নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নীল আকাশ

২০ শে মে, ২০১৯ রাত ১২:১১

তোমার সিগারেট জ্বালানোর শব্দে এক সময় টেনশনে যার স্ট্রোক হওয়ার উপক্রম হতো একদিন সে ও ভুলে যাবে তুমি কে ছিলে,
.
সারাদিন মোবাইলের স্ক্রিণে যার নাম্বার ভেসে উঠা দেখতে দেখতে তুমি ক্লান্ত একদিন সে ও ভুলে কখনো তোমার নাম্বার ডায়াল করবে না!
.
করুণ সুরে ভুলেও বলবে না বাবু খাইছো,
.
কারণ তার সাথে তোমার লেনদেন চুকিয়ে গেছে! গল্পগুলো সম্পর্কের লেনদেনের হিসেব চুকিয়ে নেওয়ার!
.
প্রয়োজন ফুরিয়ে গেলে যত কাছের সম্পর্ক তা ততটুকু দূরত্বের হয়ে যায়,
.
একটু আগে খুব কাছ থেকে দেখা দুটি মানুষ বিপরীত দিকে হাঁটা শুরু করেছে, হাঁটার সাথে সাথে দূরত্বও বেড়ে চলেছে, চলবে, চলতে থাকবে!
.
কতটা দূরে সরে যেতে পারে কিছু নিঃশ্বাসের শব্দ, গায়ের ঘ্রাণ, চোখের দৃষ্টি কিংবা সুতো ছিঁড়ে যাওয়া একটি ঘুড়ি
.
আপন হতে থাকবে দীর্ঘশ্বাস, অবিশ্বাস, নাভিশ্বাস.....!
.
পৃথিবী এমনি,
.
কতটা ভালবাসার সন্তান যখন বাবাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দেয় তখন বুকের পাঁজর ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়!
.
স্বার্থের কাছে ভালবাসা হেরে যাওয়ার করুণ পরিণতির গল্প শেষ বয়সে একটা মানুষকে কতটুকু নাড়া দেয় তার খবর কেউ জানতে পারে না কখনো,
.
সম্পর্ক ভেঙ্গে গেলে শুরুতে ভেঙ্গে যাওয়া ভালো, যুগের পর যুগ ধরে যে সম্পর্কগুলো গড়ে উঠে মুহূর্তে তা যদি ভেঙ্গে যায় তাহলে তখনো কাঁচ ভাঙ্গার মতো আওয়াজ করে না বরং কান পেতে নিঃশব্দে সমুদ্রের ডেউয়ের গোঙানো উপলব্ধি করা ছাড়া কি বা করার থাকে!
.
পৃথিবীতে আপন মানুষের দেওয়া কষ্ট ছাড়া সব কষ্টের ক্ষত শুকিয়ে দাগ বিলীন হয়ে যায়!
.
কোন রাগ অভিমান বিরহ যাতনা যন্ত্রণা নেই, শুধু প্রিয় মানুষ চলে গেলে তাকে না ছুঁতে পারার যন্ত্রণা কতটা কঠিন তা যার চলে যায় সে কেবলি বুঝে,
.
প্রতি মুহূর্তে কত শত সাজানো সংসারগুলো ভেঙ্গে চলছে! আকাশগুলো চুরি হয়ে যাচ্ছে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৯ রাত ৩:১৯

মেঘ প্রিয় বালক বলেছেন: আহ্,,,,,আপনার কলমের চোয়াল বেয়ে বেয়ে আসা শব্দগুলো খুব কষ্ট দিয়েছে।

২| ২০ শে মে, ২০১৯ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথাগুলো বাস্তব সুন্দর

৩| ২০ শে মে, ২০১৯ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: আপনি অনেক অভিজ্ঞ মানুষ।

৪| ২২ শে মে, ২০১৯ বিকাল ৫:০৩

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.