নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পাশের বাসার আন্টি

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

গুগুল প্লে স্টোরে আপনি i am rich 'আই এম রিচ্' টাইপের কিছু পেইড এপস্ পাবেন যেগুলো কিনতে আপনার দশ/বিশ কিংবা ত্রিশ/চল্লিশ হাজার টাকা লাগবে!
.
ক্রয়ের পর আপনি হয়তো সেখানে শুধু একটি ডায়মন্ডের ছবি কিংবা 'আমি ধনী বলে এই এপস্ কিনতে পেরেছি' এমন কোন লেখা দেখতে পাবেন!
.
তা জেনেও পৃথিবীতে অনেকে এই এপসগুলো ক্রয় করে নিজের মধ্যে একটা আত্মঅহংবোধ অনুভব করে!
.
দিল্লীতে কিছুদিন আগে স্বামী গরিব হওয়ায় তাকে ছেড়ে দেওয়া এক নারী যার নাম স্বপ্না সে নিজের ভাইয়ের বিয়েতে নিজেকে ধনী প্রমাণ এবং চমক দেওয়ার জন্য গাড়ি ডাকাতি করে ধরা খেয়েছিলো!
.
আমাদের সমাজে এমন লোক দেখানো ভাবীর অভাব নেই,
.
ভাবটা এমন,
.
'ভাবী শাড়িটা আপনার ভাই বিশ হাজার টাকা দিয়ে কিনেছে একদম পছন্দ হয়নি কতবার যে ওকে বলেছি আমার সিম্পলের মধ্যে গর্জিয়াস শাড়ি ই পছন্দ! এতো দাম দিয়ে কিনার কি দরকার! বুঝছেন ভাবী একদম কথা শুনেনা!'
.
'পাশের ভাবীর মেয়েটা একশতে একশ পেয়েছে তুই কেনো আমার মেয়ে হয়ে ১০০ তে ১০১ পাইলি না! এই মুখ আমি এখন দেখামু কেমনে!'
.
'ভাবী দুদিন ধরে হাগতে হাগতে শেষ, হয়ছে কি, আপনার ভাই বাজারে বিশ কেজির বড় মাছ দেখে কিনে নিয়ে চলে আসছে আর তা খাওয়ার পর..... এতো টাকা দিয়ে এতো বড় মাছটা কিনে আনার কোন মানে হয়!!! আপনি ই বলেন ভাবী?'
.
গল্পগুলো ভাবী... ও...ভাবী...অভাবীর,
.
'আপনার ছেলে একবার খারাপ করেছো তো কি হয়েছে ভাবী, সামনের বার অবশ্যই ভালো করবে! আমার ছেলেটাকে দেখেন? সারাদিন পড়ার টেবিল থেকে উঠতে ই চাইনা! ও ফার্স্ট হবে না তো কে হবে! কতো করে বলি একটু খেলতে যাও! যাবেই না! আপনার ছেলেটাকে দেখছি না যে! ও কি খেলতে গেছে?'
.
একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাশের বাসার এক আন্টি ডেকে বললো 'আমার মেয়ে মেডিকেলে পড়ে, তুমি?' শুনে মনে করলাম 'মেয়ে বিয়ে দিবে' পরে বললো 'তোমারও মেধা ছিলো আরেকটু ভালোভাবে পড়াশুনা করলে বুয়েট চুয়েটে পড়তে পারতে!'
.
সন্দ্বীপের এক ভাবী আরেক ভাবীকে বলছে 'ইদানিং আমার মেয়েটা পড়তে চাইনা' তা শুনে পাশে বসা ভাবী বললো 'যে যুগ পড়ছে তাতে বলা তো যায় না কার না কারো প্রেমে পড়ছে কি না!'
.
আরেকদিন বাসে এক ভাবী আরেক ভাবীকে বলতেছে 'ও তো একদম পারে না' পাশ থেকে আমি লাফিয়ে উঠে বলবো ভাবছি 'কলিকাতা হার্বাল খাওয়ান' তা বলার আগেই বলা শুরু করলো 'ও তো আমার কোন কিছু পছন্দ না হলে একদম না কিনে থাকতেই পারেনা!'
.
সুতরাং যে দেশের আন্টিদের এমন মানসিকতা থাকে অন্যের কাছে নিজেকে ধনী উপস্থাপনা করে বিকৃত আনন্দ লাভের, সে দেশে জি বাংলা, স্টার জলসার টাইপ চ্যানেলের টিআরপি সবচেয়ে বেশী না থাকাটাই আশ্চর্যের বিষয়!
.
যে গাছ সে গাছে তেমন ই ফল হওয়াটা স্বাভাবিক!
.
তবুও আশা করি এসব অসুস্থ মানসিকতা থেকে বের হয়ে আসবে তার মা, তার মা, তার মা.....!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

রাজীব নুর বলেছেন: তোমার যা মন চায়, তাই'ই করো- বলার জন্য একজন মানুষ দরকার।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তোমার যা মন চায়, তাই'ই করো-
আমার বিশ্বাস সুরভীর ডায়লগ এটা, আপনি শুধু শুধু আর একজন খুঁজছেন কেন রাজীব ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.