নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কবুল

২৭ শে জুলাই, ২০১৯ রাত ৯:০২

প্রায় বিশ বছর সংসারের পর এক লোক বউ পিটানো শুরু করেছে!
.
তা ও মধ্যরাতে!!!
.
বউকে ঘুম থেকে উঠিয়ে সে জিজ্ঞেস করে, 'সত্যি করে বলতো তুই কি বিয়ের সময় সত্যি কবুল বলেছিলি?'
.
যাই হোক ভীমরতি মনে করে বউ প্রথম দিন মাইর খেয়ে ঘুমিয়ে পড়েছিলো
.
পরের দিন একই কান্ড, রাত তিনটায় সে আবার বউকে জাগিয়ে জিজ্ঞেস করলো, সত্যি করে বল্ কবুল বলেছিলি কি না!
.
পাশে ক্লাশ সেভেনে পড়া মেয়েটা ঘুম থেকে উঠে প্রতিবাদ করলো মায়ের পক্ষ হয়ে,
.
কোলের বাচ্চাটা কেঁদে উঠলো
.
ঘটনা আর নিজেদের মধ্যে রইলো না! এলাকা হয়ে গেলো!
.
লোকে নব্য মজনুকে বুঝানো শুরু করলো তোর একটা মেয়ে সামনে জেএসসি দিবে আরেকটা ছেলে পিএসসি, তুই এগুলো কি শুরু করলি?
.
একদিন ঘুম থেকে লোকটি চিৎকার করে উঠে হাউমাউ করে কাঁদতে লাগলো! বউ আমাকে কবুল বলেনি! এই জীবন আমি রাখবো না!
.
বউ ভ্যাবাচাকা হয়ে এক গ্লাস পানি নিয়ে এসে বললো ওগো ময়নার বাপ এই শুনো কবুল কবুল কবুল....!
.
সে এখন বলতেছে বিয়ের সময় তুই কবুল না বললেও ক'ভুল বলেছিস! এই জীবন আমার কেমনে কাটলো মাবুদ! বিশটা বছর!
.
গল্পটা সল্টখলা ক্রসিংয়ের, সিইপিজেডের একটু আগে
.
আমি নতুন মজনুর খবর পেয়ে ভালবাসার এক গল্প লিখতে কি বোর্ড হাতে নিয়েছিলাম!
.
কে বলে এই যুগে ভালবাসা নাই! আছে রে পাগলা আছে!
.
পাড়ার দুষ্ট ছেলেরা এখন মজনুকে দেখলে আড়াল থেকে কবুল বলে লুকিয়ে থাকে,
.
তারপর থেকে কেউ কেউ নতুন কোন বিয়ে হলে মেয়ে কবুল বলেছে কি না তা রেকর্ড করে রাখার সিন্ধান্ত নিলো,
.
ভিডিও এডিটর কবুল বলার মুহূর্তে ডিজে ডিডিডিজে সাউন্ড লাগিয়ে বেপারটা আরো শ্রুতি মধুর করে তুলছে!
.
একদিন আরেক মধ্যরাত,
.
তুই আমাকে মনে হয় কবুল বলিসনি বলে মজনু সাহেব দেদারছে বউ মারতে আরম্ভ করলো
.
বউ দরজা খুলে উঠানে এসে 'ও বাবাগো মাগো' বলে লুটিয়ে পড়লো
.
পাড়ার লোক জড়ো হলো! মজনু সাহেবকে দুইজন আড়কোলা করে ধরলো! তার শক্তি দ্বিগুণ হয়েছে! ছাইড়া দে আমারে বলে.... বউয়ের দিকে তাকিয়ে আবারো সেই প্রলাপ....!
.
কিন্তু সে ছুটতে পারছে না! বুক পকেটে মোবাইলের রিং বাজছে! ধরতে পারছে না!
.
একজন মজনুর পকেট থেকে ফোনটা ধরে রিসিভ করার পর ওপাশ থেকে লায়লীর কন্ঠ ভেসে আসছিলো....!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ৯:১০

আপেক্ষিক মানুষ বলেছেন: মজা পেয়েছি কিন্তু শেষের লাইনটা বুঝলাম না। কোন ম্যাসেজ আছে নিশ্চয়ই, ধরতে পারিনি :(

২| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: ভুল বাগানে রেখেছ হাত
অচেনা ক্যাকটাসের কুটিল কামড়ে
রক্ত ঝরবে দেখো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.