নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

একদিন সবকিছু মানিয়ে যাবে কেবলি........!

১০ ই মে, ২০১৯ দুপুর ২:২৮

মৃত মানুষদের প্রথমে হৃদয়ের কম্পন বন্ধ হয় তারপর ফুসফুসের সঞ্চালন বন্ধ হয় অতপর মস্কিষ্কের ক্রিয়া বন্ধ হলে সে মৃত বলে গণ্য হয়,
.
মানুষ যখন বুঝতে পারে সে মারা যাবে তখন সে আরো পজেটিব হয়, মৃত্যুকে অলিঙ্গন করার জন্য প্রস্তুত হতে থাকে!
.
মানুষ সবচেয়ে যেটা বেশী পারে তা হলো মানিয়ে নেওয়া! মানিয়ে চলা!
.
ছোট্ট কাল থেকে সালমান খানের মতো কাউকে বিয়ে করতে চাওয়া মেয়েটি ভুড়িওয়ালার পেটকে বালিশ ভেবে সেথায় মাথা রেখে দিব্যি রোমান্টিক ভঙ্গিতে সংসার করছে,
.
ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার ক্যাডার হতে চাওয়া ছেলেগুলোর মধ্যে অনেকে রিক্সা গাড়ির হাতলের সাথে জীবন মানিয়ে নিয়েছে,
.
ছোট বেলা থেকে নায়িকা হওয়ার স্বপ্নে বিভোর মেয়েটিও দিব্যি রান্না ঘরটাকে স্টুডিও বানিয়ে রাঁধুনি বনে গেছে!
.
বারবার ক্লাশে প্রথম হওয়া মেয়েটি চাকরি ছেড়ে বাচ্চাদের সাথে মানিয়ে নিয়ে তাদের বেড়ে উঠার মধ্যে সুখ খুঁজে নিচ্ছে,
.
রাস্তার ভিক্ষুকও নিজেকে প্রফেশনের সাথে মানিয়ে নিয়ে হেব্বী কুল্ অাছে!
.
কয়েক দিন আগে বায়জিদ ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের সামনের রাস্তায় যে ছেলেটি হাত হারিয়েছে সে ও তার সাথে তাকে মানিয়ে নিয়েছে,
.
সদ্য প্যারালাইজড্ হওয়া মানুষটিও বিছানার সাথে কত সুন্দর জীবন মানিয়ে নেয়!
.
সবকিছু সত্যি একদিন মানিয়ে যায়!
.
তোমাকে ছাড়া বাঁচবো না মর্মে মরতে যাওয়া প্রেমিকও আজকাল দিব্যি নিজেকে মানিয়ে নিয়ে হেব্বী রোমান্সে আছে,
.
ধৈর্য ধরতে হয়! সময় পেরুলে মানিয়ে যাবে দুক্কগুলো যা আর দুঃখও মনে হবে না!
.
শুধু মানিয়ে নেওয়া যায় না মানুষের টিটকারি কিংবা পাত্তা না পাওয়ার বেদনা!
.
পঙ্গুত্ব মেনে নেওয়া মানুষটা ভাগ্য মেনে নিয়ে ভালোই কাটাচ্ছিলো কিন্তু সেদিন একজন তুচ্ছভরে তার দিকে তাকিয়েছিলো তার চোখে জল এনেছে,
.
তুই শালা তো একটা রিক্সা চালক বলার পর কদম আলীও নিজেকে প্রফেশনের সাথে মানিয়ে নিতে পারছে না!
.
জন্ম খারাপ হলে তোদের মতো বাস ড্রাইভার হয় কথাটি শুনার পরও লোকটি দীর্ঘশ্বাস ছেড়ে ভাবছে ইহা বালের কাজ!
.
কি সুন্দর মেয়ে এ কেমন স্বামীর সাথে সংসার করছে শুনার পর মেয়েটিও হঠাৎ মানতে পারছে না জীবন,
.
এতো পড়াশুনা না করে রান্নার উপর্ ডিগ্রী নিলে পারতে ব্লা ব্লা শুনার পর লক্ষী মেয়েটিও মানতে পারছে না,
.
শালা ভিক্ষা করোস্ কেন্ কাজ করে খেতে পারোস্ না শুনার পরও তার বুকে তোলপাড়!
.
শ্বশুর বাড়িতে ঘর জামাইও সু্ন্দর করে মানিয়ে চলছিলো অতপর বউয়ের লাথি খেয়ে সে ও কমপোর্ট ফিল্ করছে না,
.
সবকিছু মানিয়ে যায়, কিন্তু পাত্তা না পাওয়াটা কিংবা অন্যের অবজ্ঞা মানিয়ে নেওয়া যায় না!
.
শার্টের সাথে প্যান্টের ম্যাচিংটা দিব্যি মানিয়ে গিয়েছিলো যতক্ষণ না কেউ এমন একটা কথা বলেছে যার কারণে বেলুন ছিন্দ্র হয়ে বাতাস বের হয় গেলো,
.
সুতরাং সুখী হতে হলে নিজেকে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিন্দুকের কথাগুলোও কানে না নিয়ে মাথা থেকে বাহির করতে শিখুন!
.
এটা হলো সবচেয়ে বড় শিক্ষা! 'ডোন্ট টেক্ ইট্ পার্সনালি!'

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৯ দুপুর ২:৫৭

মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্ খুব সুন্দর করে উপস্হাপন করলেন ভাই।

২| ১০ ই মে, ২০১৯ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: নিন্দুক তো থাকবেই। ওদের কাছ থেকে দূরে থাকতে হবে।

৩| ১০ ই মে, ২০১৯ রাত ১০:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: কেউ যদি তোমায় নিন্দা না করে
কে বলে ভাই
মানুষ তুমি জিন্দা?

নিন্দুকরা নিন্দা করে বলেই মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.