নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সবাই তো বাবা হয়না

১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৪

কিছু মানুষ আছে যারা সমাজের কাছে একদম ধোয়া তুলসি পাতা কিন্তু পরিবারের কাছে এক মূর্তমান আতংক!
.
পরিবারে সে রাজা! সে বাদশা! সে হর্তাকর্তা! তার কথায় ঠিক! সে ই বাবা!
.
তার ভালবাসা আছে কিন্তু ভালবাসার ভিতরে এক হিংস্র রূপ তার পরিবার জানে!
.
সমাজে এই মানুষগুলো নিজেকে যদি দাবী করে সে পরিবার লাভ করে তাহলে আমি বলবো সে আসলে গর্ত খুঁজতে গিয়ে পরিবারে আটকাইয়া গেছে!
.
তার কারণে একটা সুন্দর পরিবারে কারো মনে শান্তি নাই! সে হুম্ বললে হাত থেকে চায়ের কাপ পড়ে যায়!
.
জন্ম দিলে সবাই বাবা হয় না! হতে পারে না! অনেক বাবাকে দেখেছি যাদের বাবা হওয়ার নূন্যতম যোগ্যতা নেই!
.
আমি অনেক বাবাকে শ্রদ্ধা করি যাদের তেমন ধন সম্পদ টাকা পয়সা না থাকলেও পরিবারটা যেনো ছোট্ট একটা বেহশতখানা!
.
মাশাল্লাহ! সবার মনে শান্তি! প্রশান্তি! সবাই কথা বলার আগে তার উপদেশ মেনে নিয়ে গর্ব করে,
.
সমাজের বাহিরে অনেকের কাছে সে খারাপ হতে পারে কিন্তু দিনশেষে বাচ্চা মেয়েটি দেয়ালে চক্ দিয়ে লিখে রাখে, আমার বাবা শ্রেষ্ঠ বাবা!
.
আসলে আমি মনে করি সে ই ভালো মানুষ যে তার পরিবারের কাছে ভালো!
.
কিছু কিছু বাবাদের উদ্দেশ্যে করে বলতে চাই, আপনার ভালোমি সমাজে পোনা মারার আহে পরিবারে এপ্লাই করে আসিয়েন!
.
যে ঘরে ঠিক নাই তার দ্বারা সমাজের কতটুকু বাল হবে সেটা জানা কথা!
.
আগে ঘরে বাত্তি দিয়ে তারপরে মসজিদে বাত্তি দিতে আসিয়েন!
.
আপনার জানোয়ার রূপ তো আপনার পরিবার জানে সমাজে নিজেকে ভালো সাজাতে আসেন কোন স্বার্থে?
.
ওনাদের গালে গালে জোতা মারো তালে তালে৷৷৷৷
.
আমি এভাবে ই বলি! এভাবেই বলবো! কারণ এগুলো নিয়ে কেউ মুখ খুলতে পারে না! হাজার হলেও বাবা তো...!
.
বিশ্বাস করি একদিন সব বাবা ই শ্রেষ্ঠ বাবা হবে!
.
হুমায়ুন আহমেদ যে বলে 'সব বাবা ই ভালো বাবা' বেপারটা কেবলি আবেগীয়!
.
নিজের চোখে বহুত বাবাকে দেখেছি নিজের কচি মেয়েকে ধরে হাত উল্টিয়ে পাছায় বেত্রাঘাত করে শুদ্ধ বাবা প্রমাণ করে চলছেন!
.
কিছু কিছু দরিদ্র বাবারা তো আরো ভয়ংকর পারলে গাজাটির কাছে মেয়ে বিয়ে দিয়ে সমাজ সংস্কৃতি উদ্ধার করে ছাড়েন!
.
বুকে হাত দিয়ে যেদিন বলতে পারবেন আমি ভালো বাবা হতে পারবো সেদিন বিয়ে করতে যাইয়েন! দাওয়াতের অপেক্ষায় থাকলাম!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: বাবাদের অনেক কষ্ট, অনেক যন্ত্রনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.