নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

গিটারে রাজনীতির সুর.....!

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রুমানা মোর্শেদ কনকচাঁপা ও মনির খান এবং চিত্রনায়ক হেলাল খান বিএনপি থেকে মনোনয়ন নিয়েছেন!
.
জাতীয় পার্টির হয়ে মনোনয়ন পত্র কিনেছিলেন হিরো আলম কিন্তু সে এখন এতো আলোচিত এবং জনপ্রিয় যে অন্যান্য মনোনয়ন প্রত্যাশী থেকে শুরু করে যারা মনোনয়ন বিতরণ করছিলেন তারা ও তার সাথে সেলফি তোলার জন্য মরিয়া হয়ে উঠেছিলো!
.
শুনেছি নাম্বার ওয়ান খ্যাত সাকিব খানও আওয়ামিলীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন!
.
আমাদের নয়নের মণি মাশরাফি তো মনোনয়ন পত্র নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু!
.
চিত্র নায়ক/নায়িকা ফারুক, ফেরদৌস, ডিপজল, শাকিল খান, শমী কায়সার, রোকেয়া প্রাচী, কবরী, মমতাজ, তারানা হালিম এবং অভিনেতা সিদ্দিক, জ্যোতি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন!
.
এই যখন অবস্থা তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময়কার আলোচিত ক্যাডারকে সেদিন দেখলাম গিটার হাতে বসে রোজ রেওয়াজ করছে!
.
জনৈক শিল্পীকে যদি জিজ্ঞেস করা হয় আপনি নির্বাচন জয় লাভ করলে কোন মন্ত্রণালয় চাইবেন সে যদি 'শিল্প মন্ত্রণালয়'কে শিল্পীদের মন্ত্রণালয় ভেবে চেয়ে বসে কিচ্ছু বলার থাকবে না!
.
সেদিন দেখলাম কোন এক কবি ছন্দ মেলাচ্ছে 'মেজর জিয়া, আমার প্রিয়া'
.
পাশ থেকে আরেকজন বলছে প্রিয়া'র কারণে জিয়ার লিঙ্গ চেঞ্জ হয়ে গেছে সুতরাং প্রিয় রাখতে হলে জিয়ার আ'কার বাদ দিলে ছন্দ মিলবে 'মেজর জিয়, আমার প্রিয়!'
.
আজ শিল্পীদেরও অনেকের লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে তাদের অনেকে পুরোদমে রাজনীতিবিদ্
.
তবুও মমতাজকে গেয়ে উঠতে শুনি 'বন্ধু তুই লোকাল বাস আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস!'
.
এখন শুনেছি শিল্পীদের রাজনীতি না করলে বিভিন্ন পুরষ্কার টুরষ্কার কপালে জুটে না!
.
শালার পুরস্কার পর্যন্ত এখন লভিংয়ে চলে গেছে!
.
বিশ্ববিদ্যালয় থেকে চায়ের দোকান সব খানে রাজনীতি ঢুকে গেছে! সুশীলদের মধ্যে সাদা দল রং চা অর্ডার দিলে হলুদ দল দুধ চা ছাড়া খাবেই না!
.
বিভিন্ন স্কুলে স্বঘোষিত শিশু লীগ শিশু দল আছে হয়তো একদিন ভ্রণ থেকে রাজনীতি শুরু হবে!
.
মায়ের স্তনও দুভাগ হয়ে যাবে!
.
রাজনীতিকে যদি কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করা কোনভাবে সম্ভব হয় তাহলে দেশে একটাও বেকার থাকবে না!
.
টিভিতে প্রায় সময় একটা বিজ্ঞাপনে পাত্রের বাবা বলে 'ছেলে আমার পোল্টি ফার্ম করে দারুণ সফল' পাশ থেকে মেয়ে বলে উঠে 'বাবা আমি রাজি!'
.
কিন্তু,
.
কোন পাত্রের বাবাকে বলতে শুনিনা 'ছেলে আমার রাজনীতি করে দারুণ সফল' পাশ থেকে মেয়ে বলে উঠবো 'বাবা আমি রাজী!'
.
কারণ,
.
রাজনীতিক ছেলে মানে মানসপটে ভেসে উঠে এমন চিত্র 'বউয়ের মাথায় জামাই শর্ট গান ঠেকিয়ে বলছে আজ মহান বৃহসঃপতিবার, চাহিবা মাত্র দিবি কিনা বল্!'
.
সেই দিন শেষ আজ যুগ পাল্টাচ্ছে,
.
পাত্র রাজনীতি করে বললে হবু শ্বশুর কল্পনায় দেখতে পাবে এমন একটা ছেলে যে ভালো গিটারে সুর তুলতে জানে..... পিস্তল ঠেকিয়ে অন্তত বলবে না আজ দিবি কিনা বল্!
.
তারপর ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে পড়বে!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




রাজনীতির দৃশ্যপট পরিবর্তন হচ্ছে । সব দল তাদের কৌশল বদলাচ্ছে । আর তারকাদের ফেম ব্যবহার করে নিজের উদ্দেশ্যে কাজে লাগাতে চাচ্ছে ।

২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

কালো_পালকের_কলম বলেছেন: কথাগুলো ভালো লেগেছে

৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: বারে বারে আর আসা হবে না।
তুমি ভেবেছ কী মনে এই ত্রিভূবনে
তুমি যাহা করে গেলে কেহ জানে না
বারে বারে আর আসা হবে না।।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

মাহমুদুর রহমান বলেছেন: বিভিন্ন স্কুলে স্বঘোষিত শিশু লীগ শিশু দল আছে হয়তো একদিন ভ্রণ থেকে রাজনীতি শুরু হবে!
.
মায়ের স্তনও দুভাগ হয়ে যাবে!


তাই হবে।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.