নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সবকিছু একদিন অন্যের দখলে চলে যাবে

৩০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০২

একদিন হৃদয়ের শূন্যস্থানে নতুন নাম এসে পূর্ণতা লাভ করে কিংবা করবে!
.
হাতের উপ্রে অন্য হাত আসে কিংবা আসবে, চুলে সানসিল্কের বদলে অল ক্লিয়ার শ্যাম্পুর গন্ধ!
.
পারফিউমের হালকা গন্ধ পাল্টে গিয়ে হয়তো একটু কড়া,
.
হলুদ রংয়ের জামার কালার পাল্টে একদিন লালে লাল হয়ে বসন্তে আরেক জোড়া কাপলে আগমন হবে!
.
উচ্চতা কিংবা স্থুলতার কারণে রিক্সার হুটের নিচে হয়তো জায়গার সংকুলান নাও হতে পারে,
.
ফোনের অপর প্রান্তে কন্ঠের টোন হালকা নতুবা ভারী হবে,
.
বাবু শব্দটি সোনায় রূপান্তর হবে, জান শব্দটি কলিজাতে,
.
বুকের সাইজ পাল্টে যাবে সাথে পায়েরও
.
নতুন ফিঙ্গার প্রিন্টে আবেগগুলো আনলক হবে,
.
বার্থ ডে পাল্টে যাবে সাথে মোমবাতির সংখ্যাগুলো
.
অভিমানের ধরণ পাল্টাবে, কারণে অকারণে,
.
পুরো পৃথিবী ভাবা তোমার জায়গা আসবে 'তুমি আমার পুরো মহাবিশ্ব'
.
রুচি ধ্যান ধারণ ব্যক্তিত্ব অনুভূতি সব কিছু নতুন নামের প্রভাবে পাল্টে যাবে
.
শূন্যস্থান পূরণ! ক্ষতগুলো সারিয়ে তুলতে ব্যান্ডেজের রং ও পাল্টে যাবে!
.
একদিন নতুন কেউ আসলে সবি পাল্টে যাবে, একদম নতুন রুপে,
.
জীবন অনেক হাসি খুশি আনন্দ দুক্ক যাতনাময় হবে
.
স্মৃতি থেকে মুচতে থাকবে কেবলি এমনি একজন যাকে তুমি এক পৃথিবী ভাবতে,
.
একদিন নতুনের সাথে ঝগড়া হলে কেবলি পুরাতন মনে পড়বে!
.
ইয়ে মানে, তোমার স্থান এখন হৃদয়ের ডাস্টবিনে চলে গেছে!
.
প্রয়োজন ছাড়া মনে পড়ে না! পড়বে না!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: মানুষের অল্প কিছুদিনের আয়ু। তাই তাদের চাহিদা কম থাকাই উচিত।

২| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৮

মাহমুদুর রহমান বলেছেন: অনেক দূরেই তো চলে গেল এখন কেবল স্বীকৃতি পাওয়ার অপেক্ষা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.