নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকার গান

১৭ ই মে, ২০১৯ রাত ১:৩৯

আজ ছয় বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি 'ভালো থেকো' বলে মেয়েটি বের হয়ে যাচ্ছে,
.
চেনা শহর! অচেনা অনুভূতি! খপ্ করে আধা যুগের স্মৃতি বুকে এসে ধাক্কা দিয়ে মেয়েটিকে সিএনজি থেকে ফেলে দিতে লাগলো, পৃথিবী ঘুরছে, চারপাশের কোলাহল থেমে যাচ্ছে!
.
তুমি আমি যায় ক্রমে দূরে সরে......!
.
মৃত্যুর আগে নাকি পুরো জীবনের স্মৃতিগুলো খুব দ্রুত রিপিট্ হতে থাকে! মায়া বেড়ে যায়!
.
সবকিছু ছেড়ে যাওয়ার পর তেমনি স্মৃতিগুলো এসে আঘাত হানে! দ্রুত মেয়েটির অাইডিতে ঢুকার চেষ্টা অতপর ব্লক ঠেলাঠেলি করে ফিরে আসে,
.
বেপারটা আরো ভয়াবহ হচ্ছে,
.
চেনা ঘ্রাণ! পায়ের শব্দ! চায়ের কাপে দাঁড়িয়ে আছে সে, চোখ খুললে মিলিয়ে যাওয়ার ভয়ে নীল চোখ খুলছে না! জানি তবুও মিলিয়ে যাবে,
.
ফ্যানের বাতাসের সাথে মিশে একাকার হয়ে রবে!
.
ভয়ঙ্কর রাত! দীর্ঘ রাত! একা রাত! সহস্র বছর পেরিয়ে ভোর না আসা একটি রাত!
.
হাতের কাছের ক্যালকুলেটরে কিট্ কিট্ করে নাম্বার ডায়াল হচ্ছে, সেটা মোবাইলে হলে হয়তো বেপারটা অন্যরকম হতে পারতো,
.
বড্ড কঠিন এই ইগোর দেয়াল! প্রত্যেকটি ইটের ভাঁজে স্মৃতির কবর দিয়ে রচিত হওয়া একটি দেয়াল! ভাঙ্গার সাধ্য নেই কারো
.
কেমন আছে আজ নীলা! সুখে থাক! বেঁচে থাক! কখনো হয়তো কোন এক ব্যস্ত কোলাহলে রাস্তা পারাপারে দেখা হয়ে যেতে পারে!
.
মুগ্ধ হয়ে নীলার রাস্তার ওপাশে মিলিয়ে যাওয়ার দৃশ্য হয়তো বুকে কাঁপন তুলবে!
.
কখনো হয়তো কোন পার্কের বেঞ্চিতে দেখা মিলবে তার হাতে অন্য কোন হাত,
.
খুনসুটিতে মেতে উঠবে তারা, নব দম্পতির হাসির কম্পনে পার্কের পাখিগুলো আওয়াজ করে উড়ে যাবে দূরে কোথাও, নতুন নীড়ের খোঁজে!
.
তবুও ফেরারী পাখিরা কখনো আপন নীড়ে ফিরবে না
.
ফিরে না আসার গল্প কবিতা কিংবা গান রচিত হবে! হেডফোন লাগিয়ে প্লে অন করে উদাস হবে এক সময়ের চিনি পিঁপড়া বউ,
.
সময় চলে যাবে! পাল্টে যাবে পৃথিবীর গতিপথ! অনেক অনেক বছর পর, স্মৃতির স্তূপে কবর রচিত হবে অতীতে স্মৃতিগুলো!
.
নীলার চুুুলে পাকা, চামড়াতে ভাঁজ! অতীতের বুক ছিঁড়ে বের হয়ে আসবে দীর্ঘশ্বাস! সেদিনের ছেলে মানুষী,
.
কত হাস্যকর ছোট্ট ছোট্ট কারণ নিয়ে রাগ অভিমান বিরহ শেষে একটি দীর্ঘ বিরতি!
.
তবুও ভালবাসি! সত্যি ভালবাসি! চলে যাওয়ার সত্যি বুঝেছি..... এক পৃথিবী দুভাগ হয়ে যাওয়ার গল্প!
.
ফিরিবার পথ নাহি! কি যেনো এক গল্প ছিলো, গল্পটার নাম, তবুও বেঁচে আছি!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৯ রাত ২:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো।

২| ১৭ ই মে, ২০১৯ ভোর ৬:৫৫

মেঘ প্রিয় বালক বলেছেন: তবুও বেচে আছি ভাই,ভালো ছিলো।

৩| ১৭ ই মে, ২০১৯ সকাল ৭:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ :)

৪| ১৭ ই মে, ২০১৯ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.