নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

গ্লামার

৩১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৮

মেয়ে পাঁচ ইঞ্চি হিল পড়লে কি আদৌ পাঁচ ইঞ্চি লম্বা হওয়া যায়!
.
ঐ মাইয়া, আধেক ইঞ্চি মেকাপ করলে কি আসলেই ফর্সা হওয়া যায়!
.
হ্যালো মোনালী, চুলে সোনার রং করলে আসলে কি চুলের রং সোনালী হয়!
.
ক্ষণিকের জন্য তোমার হাইট বাড়ে, রং পাল্টে, তুমি পাল্টাও না! তুমি জরিনা কখনো জেরিন্ হতে পারবে না!
.
তপ্ত উত্তপ্ত রোদে মেকাপগুলো যখন চকবার আইসক্রিমের মতো লেপ্টে থাকে তখন তোমাকে আরো বিশ্রী লাগে,
.
তুমি সারাদিন বার্বি ডল হয়ে থাকো, জানোতো পুতুলের স্বার্থকতা শো কেসে, ময়দানে না!
.
মেয়ে সকাল থেকে শুরু করে রাত অব্দি তোমার মাথায় কেবলি ঘুরতে থাকে 'তোমাকে আরো সুন্দর হতে হবে' 'আরো' 'আরো' কি এক অশান্তি,
.
ঠোঁটগুলো লাল করলে আসলেই কি গাজর ফাঁটা ঠোঁট হয়!
.
তুমি সৃষ্টি সেরা মানবী হয়ে হরিণির চোখ দেখাবে ভেবে কাজল দাও সাথে আইলানা, আইশ্যাডো ব্লা ব্লা!
.
বার হাত শাড়ি আর গোটা কয়েক কেজি অলংকারের তুমি বরং প্যাঁচিয়ে যাও,
.
তোমার হাতে পায়ে গলায় শিকল, নিজেকে পুরুষের চোখে সুন্দর লাগাতে হবে, তুমি অদ্ভুত এক পরাধীনতা ফাঁসে থাকো!
.
কখনো সব শিকল ছেড়ে আয়নায় নিজেকে দেখো, চিনতে পারবে না! তোমার মানসিকতা তোমার সত্ত্বাকে হত্যা করেছে,
.
সব সময় অন্যের চোখে সুন্দর হওয়ার মানসিকতা তোমাকে সত্যি অন্যের ভোগপণ্য করেছে!
.
সুন্দর, স্নিদ্ধতা, শূভ্র এগুলো ভালো কিন্তু যখন সেটি মানসিক ব্যাধিতে পরিণত হয় তখন তা আর স্বাভাবিক থাকে না
.
তোমরা মেয়েরা সত্যি অস্বাভাবিক হয়ে গেছো! একজন সুস্থ মানুষ কখনো শুধু নিজেকে সুন্দরী উপস্থাপন করার জন্য জীবনের সবটুকু মেধা নিয়োজিত করবে না!
.
তোমার হাতে জমানো টাকার ৮০ ভাগ যখন কসমেটিস্, পার্লার, কালার এগুলোতে চলে যায় মনে রাখতে তুমি মানবিকতা হারিয়েছো!!!
.
তুমি পচন্ড ভয় পাওয়া ব্যাধিতে আছো,
.
কঠিন এক ফোবিয়া,
.
সত্যি খুওব কঠিনতর একটা সিজোফ্রেনিয়া!!!
.
কেউ তোমাকে কালো বলবে সেই ভয়, কেউ তোমাকে বাইট্টা বলবে সেই ভয়, কেউ তোমাকে দেখলে ক্ষেত বলবে সেই ভয়, কেউ মুটকি বলবে সেই ভয়! কেউ তোমাকে সুন্দরী মনে করবে না সেই ভয়, কেউ তোমাকে দেখে মুগ্ধ হবে না এমন আরো ভয় তোমার ভিতরটার তোমাকে প্রতিনিয়ত গলা চেপে ধরছে,
.
তুমি কোন ভাবে শত চেষ্টা করে এই ফোবিয়া থেকে বের হতে পারছো না! তোমাকে ঘিরে শুরু হয়েছে হাজার কোটি টাকার প্রসাধনী বাণিজ্য!
.
রাতারাতি মিলিওনিয়ার বিলিওনিয়ার হচ্ছে কিছু মুনাফালোভী প্রতিষ্ঠান, ওরা আবার তোমাকে মোটিবেশন দিচ্ছে, তোমাকে আরো সুন্দরী হতে হবে! তারপর তারা ক্রিমে হালকা এসিড মিশিয়ে দিচ্ছে!
.
তোমাকে নিয়ে খেলছে সমাজ! লোলুপ লালায়িত মানসিকতারা.... খেলা শেষে ওরা পুরস্কার নিয়ে যাচ্ছে তুমি কেবলি ফুটবল হয়ে পড়ে থাকো!
.
নব্বই মিনিট পর ফুটবলের কোন দাম থাকে না তেমনি বেলা শেষে তুমি কেবলি খেলার সামগ্রী!
.
প্রয়োজন শেষ পুরিয়ে গেছো! একদিন একবার একমুহূর্ত গ্লামার ছাড়া নিজেকে কল্পনা করে দেখিও....! মানুষ চিনে যাবে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: নারীদের সম্মান করতে হবে। ভালোবাসতে হবে। যত্ন করতে হবে। তবেই না দেশ এগিয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.