নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪২

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধু অনিরাপদ খাদ্যের কারণে পুরো বিশ্বে বছরে প্রায় চার লক্ষ আশি হাজার মানুষ মারা যায়,
.
স্বয়ং আমেরিকার মতো উন্নত দেশে মারা যায় বছরে তিন হাজার মানুষ!
.
প্রতি বছর বিশ্বের প্রতি দশ জনের প্রায় একজন খাদ্য থেকে সংক্রামিত অসুখে পড়ে,
.
প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য যে খাদ্য নিচ্ছেন তাতে কত ঝুঁকি!
.
খাওয়ার পর বাথরুমে যাচ্ছেন, স্বয়ং আমেরিকায় চল্লিশ হাজার মানুষ বাথরুমে গিয়ে আহত হয় এবং পুরো বিশ্বে হাজার হাজার মানুষ বাথরুমে আঘাত পেয়ে মারা যায়,
.
বাথরুম সেরে অফিসে যাচ্ছেন?
.
গ্লোবাল রোড ক্রাশের মতে পুরো বিশ্বে প্রতি বছর প্রায় তের লক্ষ মানুষ রোড এক্সিডেন্টে মারা যাচ্ছে!
.
বাসায় ফিরে ঘুমাবেন মনে করছেন?
.
পৃথিবীতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ঘুমের মধ্যে মারা যায়,
.
এখন ঘুমাবেন না চিন্তা করছেন?
.
আমেরিকান স্লিপ এপনিয়া এসোসিয়েশনের মতে পৃথিবীতে প্রতি বছর প্রায় আটত্রিশ হাজার মানুষ নিদ্রাহীনতাজনিত অসুস্থতায় মারা যায়!
.
জীবন মানে রিস্ক! যখন যেভাবে যে অবস্থানে থাকুন না কেনো মৃত্যু আসতেই পারে!
.
জীবন নিয়ে কত পরিকল্পনা করতেছি একটু পরে সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে,
.
হেলেন কিলার সবচেয়ে সুন্দর বলেছেন, 'জীবন হলো হয়তো দুঃসাহসী এডভেঞ্চার নয়তো কিছুই না!'
.
প্রতিটা দিন আসলে রোমাঞ্চকর! এভারেস্টের চূড়ায় উঠার মতো, হয়তো একটু অসতর্কতা কিংবা নিয়তির কারণে পা ফসকে সব কিছুর এখানে সমাপ্তি,
.
প্রতিদিন কত চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধন দেখা অদেখা মানুষের জীবনের ভ্রমণ শেষ হচ্ছে
.
তবুও নতুন সূর্য উঠে, ডুবে, নতুনত্বের সূচনা হয়, জীবনে কত শত নতুন অধ্যায়ের সূচিত হয়!
.
পুরো জীবনটা একটা রিস্কের উপ্রে, তবুও আমাদের রিস্ক নিতে ভয় হয়, আগামীর টেনশনে ঘুম হয় না,
.
এই যে আজকের দিনে যে ফুলটি ফুটেছে, সে ও ঝরে পড়বে, মাঝখানে বেঁচে থাকা কারো মধ্যে সে তার সৌন্দর্যটা বিলিয়ে দিয়ে যাবে,
.
জীবন নিয়ে তাই এতো টেনশনের কিছু নেই, শেষ যাত্রা বলে উপভোগ করা শ্রেয়, দুর্দান্ত এডভেঞ্চারটা ই প্রাপ্তি, সৌন্দর্য বিলিয়ে দিয়ে চলে যেতে পারাটা স্বার্থকতা পাশাপাশি পরকালের যে জীবনের শেষ নেই সে জীবনের প্রস্তুতি.....!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: আসলেই যে কেউ যে কোনো সময় মরে যেতে পারি।
অথচ আমরা মৃত্যুর চিন্তা করি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.