নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপনে অজ্ঞাপন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

বিগ বস্ বার্গার, স্যান্ডউইচ, চিপস কিংবা তেহেরী বিরায়ানীসহ হাজারো খাবার বিজ্ঞাপন দেখবেন কিন্তু গাজরের হালুয়ার বিজ্ঞাপন দেখবেন না কারণ এটা আপনার ক্যান্সারের নিরাময় থেকে শুরু করে ত্বক পর্যন্ত উজ্জ্বল করে, তাতে আপনার লাভ, অন্যকারো লাভ নেই বলে কেউ সেগুলো প্রচার করবে না!
.
কথা কি ক্লিয়ার? না কোন ভেজাল আছে!
.
আপনি কোকোকোলা, পেপসি, ম্যারিন্ডা থেকে শুরু করে হালের প্রাণ জুসসহ হাজারো পানীয়ের বিজ্ঞাপন দেখবেন কিন্তু ডাবের পানির বিজ্ঞাপন দেখবেন না কারণ এটা খেলে আপনার শরীর মন প্রাণ চাঙ্গা থেকে শুরু করে হাইড্রেটও থাকবেন, কেউ প্রচার করবে না, লাভটা বিভিন্নভাবে আপনার হবে অন্যের হবেনা বলে কারো প্রচারে আগ্রহ থাকবে না!
.
বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা
.
হ ভাই, টাইগার, স্পীড, হায়ানা টাইপ অনেক এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপন শুনে ঢকঢক্ গিলে ফেললেন কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি কলার প্রচার কেউ করবে না, তাতে আপনার লাভ, অন্যের না!
.
এই যুগে বিজ্ঞাপনের সুবাদে কলা বলে মূলা ধরিয়ে দেওয়াটা ই প্রপিট
.
ভায়াগ্রা, ইয়াবাসব অনেক উত্তেজক জিনিসের খবর ডাইরেক্ট মার্কেটিং হিসেবে আপনার কানে আসবে মাগার প্রাকৃতিক উত্তেজক রসুন, জিংসাংয়ের কথা কেউ লাখ টাকা খরচ করে প্রচার করবে না, লাভটা আপনার হবে শুধু মাত্র কারো লাভ না হলে কেউ টাকা খরচ করে প্রচার করে না!
.
ভালো জিনিস নিজ দায়িত্বে খুঁজে নিতে হয়,
.
কালো জাম, স্ট্রবেরি, লেবু, বাদাম, আমলকি, কমলা, আপেলের মতো শত শত সুপার ফুডগুলো কয়েকটা বিজ্ঞাপনও খুঁজে পাবেন না
.
ঠোঁট ফেটে গেলে কর্পোরেট কোম্পানী তাদের ভ্যাসলিন, টেসলিন সাজেস্ট করবে কিন্তু কাঁচা মরিচ, পেয়ারা খেতে কখনো শর্ত প্রযোজ্যের মধ্যেও বলবে না!
.
পেটের অসুখ হলে কোম্পানিগুলো বিভিন্ন ঔষুধ ধরিয়ে দিবে বলবে না পেপে, কদু কিংবা কাঁচকলা, আদা খান!
.
পৃথিবী এখন ক্যান্সার নিরাময়ে কিভাবে খাবারের অভ্যেস চেঞ্জ করে জিনের গঠন পাল্টাবে সেদিকে জোর দিচ্ছে সেখানে আমরা পরে আছি ফুড পান্ডা নিয়ে,
.
যেখানে পুরো বিশ্ব চিন্তা করছে লাল মাংস চর্বি কমিয়ে কিভাবে শাক সবজি ফস মূল মাছ ডায়েটে আনা যায় সেখানে আমরা ইয়া বড় বড় পোস্টারে মেজবানির দিকে ঝুঁকছি কারণ এতে হোটেলের লাভ!
.
বিশ্ব যখন ধূমপানমুক্ত হচ্ছে আমরা তখন বেনসন টেনে ভাব নিচ্ছি,
.
পৃথিবীর যারা সফল মানুষ তারা প্রায় সবাই সেলফ্ এডুকেটেড, কেউ তাদের শিখায় না তারা নিজের রাস্তা নিজে খুঁজে নেয়
.
সুতরাং নিজের ভালোটা নিজেকে খুঁজে নিতে হবে, বেশীরভাগ বিজ্ঞাপনের কাজ হচ্ছে বিভ্রান্ত করা
.
এখানে সারা জীবন ওয়াসার পানির গুনাগুন বর্ণনা করে ওয়াসার এমডি ওয়াসার পানি খায় না! সবাই এতো জোর করলো তবুও....!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: পৃথিবীর নাম্বার ওয়ান ব্যবসাই হলো বিজ্ঞাপনের ব্যবসা।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪৬

জটিল ভাই বলেছেন: এটাই সায়েন্স :(

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:২২

চাঙ্কু বলেছেন: প্রচারেই নাকি প্রসার!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.