নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নামের বিড়ম্বনা

১২ ই মে, ২০১৯ রাত ১০:৪২

আমাদের কাউসার ভাই তার নাম নিয়ে গর্বিত,
.
তার মতে তার নামের উচ্চারণ 'কাউস্যার'
.
আর হেটার্সরা উচ্চারণ করে 'cowষাঁড়'
.
আমাদের সালাম ভাইয়ের অবশ্য নাম নিয়ে অভিযোগ আছে হেটার্সরা তার নামের উচ্চারণ 'শালা...ম' করে,
.
নাম নিয়ে লোকে এতো মজা করে আমাদের সন্দ্বীপের দেখতে কালো এক চাচার নাম কালাম তাকে লোকে ডাকে 'কালা......ম!'
.
ছোট বেলায় আমার বন্ধু ইকবাল একবার বলেছিলো আসলে তার বাবা মা পড়াশুনা কম জানতো বলে তার নাম ইকভালের বদলে 'বাল' দিয়েছে! এটা মূলতো 'ভাল' নাম!
.
শুধু 'সোনা মিয়া' নামের কারণে আমার শোভাকলোণীর এক দাদাকে সবাই এক নামে চিনতো,
.
যাই হোক না কেনো নামকরণে একটা স্বার্থকতা থাকা দরকার
.
সচেতন মহলে নামের ক্ষেত্রে একটা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় যেমন তিন শব্দের নামের প্রথম শব্দ নিজের নাম, দ্বিতীয় শব্দ বাবার নাম, তৃতীয় শব্দ গোষ্ঠীর নাম
.
যদিও বাংলাদেশে ৮০ শতাংশ মানুষ নিজেদের চৌধুরী কিংবা খান গোষ্ঠী দাবী করে,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে একবার স্যার আবুল হোসেন বলাতে তিনজন দাঁড়িয়ে গিয়েছিলো!
.
যদিও স্যারের নামও ছিলো আবুল হোসেন
.
গল্পের নামকরণের স্বার্থকতার মতো যদি বাবা মাকে ছেলে মেয়ের নামকরণের স্বার্থকতার উপর প্রশ্ন করা হয় তাহলে দেখা যাবে সব উত্তর কপি করা!
.
তবে এক্ষেত্রে যে হুজুর আমার নাম রেখেছে সে আসলে নামকরণের স্বার্থকতায় দশে দশ পাওয়ার যোগ্য কারণ পুরো অনলাইনে তন্ন তন্ন করে সার্চ করেও আমার আবদুর রব শরীফ নামের দ্বিতীয় আর কাউকে খুঁজে পাইনি!
.
দুই একটা আইডি পেয়েছি তা ও হয়তো আমার নামের ফেইক আইডি,
.
কিছুদিন আগে এক লোক আইএমমার্কজুকারবার্গ ওয়েব সাইট খোলার পর স্বয়ং ফেসবুকের প্রতিষ্ঠাতা বিব্রত হয়ে বার্তা দিয়েছিলেম!
.
কক্সবাজারে তিন কলেজের অধ্যক্ষের নাম ফজলুল করিম হওয়ায় তাদের সবসময় বিড়ম্বনার শিকার হতে হয়!
.
আরো সমস্যা যখন কেউ নামের শেষে আরিফ্ফা, করিম্মা, সেলিম্মা, রহিম্মা নামক প্রত্যয় যোগ করে দেয়,
.
অনেকে আমার মাইরা বাপের নাম ভুলে দেওয়ার হুমকি দেয় তয় আবার বড় হলে নাম ধরে ডাকা অপমানবোধ করে! বিশেষণে ডাকতে হয়!
.
বাচ্চা ছেলেকে বাবার নাম জিজ্ঞেস করার পর যদি মিঃ ওগো জবাব দেয় তাতে অবাক হওয়ার কিছু নেই,
.
নামে কিছু আসে যায় না, কামে নাম বড় হতে থাকে.....আর হুজুরদের টাইটেলে.....!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৯ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: মানুষের পরিচয় কর্মে।

২| ১৩ ই মে, ২০১৯ রাত ১২:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ্‌ সবাইকে হেদায়েত দান করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.