নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্লিজ মাফ করবেন

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৩

কাকতালীয় তিতা কথা, সরকার থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি,
.
ইজরাইলের আয়তন ২২ হাজার ৭২ বর্গকিলোমিটার আর বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৬১০ বর্গকিলোমিটার প্রায়,
.
বাংলাদেশ প্রায় ইসরাইল থেকে সাত গুণ বড়!
.
পুরো পৃথিবীর প্রায় সবচেয়ে শক্তিশালী দেশটির জনসংখ্যা মাত্র ৮৭ লক্ষ আর আমাদের জনসংখ্যা তাদের ১৮/১৯ গুণ বেশী,
.
দি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে ইসরাইলের কাছে ১০০ পরমাণু ওয়ারহেড আছে!!!
.
আমরা প্রায় বলি ভারত বাংলাদেশের প্রায় বাইশ গুণ বড়, পাকিস্তান প্রায় পাঁচ গুণ বড় তাই ওদের আমাদের নমনীয় করে চলতে হবে!!!
.
এমন হলে আয়তনের দিক থেকে বাংলাদেশের সাত গুণ ছোট দেশ ইসরায়েল পৃথিবীর সব দেশকে নম নম করে চলতো,
.
মাথা ঠান্ডা করে চিন্তা করুন, রক্ত অনেক দিয়েছেন, এখন বুদ্ধির দিন!
.
ঝামেলা হলো শক্তিমত্তা নিয়ে, ভারতে কমপক্ষে ১১০ থেকে ১২০ টি পারমানবিক বোমা আছে আর পাকিস্তানেও প্রায় সমান সংখ্যক পারমানবিক বোমা আছে!
.
সত্যি বলতে প্রতিবেশী দেশদের শক্তিমত্তার তুলনায় আমাদের শক্তিমত্তা একদম জিরো,
.
আমরা জাতিসংঘে কয়েকটা ফোর্স পাঠিয়ে ভাবি পৃথিবী আমাদের দখলে!
.
ইরান পারমানবিক বোমা বানাতে গিয়ে পারমাণবিক শক্তিধর দেশগুলোর শত্রু হয়ে গিয়েছে,
.
বেপারটা হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশগুলো কোনভাবেই চাচ্ছে না অন্য কোন দেশ এই শক্তি অর্জন করুক!
.
যদি বলি, আচ্ছা ঠিক আছে আমি পারমাণবিক বোমা তৈরী করবো না কিন্তু আপনার বোমাগুলো আমার জন্য হুমকিস্বরূপ, সব ধ্বংস করেন! জাতিগুলো ওখানে কবির মতো নীরব থাকে,
.
ওরা পারমাণবিক বোমার সংখ্যা কমিয়ে জাতিসংঘকে কাঁচকলা দেখায়
.
নিয়ম তো এমন হওয়া দরকার, পরমানু শক্তি থাকলে সবার থাকবে, না থাকলে কারো থাকবে না, আপনার আছে আমার থাকতে পারবে না এটা কেমন কথা,
.
সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে কিছু বক্তব্য শুনলাম,
.
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নিরাপত্তা নিয়ে কথা বললো, বৈশ্বিক হুমকি ধমকি ব্লা ব্লা নিয়ে!
.
পাকিস্তানের ইমরান খান কাশ্মীর নিয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে পুরো বিশ্বের এটেনশন্ নিয়ে নিলো,
.
ইসরাইলের নেতা নিয়াহু নিজের দেশের নিরাপত্তা এবং বৈশ্বিক হুমকি নিয়ে বাহবা কুড়িয়ে নিয়ে আসলো!
.
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উন্নয়ন নিয়ে লেখা স্ক্রিপটি রিডিং পড়ে চলে আসলো!!!
.
জাতিসংঘ জানতাম দাবী আদায়ের জন্য এখন দেখি ফিরিস্তি শুনানোর.......!
.
গ্যারি ভি'র একটা কথা আছে, নো বডি গিভস্ ইয়ু শিট্, কেউ পাত্তা দিবে না, নিজের পাত্তা নিজেকে চিনিয়ে আনতে হবে!
.
পুরো বিশ্বে বর্তমানে জনসংখ্যা কিংবা আয়তন কোন বিষয় না, খেলাটা হলো মেধার....!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৪

প্যারাসিটামল খবিশ বলেছেন: আপনি আবেগি হয়ে গেছেন।বাংলাদেশের পারমানবিক অস্ত্রের প্রয়োজন নেই।বাংলাদেশের দরকার কিছু মাথাওয়ালা রাজনীতিবিদ

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমরা শ্রমিক রফতানি করে প্রচুর রেমিট্যান্স আমদানী করি।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথাগুলো মাথামোটা টাইপের। ইসরায়েল এত ছোটো দেশ হয়েও এত শক্তিশালী কীভাবে হলো সেটা বিশ্লেষণ করুন, তারপর বলুন বাংলাদেশ কেন এত নতজানু। ইউএসে'র পদতলে সমগ্র বিশ্ব, আর ইউএসএ হলো ইসরায়েলের কব্জাগত। শুধু মেধা দিয়েই হয়। গরীবের ঘরে অনেক মেধাবী সন্তান আছে, তাদের দৌড় হলো ক্লাসের ফার্স্টবয় হওয়া পর্যন্তই। আর আপনি যদি কোনো প্রভাবশালী ব্যক্তির বখাটে অশিক্ষিত সন্তান হয়ে থাকেন, আপনার বাবার মৃত্যুর পর আপনি বাবার পদটা দখল করবেন, আর ক্লাসের শত শত ফার্স্টবয় আপনার পায়ের তলে এসে হুমড়ি খাবে।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: "শুধু মেধা দিয়েই হয়" = "শুধু মেধা দিয়েই হয় না" হবে

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

রাজীব নুর বলেছেন: মেধাহীন লোক আমাদের দেশেই বেশি। আর যাদের মেধা আছে তারা বিদেশ থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.