নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভাঙ্গা কাঁচের সৌন্দর্য

১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৪

চায়নাতে একটা কনসেপ্ট আছে 'পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য একটি ভাঙ্গা কাপে লুকিয়ে থাকে' ইয়েস! ইয়েস্!
.
সুন্দর হতে হলে পরিষ্কার, পরিপাটি, পরিচ্ছন্ন, ছিমছাম, সুসজ্জিত থাকতে হবে বেপারটা আসলে মজ্জাগত,
.
সবকিছু একশতে একশ হলে সেটা সৌন্দর্য না বরং অনেক ফর্সা একটা মেয়ের গালে তিলটা সৌন্দর্যকে অনেক বেশী করে ফুটে তোলে,
.
কিংবা ভরপুর গালে একটি টোল নামক গর্ত!
.
চাঁদের সবচেয়ে বড় সৌন্দর্য তার গায়ের কলঙ্কের ছাপে,
.
জীবনে কখনো হান্ড্রড পার্সেন্ট পারফেক্ট হওয়ার কোন প্রয়োজন নেই!
.
প্রকৃতিতে সবচেয়ে সুন্দর পাখি ময়ূর, মাছরাঙ্গা, টিয়া, লাভ বার্ড যা বলেন না কেনো পাখির রাজা কিন্তু ঈগল যে তার শরীরের ওজন যদি নয় কেজি হয় কদাকার নখ দিয়ে সে তার দেহের সমপরিমাণ ওজনের একটি জন্তু অনায়াসে পঞ্চাশ ষাট ফুট খাড়া উড়ে উঠে যেতে পারে,
.
পাখির রাজার সৌন্দর্য এখানে সামর্থ্য আর আচরণ, যা তাকে অন্যসব পাখি থেকে আলাদা করে শ্রেষ্ঠত্বের মুকুট পড়িয়ে দিয়েছে!
.
মেঘের উপ্রে যদি আপনি কোন পাখি দেখেন সেটা কবেলি আরেকটি ঈগল ই হবে,
.
পান্ডা, হরিণ, জিরাফ থেকে শুরু করে বনের সবচেয়ে সুন্দর প্রাণীগুলো রেখে বনের রাজা কিন্তু সিংহ!
.
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল গোলাপ, ডালিয়া, টিউলিপ, চন্দ্রমিল্লিকা, শাপলা, ডালিয়া, অর্কিড যা বলেন না কেনো কিন্তু সবচেয়ে বেশী সুন্দর না হওয়ার পরও বেশী সুবাস বিতরণ করার কারণে গন্ধরাজ ফুলের রাজা!
.
এতো এতো বড়, সুন্দর, মিষ্টি, চমকদার ফল থাকার পরও ছোট্ট আম কিংবা কাঁটাযুক্ত ডুরিয়ান স্বাদ না বরং সুস্বাদের কারণে ফলের রাজা!
.
প্রকৃতি বলেন কিংবা মানব জাতি, যে বা যারা সেরা হয়েছে তারা কেউ নিখুঁত, পূর্ণাঙ্গ, নির্ভুল, সম্পূর্ণ কিংবা নিষ্কলঙ্ক ছিলেন না একটা বিষয়ে তাদের মধ্যে মিল আছে তা হলো আচরণ,
.
সিংহ, চিতা বাঘ, বাঘ, জাগুয়ার কে 'বড় বিড়াল/Big Cat' বলা হলেও তারা কখনো বিড়ালের মতো আচরণ করে না,
.
ঈগল কখনো ময়ুরের মতো পেখম তুলে নাচে না,
.
গন্ধরাজ কখনো গোলাপের মতো এতো সুন্দর হয়ে পুস্ফুটিত হয় না,
.
তবুও তারা চ্যাম্পিয়ন, তারা ই সেরা, সেরার সেরা!
.
ভলতেয়ার বলেছিলে, 'পারফেক্টনেস্ হলো ভালোর শত্রু!'
.
আমরা অকৃত্রিম হতে জন্মেছি অবিকল হতে কখনো না,
.
আমরা বিচিত্র হতে জন্মেছি স্থির চিত্র হতে কখনো নয়,
.
আমরা অদ্বিতীয় হতে জন্মেছি প্রথম,দ্বিতীয়, তৃতীয় হতে কখনো হবো না,
.
একের পর এক ভুল আর ভুল দিয়ে সফলতার যে যাত্রা তুমি কিভাবে ভাবো তা নির্ভুল দিয়ে শেষ হবে!!!
.
তোমার তৈরী করা ভাঙ্গা কাপ কিংবা মোনালিসার ব্রু বিহীন ত্রুটিপূর্ণ চিত্রকর্ম একদিন পৃথিবীর সেরা হবে! সেরার সেরা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: শুভ নববর্ষ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১৪

মাহমুদুর রহমান বলেছেন: ও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.