নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রূপকথা

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

বাংলাদেশে একটা ছেলে নিজের পা'য়ে দাঁড়াতে যে সময় লাগে ততদিন অন্য কিছু দাঁড়ায় কি না অনেকে এই নিয়ে ইয়ার্কি করে থাকে সেদিকে যাবো না,
.
নিজের পা'য়ে দাঁড়ানোর পর ছেলেটা আবিষ্কার করে নিজের দুটো বোনকে বিয়ে দিতে পারলেই শান্তি!
.
আমি না হয় বিয়েটা আর কয়েক বছর পরে করবো
.
আগে ছেলে বাউন্ডুলে হলে তাকে মানুষ হওয়ার জন্য বিয়ে করিয়ে দেওয়া হতো!
.
আর এখন ছেলে মানুষ হওয়ার পর তাকে বিয়ে দেওয়া হয়!
.
এই সমাজে মেয়ে সন্তান ঋণের বোঝা কাধে নিয়ে জন্মগ্রহণ করে! আট দশ লাখ টাকা খরচ করে মেয়ের বাবা তাকে বিয়ে দিয়ে ঋণের বোঝা মাথা থেকে নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজের অজান্তে বলে উঠে, বাঁচলাম!
.
অনেক বড় ভাইকে দেখলাম বিয়ের কথা বললে খরচের কথা শুনে চুপসে যায়! অন্য দন্ডের কথা নাইবা বললাম, মেরুদন্ড আর দাঁড়ায় কি না জানি না!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ'র এক শিক্ষককে জানি যে ক্লাশে এসে দীর্ঘশ্বাস ছেড়ে বলে 'আমি যদি আমার বাবার বয়সে বিয়ে করতাম তাহলে আমার সন্তান আজ তোমাদের মতো দেখতে হতো!'
.
আমার বাবা এতো দ্রুত বিয়ে করেছে যে বাবার বয়সে বিয়ে করলে আমার সন্তানও ফেসবুক ব্যবহার করতো!আজ সে এলবেলে ভাঙ্গা ভাঙ্গা শব্দে স্ট্যাটাস পড়তো,
.
যে ঘরে আমার মা ত্রিশ বছর সংসার করেছে সে ঘর ভেঙ্গে নতুন করে করতে হচ্ছে কারণ এখনকার কোন মেয়ে হয়তো সেই ঘরে থাকতে পছন্দ করবে না!
.
আমার মা আমাকে প্রায় সময় বলে সন্দ্বীপ থেকে যখন চবিতে আসছিলো তখন সাথে করে একটা প্রদীপ নিয়ে এসেছিলো কিন্তু দিয়াশলাই পাশের বাসা থেকে ধার করে এনে বাত্তি জ্বালিয়েছিলো ঘরে,
.
সে ঘর আজ অনেক আলোকিতো! সেই লাকড়ির চুলো থেকে তিলে তিলে গড়ে তোলা একটা সংসারের গল্প আমাকে এখনো মুগ্ধ করে তোলে!
.
এখন তো একটা মেয়েকে রেডিমেট সংসারে নিয়ে আসা হয়!
.
রেডিমেট ভালবাসা! টান টান উত্তেজনা নেই!
.
রাতে ভাঙ্গা খাট ভেঙ্গে গেলে বুক চাপড়িয়ে নিজেকে 'আসল পুরুষ' দাবী করার যে প্রেমের গল্পগুলো এই যুগে রূপকথা!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাস্তব। যুগ পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে জীবনচিত্র।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পরিবারের বড় ছেলে হলে বুঝা যায়। জীবন কাকে বলে। আগেই নিজের সংসার নয়। আগে অনেক কাজ আছে। এমন অনেক কর্তব্য মাথায় আসে। আর যার বাবা কৃষক থাকে। তার কর্তব্য আরো কঠিন। ভাই মানুষ এমনিতে আজকের দিনে ৩৩হয়ে ৩৮হয়ে বিয়ে করেনা। অনেক কষ্ট থাকে বুকে। বলেনা

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: আজ কি ''বড় ছেলে' নাটকটি দেখেছেন?

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: এক সময় ১৪ বছরে ছেলেদেরকে 'ব্যাটা' বা সামর্থ্যবান পুরুষ ধরা হতো; আর এখন ১৭ বছর ১১মাস ৩০ দিনেও তাকে নাবালক ধরা হয়। :#

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: পরিবারের বড় ছেলেটা জিবনের অর্ধেক সময় পরিবারের জন্য গাধার মতো খাটুনি খেটে পার করে দেয়। আর জীবনের বাকি সময়টা অকর্মা অপবাদটি কে পুঁজি করে বাচতে হয়।

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

নীল আকাশ বলেছেন: আসল পুরুষের লাইন টা জোস হয়েছে....

৭| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৯

নাহিদ০৯ বলেছেন: রেডিমেট ভালবাসা! টান টান উত্তেজনা নেই! :-*

৮| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৭

মাহমুদুর রহমান বলেছেন: এই সমাজে মেয়ে সন্তান ঋণের বোঝা কাধে নিয়ে জন্মগ্রহণ করে!
মেয়ে মানুষ মহান আল্লাহর রহমত।কেউ যদি বলে সে সমাজের বোঝা সে মিথ্যা বলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.