নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বৃত্তি

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০

আমার বাবার অনেক স্বপ্ন ছিলো আমি ক্লাশ ফাইভে বৃত্তি পাবো কিন্তু আমার বৃত্তি পরীক্ষা দেওয়ার মতো মার্কসও ছিলো না!
.
তবুও আমার বাবা স্বপ্ন দেখতেন,
.
ক্লাশ এইটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল থেকে অন্তত ছেলে বৃত্তি পাবে কিন্তু আমি ক্লাশ এইটেও বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য মনোনয়ন পাইনি!
.
আমিও স্বপ্ন দেখতাম! একদিন বৃত্তি পাবো! অনেকগুলো বৃত্তির টাকা দিয়ে একটা সাইকেল কিনে জোরসে প্যাডেল মেরে পড়াশুনা করতে হবে না এমন কোন জায়গায় হারিয়ে যাবো!
.
ভাবতাম ট্যালেন্টফুলে বৃত্তি পাওয়া বন্ধুরা একদিন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হবে! রাজা মহারাজা মহাধীরাজ হওয়ার প্রথম শর্ত বৃত্তি পাওয়া,
.
বৃত্তি পাইনি বলে আমার বদ্ধমূল ধারণা ছিলো আমি মেথর, মুচি, কামার, চির কুমার হবো! ট্যালেন্টফুলে বৃত্তি পাওয়া ছেলেটি পা বাড়িয়ে দিয়ে বলবে 'ভালো করে পালিশ কর্ নতুবা টাকা দিবো না' আমি 'জ্বি স্যার' বলে ব্রাশ চালিয়ে যাচ্ছি! আজ বৃত্তি পাইনি বলে......!
.
যখন দেখলাম ট্যালেন্টফুলে বৃত্তি পাওয়া বান্ধবীর দুই বছর পর বিয়ে হয়ে গেছে তখন বুঝলাম বৃত্তির বাহিরেও একটা জগত আছে! জগত সংসার!
.
ট্যালেন্টফুলে বৃত্তি পাওয়া বান্ধবীকে বিয়ে করা মহাপুরুষের শিক্ষাগত যোগ্যতা জানার আগ্রহ থেকে একদিন প্রশ্ন করে বসলাম 'দুলাভাইও কি ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছিলো?' যখন জানলাম দুলাভাইও আমার মতো টেনেটুনে পাশ তখন বুঝলাম জগতে 'প্রেম' বলে আরেকটা বিষয় আছে! যেখানে বৃত্তি লাগে না!
.
বৃত্তি না পাওয়ায় চুপসে যাওয়া বেলুন আমার আস্তে আস্তে ফুলে উঠছে!
.
কলেজে উঠলাম! টাকার অভাবে আমার আর সাইকেল কিনা হয়নি! একদিন ক্লাসের পিছনের সারির এক বন্ধু পালসার হুন্ডা নিয়ে ভোঁ করে সামনে এসে ব্রেক করার পর প্রশ্ন জাগলো 'সে তো বৃত্তি পাইনি তাহলে কেমনে কি' পরে বুঝলাম জগত সংসারে টাকা থাকলে বৃত্তি লাগেনা!
.
কয়েক বছর পর এসএসসি ফেইল করা বন্ধু বিদেশী থেকে এসে মার্চেন্ডিজ বেঞ্চ নিয়ে আশে পাশে ঘুরতে লাগলো তখন আরো শিওর হলাম জগতে টাকা ই সব! এখানে টাকা হলে বৃত্তি ও দেওয়া যায়! হুরহুর করে মেধাবীরা এসে লাইন ধরে....!
.
নেপোলিয়ন হিলের জগৎ বিখ্যাত বই 'পুয়োর ডেড্ রীচ্ ডেড্' সম্বন্ধে জানার পর বুঝতে পারলাম টাকা পুঁথিগত বিদ্যার চেয়ে 'মানি ম্যানেজমেন্ট বিদ্যার' উপর নির্ভর করে!
.
গরীব বাবা শিখাতো পড়াশুনা করো, এম ফিল, পিএইচডি করো! এটা করো! ওটা করো! দিন শেষে তার সন্তান সরকারী আমলা হবে!
.
ধনী বাবা কিভাবে টাকা ইনকাম করে মানি ম্যানেজমেন্ট করতে হয় তা শিখাতো কিন্তু কম শিক্ষিত ছিলো তবুও সে সফল!
.
বাংলাদেশে বিবিএ এমবিএ ট্রেন্ড চলছে কিন্তু দিনশেষে আমরা কোন এক ফার্মে চাকরি করি যার মালিকের শিক্ষাগত যোগ্যতা আমাদের চেয়ে কম!
.
আমরা টাকার জন্য কাজ করি! জানিনা টাকার জন্য কাজ করে জগতে কেউ ধনী হতে পারেনি! টাকা যখন আমাদের জন্য কাজ করবে তখনি কেবল আমরা ধনী হতে পারবো! যাকে বলা হয় 'ইনভেস্টমেন্ট!'
.
মুখে আমরা টাকাকে তুচ্ছ করি তবুও সকালে বাথরুমটা অফিসে গিয়ে সেরে রাতে ফিরে আসি!
.
বাংলাদেশে সবচেয়ে বেশী খুন হয় এই জায়গা জমি টাকার বিরোধকে কেন্দ্র করেই,
.
টাকা সব কিছু না তবুও টাকা আপনার জীবনকে সহজ করে তুলবে! টাকা আপনাকে স্বাধীনতা দিবে! আপনাকে ক্রিয়েটিব করবে!
.
টাকার অভাব আপনার মধ্যে পিছুটান সৃষ্টি করবে তা কেবল আপনাকে পিছনের দিকে টানবে! তবে 'কালো টাকা' আপনাকে আরো পিছনের দিকে নিয়ে যাবে!
.
সৎভাবে ইনকাম করে সবচেয়ে বেশী ট্যাক্স দিয়েও দেশপ্রেম ফলানো যায়!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

মিন্টু ভাই বলেছেন: বেশি টাকা থাকলেও ঝামেলা কম থাকলেও একই অবস্থা। করি উপায়। :(

২| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হুম তাহলে টাকাটাই সমস্যা!

৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

সাইন বোর্ড বলেছেন: শেষের কিছু অংশ বাদে পুরো লেখাটা দারুণ লেগেছে ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: Happy New Year

৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১

নাহিদ০৯ বলেছেন: হায় বৃত্তি। বৃত্তি যে এক সময় উপর তলার স্টুডেন্ট বোঝাতে ব্যবহার করা হতো সেই বৃত্তি কি এই সময়ে আছে!! আমি বৃত্তি দিয়েছিলাম, কিন্তু কোনবার ই বৃত্তি পাইনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.