নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

উগান্ডা

১৯ শে জুন, ২০১৯ রাত ৯:৪৬

'উগান্ডা' নামক জনপ্রিয় দেশের নামকরণ হয়েছে 'বুগান্ডা' রাজত্ব থেকে আর তাদের আঞ্চলিক ভাষা 'লুগান্ডা'
.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর প্রায় দেশের মানুষের উপর গবেষণা করে দেখেছিলো যে উগান্ডার মানুষ সবচেয়ে কর্মঠ!
.
কথায় কথায় যে বলেন উগান্ডা থেকে এসেছে, সেখানে শিশুদের ভিক্ষা বৃত্তি আইন করে নিষেধ করা হয়েছে, কোন বাবা মা সন্তানকে ভিক্ষা করালে আইনের মুখোমুখি হতে হয়!
.
ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল তার ‘মাই জার্নি টু আফ্রিকা’ বইয়ে উগান্ডাকে বলেছিলেন ‘আফ্রিকার মুক্তা!'
.
পৃথিবীর অন্যতম কালো মানুষের দেশ হওয়ায় এই দেশকে নিয়ে আমরা ট্রল করি কিন্তু জানিনা এই দেশের মানুষগুলো কতটা নরম দিলে অধিকারী,
.
অনেকের মতে উগান্ডাকে হাসিখুশি রসিক ও ভালো মানুষের দেশ বলা হয়!
.
ওখানে কেউ একটা গাছ কাটলে বাধ্যতামূলক তিনটা গাছ লাগায়
.
জ্বি, উগান্ডায় একুশ বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রী সম্পূর্ণ নিষিদ্ধ এবং জনসন্মুখে ধূমপানের কোন অবকাশ নেই!
.
বাংলাদেশের ১ টাকা ওদের কাছে ৪৪ টাকা, বুঝেন এবার! কতটা হতদরিদ্র!
.
উগান্ডায় সমকামীতা যাবতজীবন কারাদন্ডের মতো ঘৃণ্য অপরাধ এমনকি এমন ব্যক্তি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত না করাও ওখানে দন্ড যোগ্য অপরাধ,
.
সমস্যা হলো ওরা আপনাকে ভালবাসলে ভালবেসে আরশোলা খেতে দিবে
.
আসলে মানুষ খেকো দেশ থেকে শুরু করে উগান্ডার যত দুর্নাম সব সাবেক স্বৈরশাসক ইদি আমিনের কারণে হয়েছে!
.
ওদের আমাদের মতো টাক মাথা না থাকা সত্ত্বেও প্রায় সবাই ন্যাড়া হয়ে থাকে কারণ চুল এতো কোঁকড়ানো যে চিরুনি অভিযান পরিচালনা করা এক প্রকার দুঃসাধ্য!
.
যতটুকু জানা যায় এতো কালো মানুষের দেশের মেয়েরা ছেলেটি কতটা লম্বা তা দেখে ক্রাশ খায় আর ছেলেরা মেয়েটা কতটা সানাই আকৃতির তার উপ্রে ভিত্তি করে,
.
বাংলাদেশী এনজিও ব্রাক উগান্ডায় বেশ জনপ্রিয় এবং সফল!
.
নিরহ মানুষের দেশ উগান্ডায় শ্রমিক পাঠানোর জন্যও বাংলাদেশী দালালরা তৎপর হয়ে থাকে অথচ যেখানে বাংলাদেশে ধান কাটার জন্য লোক পাওয়া যায় না,
.
উগান্ডার মতো দেশের কাছে বাংলাদেশ স্বপ্নময় আমেরিকা ইউরোপ কানাডার মতো,
.
আমরা তাদের গরীব আর কালো বলে কথায় কথায় উগান্ডা বলি, উন্নত বিশ্ব হয়তো কথায় কথায় তেমনি বাংলাদেশ নামক স্লাং ইয়ুজ করে!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৯ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: উগান্ডায় খুব ভালো আম হয়।

২| ২০ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৪

বলেছেন: আপনি কি উগান্ডায় থাকেন!! হা হা।।

৩| ২০ শে জুন, ২০১৯ রাত ৮:০৬

মেঘ প্রিয় বালক বলেছেন: উগান্ডা সম্পর্কে অনেক তথ্য জানা গেল। আরশোল খাওয়া সম্ভব না ভাই।

৪| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:১৬

মাহমুদুর রহমান বলেছেন: জানা হলো কিছুই।ধন্যবাদ লেখককে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.