নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রাখো তোমার প্রফেশন

০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৮

এক লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুতো সেলাই করে কিন্তু দিনের পর দিন সে এমন ভাবে থাকে যেনো সে সারা জীবনের জন্য মুচি হয়ে জন্মেছে,
.
আমাদের হেব্বী একটা সমস্যা আছে, প্রফেশন থেকে আমরা বের হতে পারিনা!
.
রিক্সাওয়ালা সাত আট ঘন্টা রিক্সা চালায় তারপর সে চাইলেও আর 'আমি রিক্সাচালক' থেকে বের হতে পারে না
.
শিক্ষক মশাই বাজারে গেলেও সুযোগ পেলে ছাত্রদের কান টেনে দেয়, ক্যারেক্টার থেকে বের হতে পারে না!
.
আপনি যখন অফিস ছেড়ে বের হয়ে বন্ধু সার্কেলে যাবেন তখন আপনি কেবলি একজন বন্ধু, বাসায় গেলে স্বামী, কখনো বাবা, কখনো মা, কখনো চাচা, নানা, দাদা,
.
কিন্তু না, আপনি অর্ধেক বাবা আর অর্ধেক ইঞ্জিনিয়ারিং প্যারা!
.
আপনি সারাদিন কামলা খাটছেন, নো ম্যাটার, পরের দিন আরো বেশী করে খাটবেন তবে ঘাম শুকিয়ে গেলে আপনি একজন লেবার না, একজন মানুষ, একজন পরিবারের অভিভাবক কিংবা একজন ব্লা ব্লা তখন আপনি কামলা ভাব নিয়ে থাকেন কেনো!!!
.
ড্রাইভিং সিঁটে যখনি বসবেন 'ইয়ু আর বেস্ট ড্রাইভার' উঠে গেলে 'ইয়ু আর এ ডেমন্ ম্যান জাস্ট ডোন্ট কেয়ার!'
.
সেদিন এক সিকিউরিটিকে দেখলাম 'সে ডিউটিরত অবস্থায় সালাম দিতো' রাস্তায় দেখা হওয়ার পর হাত বাড়িয়ে দিয়েছে, বাঘের বাচ্চার মতো লাগছে দেখতে, সে বুঝতে শিখেছে, লাইফ ইজ নট্ প্রফেশন!
.
ঐ মিয়া, ক্যারেক্টার থেকে বের হতে শিখেন, পার্সনাল লাইফে ঢুকলে প্রফেশনকে বলতে শিখুন, হু ইয়ু আর, কিংবা প্রফেশনে এলে পার্সনাল লাইফকে বলতে শিখুন 'ভাই আপাতত অফ্ যা!'
.
হেইই, তুমি ডাক্তার কি গভীর রাতে প্রিয়তমার বুকে ঐ মেশিনটা দিয়ে হার্টবিট্ মাপো!
.
কেডায় কইছে তোমারে তুমি ফেরিওয়ালা বলে সুন্দর শার্ট প্যান্ট পড়ে মাঞ্জা মারতে পারবে না! কে শিখিয়েছে এগ্লা!
.
হ্যালো কন্টাকদার, শার্ট ধুয়ে ইস্ত্রী করা যাবে না লাইসেন্সের কত নাম্বার ধারায় লেখা আছে শুনি!
.
তুমি সওদাগর, বাকী খেয়ে জীবন পালাচ্ছে, ধর্ ওরে ধর্
.
যে জীবনের জন্য প্রফেশনে ঢুকছো একদিন সে প্রফেশনে জীবন হারিয়ে ফেলতেছো, সে খবর কি আছে!!!
.
গ্রামের আইলে বসে কর্পোরেট মারাও কেন্! আইলে বইসা কৃষকের ফোকলা হাসির সাথে যদি নিজের হাসি একাকার করতে না পারো, তুমি আর গ্রামে আসবে না
.
রাখো তোমার এমপি, মন্ত্রী আর বসগিরি,
.
বড় চাকরি করো বুঝলাম সেগুলো চাকরির জায়গায় থুয়ে আসো, ছোট কাজ করলে কাজের শেষে মাথা থেকে ঝেড়ে ফেলো দেখো পৃথিবী কত সুন্দর!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পোস্ট ভালো হয়েছে।
যে কোন কাজের জন্য আলাদা পোশাক থাকবে।
কাজ শেষ করে পোশাক বদলে ভদ্রলোক হয়ে যাবে।

২| ০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: আশে-পাশে শিক্ষিত মানুষের কোনো অভাব নেই কিন্ত শিক্ষিত বিবেকের খুব অভাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.