নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
আপনি চোর থেকে সাবধান থাকবেন, না চোর আপনার থেকে সাবধান থাকবে,
.
জগতে ভালো মানুষের ই চোর থেকে সাবধান থাকতে হয় কিংবা থাকা উচিত!
.
মানলাম আপনি নারী, স্বাধীনভাবে চলতে চান, কোন সমস্যা নেই! কিন্তু দিনশেষে তো ধর্ষিত আপনি হচ্ছেন, কুলাঙ্গার পুরুষটি তো ধর্ষিত হয় না,
.
আপনি কি ধর্ষক থেকে সাবধান থাকবেন, না ধর্ষক আপনার থেকে সাবধান থাকবে,
.
ধর্ষক আপনার থেকে সাবধান থাকবে এটা আপনি যদি বিশ্বাস করে থাকেন তা হাস্যকর!
.
আপনি যা ইচ্ছে করুন, যেমনে ইচ্ছে তেমনি চলুন, পর্দা করেন কিংবা না করেন, মূল কথা নষ্ট এবং দুষ্ট লোক থেকে আপনাকে সাবধানে চলতে হবে!
.
নিরাপদে থাকতে হবে,
.
আপনি বলতে পারেন, নিরাপদ বাসায়ও তো চুরি হয় তাই বলে কি কোন বোকাও ঘরের দরজা জানলা খুলে অনিরাপদ হয়ে ঘুমাবে!
.
কখনো না, যদি সমাজ কিংবা সরকার আপনার নিরাপত্তা দিতে পারে তাহলে কোন পবলেম নেই! সত্যি পবলেম নেই! আপনি নিরাপদ!
.
চোর কখনো ধর্মের কাহিনী শুনবে না! শেয়াল কাছে মুরগী বার্গা দিলে কিংবা মুরগী শেয়ালের আয়ত্তে এলে সে বোরকা পড়া কিংবা না পড়া সেটা দেখবে না, তার দৃষ্টি থাকবে কেমনে মুরগী কবজা করবে সে দিকে,
.
সেল্প ডিফেন্স ইজ্ বেস্ট ডিফেন্স
.
আপনার নিজেকে আপনাকে আত্মরক্ষা করা শিখতে হবে! সেটা পর্দা করে হোক কিংবা অন্য যে কোন উপায় অবলম্বন করে!
.
বাবা মা কিংবা গার্ডিয়ানেরও উচিত মেয়ে শিশুটিকে যথাসম্ভব নিরাপদ আশ্রয়ে বড় করে তোলা,
.
জগত বহুত প্যাক্টিকেল্! আবেগ ইমোশন যুক্তি দিয়ে জগত চলে না! আমেরিকার মতো সভ্য দেশে দুই মিনিট বিদ্যুত না থাকলে হাজার হাজার নারী ধর্ষিত হয়!
.
ধর্ষণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, সুইডেন, বৃটেন, অস্ট্রেলিয়া, ভারতের মতো পরাশক্তির দেশগুলো, যেসব দেশে প্রতি তিন চার পাঁচ ছয়জন নারীর মধ্যে কমপক্ষে একজন নারী ধর্ষিত হয়!
.
আমি পূর্বের বিভিন্ন লেখায় পরিসংখ্যানগুলো তুলে ধরার চেষ্টা করেছি এই জন্য যে এটা এখন পুরো বৈশ্বিক সমস্যা তবে অন্যান্য দেশের তুলনায় ইসলামিক দেশগুলোতে ধর্ষণের পরিমাণ তুলনামূলকভাবে কম,
.
সবচেয়ে বড় কথা বর্তমান বিশ্বে মহামারি বিভিন্ন রোগ কিংবা ক্যান্সারের চেয়ে বড় আতংক হলো এইডস্ যার প্রভাব মুসলিম দেশগুলোতে তুলনামূলকভাবে অনেক কম!
.
ধর্মীয় অনুশাসনগুলো এখানে প্রতিরক্ষার হাতিয়ার হিসেবে কাজ করে,
.
একটা বিষয় মানতে হবে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়!!!
.
এমন সমাজে আপনি কতটুকু স্বাধীনভাবে চলতে পারবেন যেখানে ধর্ষিত হলেও আলামত খুঁজে পাওয়া যাবে না!
.
আলামতের খোঁজ মিললেও তার বিচার আদৌ হবে কি না তা পূর্বের ইতিহাস থেকে জেনে নিবেন,
.
নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, এরপরে দূর্ঘটনা ঘটে যেতে পারে, ঘটছে অহরহ,
.
কুকুরের সামনে হাড্ডি লুকিয়ে রাখা বুদ্ধিমানে কাজ! এখানে নারীর পরাধীনতা খুঁজবেন না
.
বেশী তেজ কিন্তু ভালো না, হেডাম থাকলে দেশ পাল্টিয়ে সামাজিকভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করে তখন দরজা খোলা রেখে ঘুমাবেন!
.
ধর্ষণ হওয়ার পর প্রশাসনের কাছে গিয়ে মামলা করতে গেলে বুঝবেন পুরো জাতি কিংবা দেশ আজ ধর্ষিত!
২| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:০২
রাজীব নুর বলেছেন: ঠিক।
৩| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২
মিঃ হাসান বলেছেন: চমৎকার লিখেছেন।
৪| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২
মিঃ হাসান বলেছেন: চমৎকার লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৭:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: great