙ্গবন্ধু কখনো আসবে না কিন্তু তার আদর্শের প্রকৃত সৈনিক হয়তো একদিন ম্যাশ হয়ে আসতে পারে!
.
রাজনীতিতে পরিবর্তনের হাওয়া অনেকে আনতে পারেনি বলে যে আর কেউ আনতে পারবে না তা কিন্তু নয়!
.
পরিবর্তন আসবেই..... হয়তো আজ নয়তো কাল নতুবা যুগ যুগান্তরে.....!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: তবে হোক, অপেক্ষা

২| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাশরাফি রাজনীতিতে এসেছে শুনে খুশি হয়েছি। তার জন্য শুভকামনা। তরুণদের আমি সবসময় সাধুবাদ জানাই।

নোট- ভাইরাস আক্রান্ত ছাত্রলীগ, ছাত্রদল, শিবির দিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়।

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

নতুন বলেছেন: তিনি অবশ্যই শামিম ওসমান, জয়নাল হাজারীর মতন হবেন না।

তারানা হালিম, বাকের ভাই অবশ্যই রাজনিতিতে এসে খারাপ হয়ে যায় নাই।

২ জন এমপি তো ভালো হয়েছে... মাশরাফী যদি আরেক জন হয় তবে বাকী ২৯৭ জন থাকলো...

আস্তে আস্তে পরিবত`ন আনতে হবে।

যারা এতো আহতো হয়েছে তাদের কাছে প্রশ্ন করা দরকার... তাদের পবিরারের কেউ যদি আয়ামীলীগের সমথ`ন করে তাকে তারা কম ভালোবাসে কিনা?

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

আরমান শুভ বলেছেন: নিরপেক্ষ নির্বাচন হলে জামানত বাজেয়াপ্ত হবে মাশরাফির।

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

বলেছেন: আগে ৫০০ ফুট ব্যাসের মধ্যে খেলত অন্য জাতির বিরুদ্ধে। এবার আড়াই লাখ বর্গ কিমি এলাকায় খেলবে যারা এতদিন তার পক্ষে চিৎকার করে গোলা ফাটিয়েছে, তাদের বিরুদ্ধে।

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: শেষ পর্যন্ত নির্বাচন না হওয়ার সম্ভাবনা বেশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.