![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
মাইকেল জর্ডানের জীবনে একটা গল্প আছে,
.
তার বাবা একদিন তাকে একটা টি শার্ট হাতে দিয়ে বলেছিলো এটা এক ডলারে বিক্রী করে আসো সে বের হয় তা এক ডলারে বিক্রী করে বাড়ি ফিরলো,
.
কয়েক দিন পর তার বাবা সেইম একটা টি শার্ট দিয়ে বললো এটা দুই ডলারে বিক্রী করে আসো তারপর সে টি শার্ট ইস্ত্রী করে সুন্দর করে প্যাকেট করার কারণে তা দুই ডলারে বিক্রী করে বাড়ি ফিরলো,
.
আরো পরে তার বাবা তাকে একই টি শার্ট দিয়ে বলেছিলো এটা দুইশো ডলার বিক্রী করে আসো অতপর মাইকেল তাতে জনপ্রিয় কার্টুন মিকি মাউজের ছবি সম্বলিত করে স্কুলের সামনে দাঁড়িয়ে সেটি এক বাচ্চার পছন্দ হলে পঞ্চাশ ডলারে বিক্রী করে বাড়ি ফিরলো,
.
তারপর তার বাবা তাকে আরেকটি টি শার্ট দিয়ে বলেছিলো এটা বারশো ডলারে বিক্রী করে আসো এটা শুনে সে একটুও মনে করলো না তা অসম্ভব বরং সে টি শার্টটি নিয়ে একজন বিখ্যাত আর্টিস্টের কাছে গেলো অটোগ্রাফ নিতে এবং তা নিলামে তুলে সহজে বারশো টাকা বিক্রী করে দিয়ে চলে আসলো,
.
তারপর তার বাবা তাকে বললো একটা অটোগ্রাফের কারণে একটি এক ডলার দামের টি শার্ট যদি বারশো ডলারে বিক্রী হয় তাহলে একটা মানুষের মধ্যে কত ক্ষমতা থাকে তা তুমি ই বলো তুমি কেমন মানুষ হতে চাও!
.
গল্পটি একটি অটোগ্রাফের বারশো টাকা দাম থেকে কিভাবে বার হাজার ডলারেরও বেশী হয় তার উপ্রে,
.
তার আগে জর্জ বার্নাডশ'র একটি উক্তি মনে করিয়ে দিচ্ছি, 'অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে!'
.
অনেক বছর পর.....,
.
১৯৯৬ সালে তার পায়ে দেয়া এক জোড়া জুতো অটোগ্রাফসহ এক নিলামে বিক্রয় হয়েছে রেকর্ড ৭৭ লাখ টাকায়!
.
এই সেই মাইকেল জর্ডান যে একজন বস্তির ছেলে ছিলেন,
.
এই সেই মানুষ যে বর্ণবাদের শিকার হয়েও একদিন ক্রীড়া জগতে আমেরিকার টপ্ আইডলে পরিণত হয়েছিলেন!
.
লাইফ ইজ 'মোর দেন্ এ গেইম!'
.
মানুষকে যথাযথ বিনোদন না দিয়ে আজ যদি মাইকেল জর্ডান লাভের আশায় বিখ্যাতদের অটোগ্রাফ নিয়ে নিয়ে টি শার্টি বিক্রী করতেন তাহলে কখনো কেউ তার অটোগ্রাফ এতো টাকা দিয়ে কিনতেন্ না!
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
এ.এইচ.নাবিল বলেছেন: অসাধারন।
আমার ব্লগ পড়ে আসার আমন্ত্রণ রইল।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি মন্তব্যের উত্তর দেন না ও মন্তব্য করেননা বলে আপনার পোস্টে মন্তব্য লিখা হয়না।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: এই জন্যই আমি কারো অটোগ্রাফ নিই না।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪
ম্যাড ফর সামু বলেছেন: দারুণ, দারুণ একটি পোষ্ট, অসম্ভব শিক্ষনীয়, এই মুহুর্তে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না.....। আমরা সবাই যদি এভাবে চিন্তা করতে পারতাম তাহলে আমাদের এই সুন্দর দেশে অনেক কিছুই বদলে যেতে পারতো।