নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নিরুদ্দেশ

০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭

রুবি গেইটে একটা মেয়েকে দেখিয়ে জনৈক লোক বললো ছিঃ ছিঃ মেয়েটা দুই হাজার টাকায় চুল বিক্রী করে দিয়েছে,
.
মেয়েদের লম্বা চুল বিক্রী হয় শুনে তো আমি টাশকি,
.
পাল্টা প্রশ্নে জানতে পারলাম মেয়েটি লোকটির প্রতিবেশী,
.
লোকটি আসলে বলতে চাই মেয়েটি তার সাথে এক রাত কাটালে হয়তো সে এই টাকা দিয়ে দিতো
.
সেটা পাপ হতো না, কেনো চুল বিক্রী করে দিয়েছে সেটি পাপ হয়ে গেছে!
.
কিছুদিন আগে ইপিজেডের মোড়ে চা খাচ্ছিলাম, সেখানে এক ভদ্রমশাই মেয়েদের লাইনের দিকে তাকিয়ে বলেছিলো, দেশ শেষ! সমগ্র বাংলাদেশ আজ পতিতালয়!
.
সে জানে না ৫০ লক্ষ মানুষ গার্মেন্টেসে কাজ করে তাদের ৮০ শতাংশ নারী তারা আজ সম্মানজনক পেশাটিতে না থাকলে হয়তো অধিকাংশের পতিতালয়ে কিংবা গৃহকর্মী হিসেবে জীবন কাটাতো,
.
অনেকের ধারণা জব করা অধিকাংশ মেয়েরা খুব সহজে নিজেকে বিলিয়ে দেয়!
.
ভালো খারাপ সব জায়গায় আছে তবুও কোন একদিন কারো হুন্ডার পিছনে কেউ কোন মেয়েকে দেখে থাকলে রটে যায়, ধারুণ খেলা চলছে মাইরি!
.
সমবয়সী ভাই বোন যাচ্ছে তবুও অনেকে শিওরলি ধরে নেয় যে তারা প্রেমিক প্রেমিকা!
.
ছেলে মেয়ে একসাথে হাসপাতাল থেকে বের হলে ভেবে নেয় 'ঘটনা খারাপ' 'কলিকাল' মেয়েটাকে তো ভালো জানতাম,
.
এসব ক্ষেত্রে আবার ছেলের বেপরাটা উল্টো, সে কলার উঁচিয়ে হাঁটে, কোন মেয়ের সাথে ছিলো, ভাবটা আলাদা!
.
সমাজ তাকে বীর পুরুষ ভেবে নেয়, গফ্ না থাকলে এক প্রকার কাপুরুষ,
.
সোজা হিসাব, ধরেন পৃথিবীতে হাজারটা মেয়ে খারাপ কাজ করেছে এর মানে হাজারটা ছেলেও এর সাথে জড়িত!
.
আরে মিয়া, নারীর পেট থেকে আসছো তুমি, ভাব ধরো আসমান থেকে পড়ছো,
.
যে ঘরে বিনা ভাড়ায় থাকছো, খাইছো, নিঃশ্বাস নিছো, তিল তিল করে বড় হয়ছো সে ঘর থেকে বের হয়ে মালিক সম্প্রদায়ের বিরুদ্ধে লাগছো
.
ভাড়াও তো দাওনি,
.
সেই ভাড়া দেওয়ার ক্ষমতাও তো তোমার কোন কালে হবে না!
.
তুমি কোন সাধু যে সারাদিন মেয়েদের নিন্দা করে বেড়াও! এটা মাগী, ওটা বেশ্যা, সেটা ছিঃছিঃ.....!
.
শালা দিন শেষে, তুমিই তো ওকে বিচানা থেকে ছুড়ে মেঝেতে ফেলে দিছো!
.
তোমার বীর্য শেষ, নারী সমাজের প্রতি ভালবাসা নিরুদ্দেশ!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: আজ ( চার এপ্রিল) পাকিস্তানি বর্বরা লালমনিরহাট শহরে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল। সেদিনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১০:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজ পাকিস্তানি প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এর ফাসি কার্যকর হয়।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজকের দিনটি আমার জন্য খুব শুভ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.