নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সরকার বড্ড দরকার

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৩

মফিজ কনডম ছাড়া বাসর রাতে ঢুকে গেছে, সকালে বের হয়ে বলা শুরু করলো 'শালার এমন এক দেশে বাস করি যেখানে সরকার স্লোগান দেয় দুটির বেশী সন্তান কখনো নয়, একটি হলে ভালো হয়' অথচ নিরাপদ কনডম সরবরাহ করছে না!
.
ঘরের সামনে ময়লার স্তূপ সেখানে রোজ মশা মাছি ভিড় করে, কখন কর্তৃপক্ষ আসবে সেই আশায় বসে বসে সরকারের চৌদ্দ গোষ্ঠি উদ্ধার করছে,
.
রাস্তার ম্যানহোলের ঢাকনা উঠানো, উষ্টা খেয়ে উফুত হয়ে আছে, উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে এই শালার সরকারের দেশে মানুষ থাকে মর্মে ক্ষোভ প্রকাশ করে চলে গেলো অথচ ঢাকনার গায়ে লাথি মেরে চলে গেলেও সেটা ঠিক জায়গায় চলে আসতো
.
সব দোষ সরকারের কাঁধে চাপিয়ে দিয়ে আমরা নির্দোষ,
.
সরকার এসি রুমে আছে আর তুমি আইসিইউতে,
.
দিনশেষে সরকার তো আর পুড়বে না তুমি পুড়ে যাবে! তাগাদা সরকারের চেয়ে তোমার হাজার গুণ বেশী থাকা উচিত!
.
পাবলিক বাসে তোমরা মাইরা গেলে ইস্যু ক্রিয়েট ছাড়া সরকারের কিছু আসে যাবে না সুতরাং গাড়ি বেলাইনে চালালে ড্রাইভারকে ধরে থাপ্রিয়ে লাইনে আনা তোমার দায়িত্ব!
.
মনে রাখবা, সরকার এসিতে আছে আর আমরা আইসিইউতে,
.
তুমি ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকলে সরকারের কিচ্ছু আসে যাবে না বরং সরকার জানে সে রাস্তায় বের হলে জ্যাম থাকবে না তার প্লেনও আছে!
.
দেশটা সরকার না ভাই, তোমাকে আমাকে ঠিক করতে হবে! থাপ্রাইয়া থাপ্রাইয়া!
.
সবাই মিলে বিল্ডিংয়ের মালিকের কলার চেপে ধরে এক মাসের ভাড়া না দিয়ে ফায়ার ডোর লাগান, এতো হেডাম থাকলে আন্দোলন করে ফায়ার এক্সিট রেক্টিপায় করতে পারেন না কেরে?
.
জমিদারও তো এক প্রকার বিল্ডিংটার সরকার!
.
আমাদের কলোণীর রাস্তা আমরা করি, প্রতি ঘর থেকে একজন কামলা খাটতে হবে নাহলে টাকা দিয়ে দিবে,
.
যেখানে সরকার নাই সেখানে জনগন এভাবেই সুন্দর সমাজ গড়ে তুলে!
.
ঘটনাস্থলে সরকার হেঁটে আসে না, ল্যান্ডক্রুজার দিয়ে আসে,
.
তুমি নিজেও হেতেনের লাইফ স্টাইলে থাকলে রঙ্গিন দুনিয়া দেখতে, কুল্ কুল্
.
কাঁচের ভিত্রে থেকে তোমারও তখন ঢাকাকে লাসভেগাস মনে হবে কারণ ফূর্তির শহর বলা হয় লাসভেগাসকে,
.
সেইই ভিউতে, আকাশের উপ্রে থেকে উঁকি দিয়ে তাকালে ঢাকাকে হলিউডের শহর লস অ্যাঞ্জেলেস মনে হবে,
.
আর স্যাটেলাইট থেকে দেখলে সিঙ্গাপুর মনে না হওয়ার কোন কারণ দেখছি না!
.
কবিতার আবহে যেটাকে রোদ্রস্নান মনে হয়ে বাস্তবতা কি তা কেবলি একজন নির্মাণ শ্রমিক টের পেয়ে থাকে আর যাকে তোমরা বৃষ্টি বিলাস বলো তাকে রিক্সা চালক কিংবা ফুটপাতে আশ্রয় নেওয়া লোকটি কষ্ট বিলাস বলে জানে,
.
জীবন হলো রঙ্গীন কাঁচের এপাশ আর ওপাশ! তোমরটা তোমাকে করে নিতে হবে! আদায় করে নিতে হবে, দরকার হলে আন্দোলন!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৮

কিশোর মাইনু বলেছেন: সময়োপোযোগী পোস্ট।

২| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: আমাদের মানসিকতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে, অন্যের কষ্ট দেখে, অন্যের অসহায়ত্ব দেখে আমরা মজা নিতেও কার্পণ্য করি না...

৩| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
এখন টিভিতে সাংবাদিকরা বড় বড় কথা বলে,
অতচ ঐ ভবনেই তো একটি বেসরকারি টিভির কেন্দ্র ছিল। ২০০ স্টাফ।
তার কি দেখেনি ভবনে অগ্নিনির্বাপন ব্যাবস্থা নেই সংকির্ন শিড়ি, ফায়ার এক্সিট নেই। ভবনের অনুমোদন দুইনম্বরি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.