নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সুখী হতে হলে

১০ ই মে, ২০১৯ বিকাল ৩:১৫

কিছু মানুষের হাসির মধ্যে রহস্য থাকে, তার হাসলে আপনি টের পেয়ে যাবেন পরক্ষণে সে আপনার কোন দুর্বলতার খোঁজ করে মজা নিবে!
.
কিছু মানুষ নিজের টাকা খরচ করে আপনার কীর্তন না করলে আপনি বুঝে যাবেন ওদের জীবনের ষোলআনা বৃথা!
.
ওরা আসলে চাই, আপনিও ওদের মতো অলস থাকুন, অন্যের পিছনে লেগে থাকুন, অন্যের কাজে অঙ্গুল দিয়ে মজা নিন্,
.
আসলে ওরা কঠিন রোগে আক্রান্ত!
.
নিজেকে পৃথিবীর সবচেয়ে সেরা মানব ভেবে ওদের আত্মতৃপ্তি আসলে ভয়াবহ,
.
তার চেয়ে মারাত্মক ওরা নিজেদের নির্ভুল ভেবে অন্যের ভুল ধরাটা,
.
নিজেদের বিশ্বাস, ধ্যান, ধারণাকে ওরা এতোটা আঁকড়ে থাকে যা আসলে হুমকিস্পরূপ,
.
ওদের কথা হচ্ছে ভুল করা যাবে না, নির্ভুল ভাবে সব কাজ আপনাকে করতে হবে!
.
সবকিছু মায়ের গর্ভ থেকে শিখে আসতে হবে তা যদি না পারেন তাহলে চেষ্টা করা যাবে না
.
ওরা সার্বক্ষণিক আপনার উপ্রে দৃষ্টি রাখে
.
আপনার সফলতায় ওদের ভ্রু কোঁচকে যায়, কান্না আসে, বিফলতায় সেই ঠোঁটে অট্টহাসিতে কম্পন ধ্বনিত হয়ে!
.
ওরা চাই আপনি ওদের মতো হবেন! সমাজের কোন আবর্জনায় ওদের মতো আপনিও ডুবে থাকুন! ভাগ্যের দোষ দিয়ে আপনিও চুপ করে থাকুন!
.
আপনি যখন ওদের দল থেকে বেরিয়ে যান তখন ওদের ভয় হয়! বুকে জ্বালা বাড়ে!
.
ওরা আপনাকে ওদের উঁচুতে দেখবে সেটা ভাবতেই পারে না!
.
আপনার বিরুদ্ধে এতোসব ষড়যন্ত্র করার পরও যখন তারা আপনাকে ধরে রাখতে পারে না তখন ওদের বুকে পেরেক বিঁধে, মনে হয় আপনি মাতুল দিয়ে স্ব'জোরে আঘাত করে তা ওদের বুকে পুতে দিচ্ছেন!
.
কষ্ট হয়! ওদের কঠিন কষ্ট হয়!
.
এমন মানুষগুলো শিক্ষা দেওয়ার একমাত্র পথ হলো সফল কিংবা স্বার্থক হয়ে তাদের জানান দেওয়া,
.
ওরা কিন্তু আপনার নিকট আত্মীয় থেকে শুরু করে বন্ধু বান্ধব সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে,
.
ওদের চিনতে না পারলে মনে রাখবেন, সুখ আপনার জীবনে নেই!
.
ওদের আস্তে আস্তে ব্যক্তিগত জীবন থেকে দূরে সরানো একটা আর্ট..... যা সবাই পারে না!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৯ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: ওরা কারা?
এ ধরনের মানুষ আসলে বিষাক্ত। এদের কাছ থেকে দূরে থাকাই ভালো।

২| ১০ ই মে, ২০১৯ রাত ১০:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: এই সমাজে অনেক মানুষ ভাবনে তারা নিজেরা যা জানে তাই যথেষ্ট।আসলে এই ভাবনাটা সম্পূর্ণ ভুল।কারন শিক্ষা মানুষের পদে পদে।

৩| ১০ ই মে, ২০১৯ রাত ১১:৩৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, 'নিজেকে চালাক ভাবতে সমস্যা নেই, কিন্তু অন্যকে বোকা ভাবাটাই দোষের।'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.