নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়মুখ

২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৪

ভালবাসা হলো প্রাইভেট চাকরির মতো নগদ যা পাও তা ই লাভ, পরেও পাবে, সারা জীবন পাবে, পেতে থাকবে, এমন না ও হতে পারে এটা ধরে নিয়ে ভালবাসতে হবে!
.
যদি সারা জীবন পেতে থাকো তা হলো ভাগ্য কিংবা বোনাস,
.
প্রিয় মানুষ সব সময় কাছে থাকবে এটা কখনো ভেবো না, যতক্ষণ কাছে থাকে ততক্ষণ ই লাভ,
.
কিছুক্ষণ আগে যে মানুষটা মারা গেলো সে ও কারো প্রিয় ছিলো! এক মুহুর্তে নিশ্চুপ,
.
আজ তোমার মাথার উপ্রে বাবা বটছায়া দিয়ে দিচ্ছে, তুমি ভাবছো এভাবে জীবন কেটে যাবে, নো নো , হঠাৎ দেখবে সবকিছু চেঞ্জ, মাথার উপ্রে ছায়া নেই কেবলি খোলা আকাশ!
.
কোন একদিন ঘরে ফিরে দেখবে মা নেই! পুরো ঘর জুড়ে খোঁজ নিয়ে দেখো, সে আর আসবে না!
.
একদিন দেখবে বউও নেই, সে তথাকথিত বাপের বাড়ি,
.
তুমি বড় হবে, হতে থাকবে, এক এক করে প্রিয় মানুষগুলো হারাতে শিখবে!!!
.
কেউ তোমাকে ইচ্ছে করে ছেড়ে যাবে, কেউবা ভাগ্যের পরিহাসে অদৃশ্য হবে!
.
সদ্য ডিভোর্স হওয়া মা কিন্তু তার ছেলে মেয়েকে ইচ্ছে করে ছেড়ে চলে যায় না! আইনের মারপ্যাঁচও থাকে
.
আমি শুধু বলবো, প্রিয় মানুষ যতক্ষণ পাশে থাকে ততক্ষণ ই লাভ!
.
দূরত্বের কারণেও অনেক কাছের মানুষ পর হয়ে যাবে কেউ কেউ স্বামী সন্দেহ করবে ভেবে তোমাকে পর করবে
.
কেউ কেউ হারিয়ে গেলে তোমার মন খারাপ হবে, তুমি হারিয়ে গেলেও কারো কারো
.
যত বড় হতে থাকবে এভাবে হারানোর লিস্টগুলো বাড়তে থাকবে, নতুন প্রিয় মুখের আবির্ভাব হবে,
.
আসলে, নতুন কিংবা পুরাতন বলে কিছু নেই, প্রিয় মানুষ সব সময় প্রিয় মুখ!!!
.
কোন এক লোডশেডিংয়ে যখন দেখবে অনেক সাধনার প্রিয়া কারো সাথে ক্যান্ডেল নাইট ডিনার করছে ভেবো না সে অপ্রিয় হয়ে গেছে,
.
পৃথিবীর নিয়মটি এমন! কেউ যাবে কেউ আসবে!
.
বিশ্বে প্রতি পাঁচ সেকেন্ড একজন শিশু এবং প্রতি ছয় সেকেন্ডে একজন ধূমপায়ী মারা যায়, কেউ কারণে কেউবা অকারণে,
.
সব সময় কারণেই যে কেউ ছেড়ে যাবে তা কিন্তু নয় অকারণে ভাল্লাগে খুশিতে ঠেলায় হেলায় অনেকে চলে যাবে,
.
তুমি থাকবে, তোমার বুকেও একদিন কারো নিঃশ্বাসের শব্দ শুনবে! নতুন প্রিয়মুখ বলে তাকে অবহেলা করোনা,
.
জীবন এমনি! যার জন্য সব ছেড়েছো সে যদি একদিন তোমাকে ছেড়ে দেয় ভয় পাবে না! ভয়ের কিছু নেই, যতটুকু সময় থেকেছিলো ততটুকু লাভ!
.
নিজেকে ভালবাসা দরকার, সে তোমার সাথে সারা জীবন থাকবে! হয়তো মৃত্যুর পরও যখন সবাই তোমাকে কবরে একা রেখে চলে আসতে থাকবে, তখনো,
.
তুমি কেনো নিজেকে হত্যা করবে ভাবছো! তুমি চলে গেলে সে কি করবে শুনি! শুনেছি আত্মহত্যার পর আত্মারা সেই জায়গায় ঘুরে ফিরে, হয়তো ছেড়ে যেতে পারে না বলে! তুমি কিভাবে নিজেকে ছেড়ে দিলে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১০

মাহমুদুর রহমান বলেছেন: আত্মহত্যা মহাপাপ।

২| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: এখন থেকে আর ঘুষ খাবেন না বলে শপথ নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.