নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যদ্যপি আমার বাবা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২

আমার বাবা অদ্ভুত ধরণের মানুষ,
.
এক বার শোভাকলোণীর এক বড় ভাইয়ের সাথে প্রায় মারামারির এক পর্যায়ে সে বলেছিলো 'তুমি যদি অমুকের ছেলে না হতে তাহলে আজ খবর ছিলো!'
.
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বাবার ক্ষমতা, প্রতিপত্তি, টাকা পয়সা জমিদারি তেমন কোন কিছু আহামরি নেই যেটা আছে সেটা হলো নিজের খেয়ে পরের উপকার করা!
.
ছোটকাল থেকে আমার বাবাকে এতো ব্যস্ত দেখতাম কিন্তু কোন ব্যস্ততার আর্থিক ভ্যালু নেই,
.
অমুকের মেয়ের বিয়ে আব্বু রান্নাবান্না থেকে শুরু করে মেয়েকে স্বামীর হাতে উঠিয়ে দেওয়ার পর্যন্ত ওখানেই রাত দিন কাটাচ্ছেন!
.
তমুক তিন দিন ধরে ক্লিনিকে আব্বু দুদিন ধরে ওখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না!
.
সমুক রাত বারটায় মারা গেছে সেই যে গেলো পরের দিন দুপুরে আব্বুর মুখ দেখলাম!
.
আমি খুব বিরক্ত হতাম! ভাবতাম এগুলো করে কি লাভ! এখন বুঝি মানুষটার কিছু না থাকলেও যা আছে তা হলো পুরো একটা হৃদয়!
.
আমার বাবা আমার দেখা ফ্রি ভলান্টেয়ার,
.
একদিন দেখতেছি উনি ওনার বন্ধুর বাড়িতে মাটি কেটে কাজ এগিয়ে দিচ্ছে!
.
আমি কখনো আব্বুকে নির্বাচনে দাঁড়াতে দেখিনি কিন্তু তবুও প্রতিদিন লোকে একরাশ সমস্যা নিয়ে তার কাছে আসতো
.
ওনার পকেটে বাজার করার অর্থ ছিলো না আমি বুঝতাম ওনার সাহায্য করার ক্ষমতা নেই তবুও উনি অদ্ভুতভাবে অন্যদের কাছে থেকে ঐ লোকের জন্য সাহায্য নিয়ে দিতে পারতো,
.
আমি যখন এই লেখাটি লিখছি তখনো উনি বাহির কোন ইজি কাজে বিজি!
.
আমরা যারা কর্পোরেট চাকরি করি তারা লাভ ছাড়া এক পা ও সামনে দিই না সেখানে বাবাকে দেখি এতো কাজ করে কোন লাভের প্রত্যাশা ছাড়াই!!!
.
মানুষ কতো কমার্সিয়াল! উনি পুরোটা তার আড়াল,
.
আমি দেখেছি কিছুদিন আগে আমার বাবাকে যখন মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছিলাম তখন অনেক কে আমি সাপোর্টের জন্য ফোন করেছি সবার নানা ধরণের ব্যস্ততার সাথে একরাশ অজুহাত ছিলো,
.
ভাবতেছিলাম আমার বাবার তৃতীয় হাতটি কি ছিলো না!
.
কিন্তু তারপরও আমি বাবাকে দেখেছি কতজনের বিপদে আপদে,
.
ওনার জন্য কে কি করলো তার কোন হিসেব নিকেশ উনি কখনো কষেনি!
.
হয়তো উনি অংকে দুর্বল!
.
তবুও কেউ আব্বুর উপকার করলে আব্বু সুযোগ ফেলে তার গল্প আমার সাথে করতে করতে একটা উপদেশ দেয় 'একদিনের জন্য যে উপকার করেছে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত' তারপর থেকে আব্বু তাদের উপকারে জীবন কোরবানির মতো অবস্থা!
.
কিছু কিছু মানুষ বোকা! অংকে দুর্বল! আব্বু তেমনি, জীবনের গণিত বিষয় ফেইল মেরেছে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: আপনার বাবা একজন হৃদয়বান মানুষ। গ্রেট ম্যান।
স্যলুট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.