নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রাস্তার শিক্ষা

২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৭

আইরিশ অন্যতম শীর্ষ ধনী শন কুইন যার ২০০৮ সালে ছয় বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ সম্পদ ছিলো কিন্তু কয়েক বছর পরে তিনি দেউলিয়া ঘোষিত হয়েছিলেন!
.
মান সম্মান এবং টাকা, এগুলো অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন!
.
আইসল্যান্ডের অন্যতম শীর্ষ ধনী বিলিওনিয়ার গুডমান্ডসন্ মাত্র কয়েকটা ভুল দাবার চালে নিঃস্ব হয়ে গিয়েছিলেন!
.
কত বিলিওনিয়ার মিলিওনিয়ার যে ভুল সিন্ধান্ত কিংবা ভাগ্যের নির্মম পরিহাসে হিরো থেকে জিরো হয়েছেন সে গল্প কয়জন ই বা বলে!
.
তোমরা হুয়াওয়ে, সামসাং, আইফোনের জয়জয়কার দেখো কিন্তু নকিয়া মটোরোলার হারিয়ে যাওয়া দেখো না!
.
সবাই গুগুল নিয়ে যখন ব্যস্ত তখন আমাদেরও মনে রাখতে হবে ইয়াহু কিন্তু একদিন ভরা যৌবন নিয়ে টগবগ করছিলো!
.
ডিএসলারে টিস্ টিস্ ক্লিক করার আগে আমাদের স্মরণ করা উচিত প্রায় ১৩০ বছর ফ্রেমবন্দী করার বিস্ময়কর স্মৃতি নিয়ে ১৯৯০ সালে আমাদের জন্মের সময়েও কোডাক ফিল্ম ছিলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাঁচটি ব্রান্ডের একটি,
.
যারা যুগের পর যুগ টিকে থাকে কিংবা শতাব্দির পর শতাব্দি তারা যে কাজটি সবার আগে করে তা হলো সঠিক সময়ে সঠিক সিন্ধান্ত নিতে পারা!
.
পৃথিবী পাল্টে যাচ্ছে তার সাথে নিজেকেও পাল্টিয়ে নিয়ে যেতে যে পারেনি তার ধ্বংস মহাকালে লেখা আছে,
.
আজকের আমাজান, আলী বাবা, গুগুল, ফেসবুক, ইয়ুটিয়ুব, টুইটার, হোয়াটসএপ্ যা বলেন না কেনো তারা সময়ে সময়ে নিজেকে আপডেট করে নিয়েছে! কখনো কখনো আপগ্রেড!
.
ভারতের বিজয় মালিয়া ২০১২ সালের আগে নিজস্ব আইল্যান্ড, সুরম্য বাংলো, প্রাইভেট বিমান, এয়ারবাস, গাড়ি, রয়েল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিসহ কি ছিলো না তার! সবি একদিন ফিকে হয়ে গেছে!
.
পৃথিবী ভাঙ্গা গড়ার খেলা, আপনাকে কোটি টাকা দিলে আপনি ধনী হয়ে যাবেন বেপারটা তা না!
.
২০০২ সালের ভারতের পশ্চিম বঙ্গে লটারিতে দেড় কোটি টাকা জিতে রাতারাতি ‘রাজা’ বনে গিয়েছিলেন আজিজ মোল্লা কিন্তু আবার সেই টাকার গরম সহ্য করতে না পেরে আর লাখ লাখ টাকার লটারি কিনে আবারও ফকির বনের বাসিন্দা হয়েছিলেন তিনি,
.
তার স্ত্রী সাফিনুর আক্ষেপ করে বলেছিলেন, ‘স্বামী গাড়িতে কাজ করত। আমি বিড়ি বাঁধতাম। সংসার চলে যাচ্ছিল। এই লটারিই সব শেষ করে দিল।’
.
সুতরাং মনে রাখবেন, লাইফ ইজ মাইন্ড সেট্! কোটি কোটি টাকা কামানোর আগে নিজের মানসিকতাকে কোটি টাকার পর্যায়ে নিয়ে যেতে না পারলে কয়েকদিন পর দেখবেন ইয়ু আর নাথিং!
.
পৃথিবীর ৮০ ভাগ সম্পত্তি ৫ ভাগ মানুষের কাছে তা যদি তাদের থেকে নিয়ে ৮০ ভাগ মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় কয়েক বছর পর দেখা যাবে তা ঐ ৫ শতাংশ মানুষের কাছে চলে গিয়েছি! এটাকে বলে শিক্ষা, প্রকৃত শিক্ষা, খাতা কলমে শিক্ষা!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.