নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ষাঁড়

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১২:২০

শেখ শাদীর একটা গল্প আমরা সবাই জানি,
.
একবার তিনি জীর্ণশীর্ণ পোশাকে এক বাসার অতিথি হলেন কিন্তু বাড়ি ওয়ালা তাকে ডাইল ভাত খেতে দিলো!
.
আরেকবার তিনি জাঁকজমক পোশাকে ভাগ্যক্রমে সেই বাড়ির অতিথি হয়েছিলেন কিন্তু এবার বাড়ির মালিক তাকে কোর্মা পোলাও টাইপ খাবার খেতে দিলেন!
.
তিনি না খেয়ে সেগুলো পকেটে ডুকাচ্ছিলেন আর বাড়িওয়ালাকে বুঝাতে চেষ্টা করেছেন যে আমি না বরং আমার পোশাক এই খাদ্যগুলো ডিজার্ভ করে!
.
আসলে বলতে চাচ্ছি,
.
যে সব মেয়েরা অনেক টাকা পয়সা ক্ষমতা দেখে বিয়ে করে তাদের আসলে কি দিয়ে মনোভাসনা পূরণ করা উচিত!
.
কিংবা শেখ শাদী হলে কি তাদের কটন বার ব্যতিরেকে সিন্দুকের চাবি দিয়ে কান চুলকিয়ে দিতেন?
.
আসলে মেয়েটি যোগ্য কে, আপনি না আপনার ডলার!
.
মাঝরাতে যদি এক হাজার ডলার ভাঁজ করে ঠিক জায়গামতো ভ্যানেটি ব্যাগে দিয়ে দেন তাহলে কি তাদেরও সেই বাড়িওয়ালার মতো শিক্ষা হবে!!!
.
আসলে বলতে চাচ্ছি পৃথিবীটা অনেক বেশী গিভ এন্ড টেক হয়ে গেছে! এক জোড়া জুতো বিক্রী করার জন্য এমবিএ পাশ করা ছেলেটিও আপনাকে স্যার স্যার করবে! পুনরায় যদি ফেরত দিতে গিয়ে শর্ত ভঙ্গ হয় সে ই কষে সেই জুতো দিয়ে লাথি মারবে!
.
এক বিলাসবহুল হোটেলে সকালে প্রায় কয়েক ডজন আইটেম দিয়ে বুফে সিস্টেমে নাস্তা খাওয়ার পর আবিষ্কার করলাম হোটেল বয়গুলো কত অমায়িক!
.
ফ্রি পাইলে আমিও চায়ের পর কফি তারপর শরবতও খায়! যারা একটু আধুনিক তারা যদিও চা কফি মিক্সার বানিয়ে খেতে অভ্যস্ত,
.
সাধারণত যা হয়, গত মাসে যতবার সকালের নাস্তা মিস করেছি তা একদিনে পেটে পুরে পানির বোতলটা নিয়ে বের হবো এমন সময় স্যার বলা পাবলিকটি পথ রুদ্ধ করে বললো, পানি ডাইনিং রুমের বাহিরে নেওয়া যাবে না!
.
তাকে বুঝালাম এই পানি ডাইনিংয়ে খেলেও পেটে যাবে কিংবা রুমের বাহিরে খেলেও একই পেটে যাবে! সে বললো, নিয়ম ইজ নিয়ম!
.
একটু পর স্যার'তার ভুলে গিয়ে কত নম্বর নিয়মে তা লেখা আছে সে খিস্তি আওড়াতে যাবে এমন সময় মনে হলো, 'রাখ তোর বালের স্যার!'
.
স্যার ডাকাকে পুঁজি করে ব্যবসা গড়ে তুলেছে! স্যার তো স্যার! বেপারটা এমন হওয়া উচিত ছিলো, স্যার আরেক বোতল নিয়ে যান সাথে করে!
.
স্যার সাহেব কয়েক মিনিট পর ষাঁড় হয়ে বেরিয়ে পড়লাম! টাকার মেয়াদ শেষ! এবার যেতে হবে! কোন একদিন যদি তার সাথে দেখা হয় তাহলে পালিয়ে থাকবো কারণ আমাকে দেখিয়ে কখন যে বলে বসবে, শ্লা পাঁচ তারকা সিস্টেমের ম্যানার জানে না!
.
সুতরাং কে কখন কেনো তেল মারতেছে কিংবা ভালোবাসার অভিনয় করতেছে একটু ভেবে দেখা দরকার! না হলে ঐ তেলে একদিন নিজে ভাজি হয়ে যাবেন!
.
স্বার্থ ছাড়া এই দুনিয়াতে খুব কম ই সম্পর্ক আছে সেগুলোর খোঁজ করুন আর তাদের ব্যক্তিগত জীবনে অগ্রাধিকার দিয়ে আগলিয়ে রাখতে শিখুন!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১২:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বার্থ ছাড়া এই দুনিয়াতে খুব কম ই সম্পর্ক আছে সেগুলোর খোঁজ করুন আর
তাদের ব্যক্তিগত জীবনে অগ্রাধিকার দিয়ে আগলিয়ে রাখতে শিখুন!

....................................................................................................
মৃত্যু কামনার সময়ও স্বার্থ হানির জন্য হয়ে থাকে ।

২| ২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.