নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

লাইফ ইজ পেইন, পেইন এন্ড পেইন!!!

৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৪

দিনের পর দিন ছেলেটা মেয়েটির কলেজ যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকতো, একদিন জিজ্ঞেস করলাম 'তোর কষ্ট লাগে না' সে উত্তর দিলো 'দোস্ত লাইফ ইজ পেইন'
.
সেদিন দেখলাম ওরা সংসার করছে! 'No gain without pain'
.
আমরা এক বন্ধুর নাম দিয়েছিলাম স্লিম আলী! এতো শুকনা যে পিকনিকের বাসে তার পাশে সিঁট পাওয়ার জন্য ক্লাশের সবচেয়ে সুন্দরী মেয়েটি আবেদন করেছিলো!
.
একদিন জিমে গিয়ে দেখলাম সে মেঝে থেকে বিশ কেজি ওজনের কার্লি উঠাচ্ছে আর অন্যদিকে ক্ষণিক পর পর বাষ্পবায়ু নির্গত হওয়ার শব্দ এমন সময় তাকে জিজ্ঞেস করলাম 'দোস্ত কি খবর' সে বললো 'পেইন দোস্ত পেইন!'
.
কয়েক বছর পর সে রীতিমত একটা পালোয়ান! সুযোগ পেলে আয়নার সামনে দাঁড়িয়ে ইনভার্স পিক তুলে ফেসবুকে আপলোডায়! 'No gain without pain man'
.
রুম থেকে কম বের হতো বলে তার নাম হয়ে গিয়েছিলো হাফ্ লেডিস্! সারাদিন খাতা কলমে টুকাটুকি! গোলকির সঙ্কট পড়ায় একদিন কোলে করে এনে তাকে গোলকিপিংয়ে বসিয়ে দিলো! সে বল ছেড়ে দিলো! সবাই মিলে ইচ্ছে মতো তাকে বকাবকি করলো 'তুই আসলেই একটা হাফ্ লেডিস্! 'পেইন! তোরা আসলে পেইন্! বলে সে আর কখনো খেলতে আসেনি!'
.
অনেকদিন পর আবিষ্কার করলাম বন্ধুরা তার পরিচয় দিতে গর্ববোধ করে! 'Ya man, no gain without pain'
.
বিশ্বাস কর ভাই, জন্মের সময় আমাদের সবার মা সবচেয়ে জোরে যে কথাটি বলেছে সেটা হলো 'পেইন' 'ইটজ্ পেইন' 'আনকোয়েশ্চানালি অনটলারেবল্' এভাবে জন্ম নিয়ে মাকে সান্ত্বনা দিতে প্রথম কেঁদে বুঝিয়েছিলাম 'No gain, Without pain'
.
সেদিন ছিলো বাসর রাত 'আসিফ আস্তে ওহ্ ইট ইজ পেইন' রাত শেষে 'ও বেব্বী, আসল পুরুষ, আই ওয়ানা নীড্ আসিফস্ বেবী সুন্!'
.
সোজা বাংলায় বলি, 'কষ্ট ছাড়া কেষ্ট মিলে না'
.
পৃথিবীর সবচেয়ে কষ্টের গল্প হলো 'স্বপ্ন ধরে রাখা'
.
আরো কষ্টের গল্প হলো স্বপ্ন ছেড়ে দেওয়ার গল্প,
.
লেস্ ব্রাউন, জিগ্ জিগলার, টমাস্ এরিকসন্, ডান লক, ড. মাইলস মনরো, মৃণাল দা থেকে শুরু করে জ্যাক মা, রিচার্ড ব্রানসন্ কিংবা হালের নিকোলা টেসলারের সুযোগ্য শিষ্য এলন্ মাস্ক দিনশষে একটা কথায় বলবে, 'জীবন কঠিন তাই বলে কখনো স্বপ্নকে ত্যাগ করোনা!'
.
শাহরুখ খানকে সবাই চিনে তাই তার একটা ঘটনা বলে শেষ করবো তিনি বলেছিলেন, আমি পুরষ্কার জিতে ফিরেছি আনন্দে রাতে ঘুম হয়নি সকালে উঠে দেখলাম অভিনন্দন পোস্টের নিচে একজন কমেন্ট করেছে 'আপনি পুরষ্কার না বরং কলা জিতেছেন' তা দেখে আমি থমকে গেলাম! আমার সব শক্তি নিঃশেষ হয়ে গেলো! সেদিন যদি আমি সত্যি তার কথায় থেমে যেতাম আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না!
.
কারো দেখানো কলা দেখে যদি আপনার কলা চুপসে যায় তাহলে ধরে নিন্ আপনি আপনার স্বপ্নের বাহির চলে গেছেন!
.
তারপর কলা চাষ করে সফল হতে যাওয়া মানুষদের কলা দেখাতে থাকুন! আপনার দল ভারী হবে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: মানুষের সমস্ত অতীত তার চেহারায় লেখা থাকে।

২| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩০

হাবিব বলেছেন: ইনজয় ইউর লাইফ.........

৩| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ১২:০২

শরীফ বিন ঈসমাইল বলেছেন: Yes Man No gain, Without pain

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.